>- যতদিন বেঁচে আছি স্বামীর ভালোবাসা যেনো হয় আমার জীবনের নীড়..... ✔✔✔নুর আয়শা
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ৩০ আগস্ট, ২০১৪, ০৯:১০:৫৫ রাত
তোমাকে ভালোবাসি বলেই কি তোমার কোনো দোষ চোখে দেখিনা আমি?
নাকি কোনো দোষ করোনা ইচ্ছে করে! আমাকে ভালোবাসো বলে ওগো আমার প্রাণ প্রিয় স্বামী?
আমার ভুলত্রুটি গুলো গালমন্দ না করেই সুধরানোর প্রচেষ্টা দেখে আমি বিস্মিত হই!
আমার ভুলত্রুটি হলে আমি নিজের ভিতরে নিজে মরতে থাকি সে এক অদ্ভূত অনুসুচনা মিশ্রিত লজ্জায়!
লজ্জার এই মোহতা দেখে কৌশলে কত অভয় দাও তুমি শিশু সুলভ আচরণে,
আন্তরিকতা মিশানো অভয় তোমার প্রতি শ্রদ্ধাবোধ বাড়ায়, অদ্ভূত অনুভূতির ছোঁয়ায় এই মনে।
তোমার নমনিয়তা ভিবিন্ন ঘটনার সহজ সমাধান, জীবনের মূল মানে শিক্ষা দিচ্ছে দিনে দিনে!!
তোমার মত স্বামী জীবন সঙ্গী হিসেবে পেয়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া জানায় নামাজ পড়ে খুশি মনে।
আল্লাহর কাছে দোয়া করি আমার আগে যেনো মরণ না দেয় আমার প্রাণ প্রিয় স্বামীর,
যতদিন বেঁচে আছি স্বামীর ভালোবাসা যেনো হয় আমার জীবনের নীড়।
বিষয়: বিবিধ
১৫৪৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তহন তো ফুলানো-ফাপানো পিড়িতী-রূপ অবগাহনের জন্য আবার গলাডা-চিপ্প্যা ধরবেন!
তাই আস্তে আস্তে ...
এ কেমন কথা? সমজোতায় সিড়ি বেয়ে আমরা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। আপনাদের দোয়া একান্ত ভাবে কামনা করি......।
আর গরম মেজাজে আসলে ঐ সময় ভালবাসা তিতু লাগবে!!
মিষ্টি ভালোবাসার জন্য ধর্য্য একটি গুরুত্ব পূর্ণ দিক। ধন্যবাদ।
এযেন এক কল্পনা জগতের প্রেম,ভালবাসা !
আজকাল স্বামী ,স্ত্রীর অল্পেতেই এমন ভালবাসা দেখা বিরল ।
আল্লাহ্ আপনাদের দাম্পত্য জীবনকে শান্তি সুখে পরিপূর্ণ করে দিক সেই সাথে ইসলামের পথে কবুল করে নিক।
তবুও আপনি আমাদের সম্মানিত করেছেন! আপনার দোয়া আমাদের আগামী দিনের পাথেয়....। ধন্যবাদ।
তবে অভাবের দিনেই ভালোবাসার পরীক্ষা হবে।
মন্তব্য করতে লগইন করুন