Happy>- Cheerযতদিন বেঁচে আছি স্বামীর ভালোবাসা যেনো হয় আমার জীবনের নীড়..... Rose Good Luck✔✔✔নুর আয়শা

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩০ আগস্ট, ২০১৪, ০৯:১০:৫৫ রাত



তোমাকে ভালোবাসি বলেই কি তোমার কোনো দোষ চোখে দেখিনা আমি?

নাকি কোনো দোষ করোনা ইচ্ছে করে! আমাকে ভালোবাসো বলে ওগো আমার প্রাণ প্রিয় স্বামী?

আমার ভুলত্রুটি গুলো গালমন্দ না করেই সুধরানোর প্রচেষ্টা দেখে আমি বিস্মিত হই!

আমার ভুলত্রুটি হলে আমি নিজের ভিতরে নিজে মরতে থাকি সে এক অদ্ভূত অনুসুচনা মিশ্রিত লজ্জায়!

লজ্জার এই মোহতা দেখে কৌশলে কত অভয় দাও তুমি শিশু সুলভ আচরণে,

আন্তরিকতা মিশানো অভয় তোমার প্রতি শ্রদ্ধাবোধ বাড়ায়, অদ্ভূত অনুভূতির ছোঁয়ায় এই মনে।

তোমার নমনিয়তা ভিবিন্ন ঘটনার সহজ সমাধান, জীবনের মূল মানে শিক্ষা দিচ্ছে দিনে দিনে!!

তোমার মত স্বামী জীবন সঙ্গী হিসেবে পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানায় নামাজ পড়ে খুশি মনে।

আল্লাহর কাছে দোয়া করি আমার আগে যেনো মরণ না দেয় আমার প্রাণ প্রিয় স্বামীর,

যতদিন বেঁচে আছি স্বামীর ভালোবাসা যেনো হয় আমার জীবনের নীড়।

বিষয়: বিবিধ

১৫৪৯ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259751
৩০ আগস্ট ২০১৪ রাত ০৯:৪৯
বুড়া মিয়া লিখেছেন : যেমনে আরম্ভ করছে হৃদয়ে-পাম দেয়া, তাতে তো ফাইট্টা যাইবো!

তহন তো ফুলানো-ফাপানো পিড়িতী-রূপ অবগাহনের জন্য আবার গলাডা-চিপ্প্যা ধরবেন!

তাই আস্তে আস্তে ...
৩০ আগস্ট ২০১৪ রাত ১১:২১
203564
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গলা চিপ্প্যা ধরবেন!!

এ কেমন কথা? সমজোতায় সিড়ি বেয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আপনাদের দোয়া একান্ত ভাবে কামনা করি......।
259762
৩০ আগস্ট ২০১৪ রাত ১০:১২
ফেরারী মন লিখেছেন : যতদিন বেঁচে আছি স্বামীর ভালোবাসা যেনো হয় আমার জীবনের নীড়।
Love Struck Love Struck Love Struck Love Struck
৩০ আগস্ট ২০১৪ রাত ১১:২১
203565
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : Good Luck আমাদের ব্লগে স্বাগতম
259791
৩০ আগস্ট ২০১৪ রাত ১১:২৩
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি দুঃখিত হতভাগা করা মন্তব্যটা ভুলে মুছে গেছে!!!
259814
৩১ আগস্ট ২০১৪ রাত ১২:১৫
কথার_খই লিখেছেন : সচেতনতা ধরে রাখুন! না হয় ঠান্ডা মাথার করা সমাধান গুলো গরম মেজাজে আসতে পারে...।


আর গরম মেজাজে আসলে ঐ সময় ভালবাসা তিতু লাগবে!!

মিষ্টি ভালোবাসার জন্য ধর্য্য একটি গুরুত্ব পূর্ণ দিক। ধন্যবাদ।
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:২৫
203603
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার অল্প কথার মন্তব্যটার মাঝে শিক্ষা নেবার অনেক কিছু আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
259833
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:০৫
সজল আহমেদ লিখেছেন : আসলে আপনাদের একের প্রতি অপরের প্রেম,টান দেখে এ যুগের স্বামী স্ত্রীর অনেক কিছু শেখার আছে !
এযেন এক কল্পনা জগতের প্রেম,ভালবাসা !
আজকাল স্বামী ,স্ত্রীর অল্পেতেই এমন ভালবাসা দেখা বিরল ।
আল্লাহ্ আপনাদের দাম্পত্য জীবনকে শান্তি সুখে পরিপূর্ণ করে দিক সেই সাথে ইসলামের পথে কবুল করে নিক।
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:২৮
203604
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনার মন্তব্যের কথা গুলোর যোগ্যতা আমরা নহে.....।

তবুও আপনি আমাদের সম্মানিত করেছেন! আপনার দোয়া আমাদের আগামী দিনের পাথেয়....। ধন্যবাদ।
৩১ আগস্ট ২০১৪ রাত ০১:৫৭
203616
সজল আহমেদ লিখেছেন : বলুন , আল্লাহ্ মহান
৩১ আগস্ট ২০১৪ রাত ০২:৫৬
203638
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আল্লহ মহান।
259887
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:৫৪
কাহাফ লিখেছেন : সবচেয়ে আদি সমপর্ক হলো স্বামী-স্ত্রীর সমপর্ক, কিছু সামান্য ভূলে/বিষয়ে কখনো তা খারাপ হয়ে যায়।সবার দাম্পত্য জীবনের সফলতা কামনা করি....।
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৫১
203696
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ ;Winking Surprised
260590
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:৩৪
বাজলবী লিখেছেন : নিখুত ভালোবাসা দুজনার বিশ্বস্ত প্রেমের গভীরতায় বেধেঁছেন অপূর্ব প্রশান্তির নীড়।সেই নীড়ের বন্ধন অটুট থাকুক সারাটি জীবন।
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৭
204285
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, আপনার এ দোয়া যেন আল্লাহ কবুল করে নেন! আমিন।
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:০৭
204286
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ, আপনার এ দোয়া যেন আল্লাহ কবুল করে নেন! আমিন।
261386
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:০৪
আহ জীবন লিখেছেন : দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন সর্বাবস্থায়।
তবে অভাবের দিনেই ভালোবাসার পরীক্ষা হবে।
০৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৭
205257
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ধন্যবাদ, পরিক্ষায় আমরা পাস করতে চাই। আল্লাহ আমাদের তৈফিক দিন, আমিন।
261731
০৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
আমি মুসাফির লিখেছেন : অনেক সময় অনেক রকম বিরুপ পরিস্থিতি আসবে তার মুকাবিলা করে দুজনের বাধনটা অটুট রাখতে পারলেই আপনার কাঙ্খত মানে পৌছে যাবেন বলে আমি মনে করি। দোয়া করিও তাই।
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১৪
205648
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ আপনার এই সুন্দর মন্তব্যের জন্য! আপনার জন্যও শুভকামনা।
১০
263288
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৬
প্রবাসী মজুমদার লিখেছেন : পৃথিবীর সব স্ত্রীরা এমন হোক, এ প্রত্যাশা করি। ধন্যবাদ।
০৯ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩০
206905
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File