এরদোগানের যাদুর কাঠি - ফরীদ আহমদ রেজা
লিখেছেন লিখেছেন ফরীদ আহমদ রেজা ৩০ আগস্ট, ২০১৪, ০৮:৫৬:০৬ রাত
বাংলাদেশ, মিশর, ইরাক, ফিলিস্তিন, সিরিয়া প্রভৃতি দেশের আর্তচিৎকার আমাদের সবাইকে আহত ও বিক্ষুব্ধ করে। বাংলাদেশে যাদের জন্ম তারা বাঙালির সুখ-দুঃখে আনন্দ বা আর্তনাদ করবেই। যারা মুসলমান তাদের উচিত গোটা মানবজাতির কথা মাথায় রাখা। কিন্তু মুসলমানদের দুঃখে তারা অধিকতর শোকার্ত হন। এটা খুব স্বাভাবিক প্রতিক্রিয়া।
পৃথিবীব্যাপী হত্যা, ধ্বংসলীলা, অত্যাচার ও লুন্ঠন দেখে বর্তমানে প্রতিটি সচেতন মানুষ বিক্ষুব্ধ এবং অস্থির সময় অতিক্রম করছেন। এর পরও আমরা সবাইকে তুরস্কের দিকে দৃষ্টি দেয়ার আহবান জানাই। ওসমানিয়া খেলাফত নয়, খেলাফত-উত্তর তুরস্ক নিয়ে আমাদের গবেষণা করা দরকার। পরাধীন ভারতবর্ষের জনগণ তুর্কী বা ওসমানিয়া খেলাফত এবং এর পতন নিয়ে অনেক শোরগোল করেছে। আবার বাঙালি কবি নজরুল তুর্কী বীর কামাল পাশা, আনোয়ার পাশা এবং জগলুল পাশাকে নিয়ে চমৎকার কবিতা রচনা করেছেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে মাত্র কয়েকটি দেশ পাশ্চাত্যের পরাধীনতা থেকে মুক্ত ছিল। এর মধ্যে তুরস্ক অন্যতম। ছয়শ’ বছর থেকে বেশি সময় ইউরোপ এবং এশিয়ার বিপুল ভূখন্ড ওসমানিয়া খেলাফতের অধীনে ছিল। আধুনিক ইউরোপ বা এশিয়ার অন্য কোন দেশের জনগণ এতো দীর্ঘসময় সা¤্রাজ্য পরিচালনার অভিজ্ঞতা সঞ্চয় করেনি।
তুরস্কের ইতিহাসে কামাল পাশা থেকে এরদোগান, এ সময়টা খুব গুরুত্বপূর্ণ। কামাল পাশা তুরস্কের খোল-নৈচে পাল্টে দিয়ে ইউরোপীয় মডেলে নতুন তুরস্ক নির্মাণের চেষ্টা করেছেন। এ নিয়ে নানা বিতর্ক ও সমালোচনা ইতিহাসের পাতায় লিপিবদ্ধ আছে। তুরস্কের স্বাধীনতা যুদ্ধের মহানায়ক কামাল পাশা কারো কাছে ‘আতা-তুর্ক’ এবং কারো কাছে তিনি ইউরোপীয় ‘পুতুল’।
কামাল পাশার পর তুরস্ক অনেক চড়াই-উৎরাই অতিক্রম করেছে। দেশটি বার বার সামরিক একনায়কদের ক্ষমতা-লিপ্সার শিকার হয়েছে। কিন্তু ইতিহাস নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। আমাদের বিবেচনায় কামাল পাশা যে তুরস্ক রেখে গিয়েছিলেন বর্তমান তুরস্ক তা থেকে সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। বদিউজ্জামান সাঈদ নুরসী, ফতেহুল্লাহ গুলেন, নেকমিতিন এরবাকান, রেসেপ তাইয়িপ এরদোগান প্রমুখের দূরদর্শিতা, রাষ্ট্র-চিন্তা, কর্মতৎপরতা, কর্মকৌশল এবং সাহসিকতা বিশ্ব-মানচিত্রে নতুন এক তুরস্ক জন্ম দিয়েছে। নতুন তুরস্ক সৃষ্টির পেছনে তুর্কী জনগণের স্বাধীনচেতা মনোভাব এবং ঐতিহ্য-চেতনা প্রধান অনুঘটকের ভূমিকা পালন করেছে। এর সাথে মিল্লি সালামত পার্টি, রেফা পার্টি, ভার্চু পার্টি, ফেলিসিটি পার্টি, একে পার্টি প্রভৃতি দলের কমবেশি অবদান রয়েছে। তুরস্কে সমাজ ও রাষ্ট্রের বিবর্তন বুঝতে হলে তুর্কী জনগণের প্রকৃতি এবং এ সকল দলের অভ্যূদয় এবং কর্মকৌশল সম্পর্কেও আমাদের ধারণা থাকতে হবে।
কিছুটা অপ্রাসঙ্গিক হলেও ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এখানে শেয়ার করতে চাই। ৮০ সালে আমি প্রথম তুরস্কে যাই। সুলেমান ডেমিরেল তখন তুরস্কে জোট সরকারের প্রধানমন্ত্রী। মিল্লি সালামত পার্টির নেতা নেকমিতিন এরবাকানের সাথে সে সময় দেখা করেছি। তাঁর জ্ঞানগর্ভ এবং জ্বালাময়ী বক্তৃতা শুনেছি। ড. আহমদ তুতুনজি এবং ড. কামাল হিলওয়াবি’র সাথে সেখানেই প্রথম পরিচয়। ড. হিলওয়াবির সাথে অধিক সময় ব্যয় করার সুযোগ পেয়েছি। চানাকালা অবস্থানের সময় ফজরের পর তিনি প্রাতঃভ্রমণে বের হতেন এবং আমি তাঁর সাথে যেতাম। অনেক বছর পর লন্ডনে তাঁর সাথে দেখা হলে দেখলাম তাঁর সেটা মনে আছে। ইস্তাম্বুল, চানাকালা, বুসরা, ইজমির প্রভৃতি এলাকা ঘুরে দেখেছি। ইজমিরে এক মসজিদে জুমার নামাজ আদায় করেছি। ড. হিলওয়াবি সেখানে আরবীতে জুমার খুতবা দেন। সেখানে মিল্লি সালামত পার্টির এক যুবকর্মী এদিপ ইউকসাল ছিলেন। এদিপ ইউকসাল আরবী খুতবা তুর্কি ভাষায় অনুবাদ করেন। মোস্তফা কামাল পাশার নেতৃত্বে মিত্র-শক্তির বিরুদ্ধে তুর্কীদের স্বাধীনতা রক্ষার লড়াইয়ের ঘটনাস্থল দেখেছি। বইয়ে পড়া ইতিহাস নতুন করে তাদের মুখে শুনেছি।
ইস্তাম্বুল শহরে ছিলাম এক সপ্তাহ, মিল্লি সালামত পার্টির যুব-ফ্রন্টের হেফাজতে। আয়া-সোফিয়া, নীল মসজিদ, টপকাপি মিউজিয়াম প্রভৃতি ঐতিহাসিক স্থান দেখলেও রাসুল (সঃ)-এর সাহাবী আবু আইয়ূব আনসারী (রাঃ)-এর এলাকায় অধিক সময় ব্যয় করেছি। মিল্লি সালামত পার্টির ছাত্র ও যুবকদের সাথে আড্ডা দিয়েছি, বিতর্ক করেছি। ইস্তাম্বুল ইউনিভার্সিটির ছাত্র লেবেন বলকান পুরো সময়টা আমাকে সঙ্গ দিয়েছেন। মিল্লি সালামত পার্টির ইস্তাম্বুল শাখার শুরা-বৈঠকে নিয়ে গেছেন। সরকারী এবং চরমপন্থী সন্ত্রাসীদের হামলায় আহতদের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। নিয়ে গিয়েছেন শাহাদতের ঘটনাস্থলে এবং অশ্রুভেজা কন্ঠে বর্ণনা করেছেন লোমহর্ষক সাহসিকতার কাহিনী। চায়ের দোকানে মত-বিনিময় সভার আয়োজন করেছেন। রাত্রি যাপন করেছি হোটেলে নয়, পার্টির ছাত্রাবাসে, মিল্লি সালামত পার্টির ছাত্র কর্মীদের সাথে। তখন ইসলাম ও বিশ্বপরিস্থিতির নানা ইস্যুতে মিল্লি সালামত পার্টির কর্মীদের সাথে সাধারণ জনগণের দূরত্ব প্রত্যক্ষ করেছি। নিছক মিল্লি সালামত পার্টির সাথে তদানীন্তন সরকারের বৈরী মনোভাবের কারণে এমনটি দেখা গেছে বলে আমার মনে হয়নি।
এ বছর দু’ মাস আগে আবার ইস্তাম্বুল ঘুরে এলাম। এবার পুরো একটা দিন কাটিয়েছি ‘আইউব সুলতান’ এলাকায়। রাসুলে করিম (সঃ) - এর সাহাবী আবু আইয়ূব আনসারী (রাঃ)-এর মসজিদ ও মাজার যে এলাকায় আছে সে এলাকা এ নামেই সেখানে পরিচিত। নীল মসজিদে জুমার নামাজ আদায় করেছি। কামাল পাশার সময় থেকে তুরস্কের ইমামগণ জুমার খুতবা তুর্কি ভাষায় দেন। যারা তুর্কি ভাষা জানেন না তাদের জন্যে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আরবী, জার্মান, ইংরেজি ও স্প্যানিশ ভাষায় খুতবা শোনার সুযোগ নীল মসজিদে রয়েছে। আমি হেডফোনে ইংরেজি ভাষার বোতাম টিপে ইমামের খুতবা শুনেছি। রমজানের গুরুত্ব এবং মানুষের রুহানী ও সামাজিক উন্নয়নে এর ভুমিকা ছিল তাঁর খুতবার বিষয়বস্তু। নামাজের আগে মসজিদের ইমামের সাথে মতবিনিময় করেছি। ইমাম চমৎকার ইংরেজি জানেন। সে সময় এক মার্কিন সাংবাদিকের সাথে তিনি কথা বলছিলেন। আমি বৃটেন থেকে এসেছি জেনে তাঁর কাছে ক্ষমা চেয়ে আমাকে কিছুটা সময় দেন। রমজানের প্রস্তুতি হিসেবে হাফেজগণ মসজিদে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে কুরআন তেলাওত করছেন। ঘন্টাখানেক তাদের তেলাওত শুনলাম। প্রধান হাফিজের তেলাওত এখনো মাঝে মাঝে আমার কানে বাজে। তেলাওতের সময় তাঁর চমৎকার মুখভঙ্গি হঠাৎ করে মানসপটে ভেসে উঠে।
৮০ সালে তুরস্কে মহিলাদের মাথায় স্কার্ফ বা গায়ে বোরখা চোখে পড়েনি। একদিন আইউব মসজিদের বারান্দায় বসে গল্প করছি। হঠাৎ দেখি স্কার্টপরা এক মহিলা হাইহিলে গট গট শব্দ তুলে মসজিদের বারান্দায় এসে হাজির। তিনি কোন দিকে না তাঁকিয়ে ব্যাগ থেকে বোরখা বের করে গায়ে দিয়ে মসজিদে ঢুকে পড়লেন। আমার সাথে ছিলেন তুর্কি ব্যবসায়ী খলিল এবং ইস্তান্বুল ইউনিভার্সিটির ছাত্র লেবেন। তারা বললেন, মহিলা নামাজ পড়তে এসেছেন। কিছুক্ষণ পর মহিলা মসজিদ থেকে বেরিয়ে এলেন। বোরখা খুলে ব্যাগে রাখলেন, তারপর আগের মতো গট গট শব্দ তুলে বেরিয়ে গেলেন। এবার আইউব মসজিদের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। মেয়েদের জন্যে নির্দিষ্ট এলাকায় তিল ধরণের ঠাঁই নেই। বিভিন্ন বয়সের কমপক্ষে শ’ পাঁচেক মেয়ে সেখানে আছে। কেউ স্কার্ফ পরা এবং কারো গায়ে বড় চাদর। কেউ কেউ পুরুষদের জন্যে নির্দিষ্ট এলাকা দিয়েও বেপরোয়াভাবে হাঁটছে। মনে হচ্ছে, তারা কোথাও অবাঞ্চিত নয়। আমার দু মেয়ে এবং স্ত্রী তাদের দেখে আনন্দে আত্মহারা। নীল মসজিদসহ তুরস্কের সকল মসজিদ মেয়েদের জন্যে অবারিত। বৃটেনের রিজেন্টস পার্ক মসজিদ ছাড়া আর কোথাও মেয়েদের এ রকম চলাফেরা চোখে পড়ে না। এক সময় ফ্রান্সের মতো তুরস্কেও স্কার্ফ পরা নিষিদ্ধ ছিল। নব্বই দশকে তুরস্কের এক পার্লামেন্ট সদস্যাকে স্কার্ফ পরার কারণে নাগরিকত্ব হারাতে হয়েছে। এখন তুরস্কের ফার্স্ট লেডিও স্কার্ফ পরে চলাফেরা করেন। ট্রাম, বাস, ট্রেন, শপিং সেন্টার, বোট Ñ সব জায়গায় স্কার্ফ পরা মহিলা ও তরুণীদের দেখা যায়। অবশ্য স্কার্ফহীনদের সংখ্যাও সেখানে কম নয়। অর্থাৎ পোশাকের ব্যাপারে মেয়েরা পূর্ণ স্বাধীনতা ভোগ করছে।
জাস্টিস এন্ড ডেভলাপমেন্ট পার্টির নেতৃত্বে তুরস্কের গণতান্ত্রিক অগ্রগতি ও অর্থনৈতিক সাফল্য চোখে পড়ার মতো। সামরিক শাসন বা রাজতন্ত্র সেখানে নেই। মানুষ ভোট দিয়ে শাসক নিয়োগ করছে। তুর্কী জনগণ ইসলামী মূল্যবোধের অনুসারী একে পার্টিকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করছে। মিশর বা আলজিরিয়ার পরিস্থিতি এখানে সৃষ্টি হয়নি। শুরুর দিকে সামরিক বাহিনীর সাথে দ্বন্দ্ব বা টানাপোড়েন চললেও বর্তমানে সেনাবাহিনী সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংশোধিত সংবিধান অনুযায়ী এরদোগান জনগণের প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবার পর পরিস্থিতি আরো সহজতর হয়েছে। টার্কিশ লিরা বর্তমানে অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে। ৮০ সালে মার্কিন ১ ডলারের বিনিময়ে একশ থেকে বেশি টার্কিশ লিরা পাওয়া যেতো। তখন দেশটি বৈদেশিক ঋণের ভারে জর্জরিত ছিল। একে পার্টির সরকার সকল বিদেশী ঋণ পরিশোধ করে ফেলেছে। এখন বৃটিশ এক পাউন্ডের বিনিময়ে মূল্য তিন থেকে সাড়ে তিন টার্কিশ লিরা। বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দার প্রভাব তুরস্কে পড়েনি। অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রতি বছরই বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, ইরান এবং ইউরোপের বিভিন্ন দেশের সাথে তুরস্কের চমৎকার সুসম্পর্ক রয়েছে। ফিলিস্তিন, সিরিয়া এবং মিশরের নিয়ে এরদোগানের বক্তব্যকে মুসলিম বিশ্বের জনগণ স্বাগতঃ জানিয়েছে। এরদোগানের সাহসী ভূমিকার কারণে অনেকে তাঁকে মুসলিম বিশ্বের কন্ঠস্বর হিসেবে দেখছেন। মুসলিম বিশ্বের সর্বত্র যেখানে নাজুক অবস্থা বিরাজ করছে সেখানে এরদোগান বা একে পার্টি কোন যাদুর কাঠির পরশে দেশে-বিদেশে সাফল্যের স্বাক্ষর রাখছে বা ২০০২ সাল থেকে ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছে তা অবশ্যই বিশ্লেষণের দাবি রাখে।
মোস্তফা কামাল পাশাকে নব্য খেলাফত-উত্তর তুরস্কের জন্মদাতা বলা হয়। বিভিন্ন কারণে মুসলিম বিশ্বের কাছে তিনি নিন্দিত হলেও প্রথম মহাযুদ্ধের পর মিত্রশক্তির সাথে প্রত্যক্ষ লড়াইয়ে অংশ নিয়ে তিনি তুরস্কের স্বাধীনতা রক্ষা করেছেন। কামাল পাশার সেকুলারিজম ছিল ফ্রান্সের লেইসিজম। তিনি দাড়ি ও হিজাবের ব্যাপারে বিধি-নিষেধ আরোপ করেন এবং আরবী বর্ণমালার পরিবর্তে ল্যাটিন বর্ণমালা চালু করেন। আরবী ভাষার পরিবর্তে তুর্কী ভাষায় আজান ও জুমার খুতবা দেয়ার নির্দেশ দেন। কিন্তু স্বাধীনতার সৈনিক কামাল পাশার অবদানকে তুরস্কের জনগণ খাটো করে দেখতে পারে না। তা ছাড়া তিনি প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছেন এবং রাষ্ট্রীয় সকল বিষয়ে মেয়েদের সম-অধিকার প্রদান করেছেন। শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি চালু করেছেন। মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় কতৃত্বে নিয়ে সেখানে উন্নত ব্যবস্থাপনা ও আর্থিক সহায়তা নিশ্চিত করেছেন। এককেন্দ্রিক খেলাফত ব্যবস্থার পরিবর্তন সাধন করে রাষ্ট্র পরিচালনায় জনগণকে সম্পৃক্ত করেছেন। মোস্তফা কামাল পাশার এ সকল পদক্ষেপকে বর্তমান প্রজন্মের তুর্কী জনগণের একটা বড় অংশ দেশের উন্নয়নের পথে সহায়ক বলে বিবেচনা করে।
একে পার্টি স্বাধীনতা যুদ্ধে কামাল পাশার অবদানকে স্বীকৃতি দিয়ে তাঁর লেইসিজমের পরিবর্তে বৃটিশ সেকুলারিজম বা ইহলৌকিকতাকে গ্রহণ করেছে। সরকার গঠনের আগে তারা ইস্তাম্বুলসহ দেশের অধিকাংশ মিউনিসিপালিটি দখল করে নিজেদের যোগ্যতা ও কর্মদক্ষতার দৃষ্টান্ত স্থাপন করেছে। একই কারণে তারা সুফি তরিকার গুলেন এবং সাঈদ নুরসীর অনুসারীদের আস্থা অর্জন করতে পেরেছে। ইসলামী মূল্যবোধের অনুসারী হলেও ইসলাম প্রতিষ্ঠার শ্লোগান তাদের মুখে শোনা যায় না। গণতন্ত্র, ইহলৌকিকতা, ধর্মীয় মূল্যবোধ, সকল নাগরিকের সমানাধিকার, ন্যায়বিচার এবং দেশের উন্নয়ন তাদের অগ্রাধিকার। এরদোগান এবং একে পার্টির এটাই কি যাদুর কাঠি?
লন্ডন, ২১ আগষ্ট ২০১৪
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ নামাজ পড়ার সময় শুধু বোরকা পরিধান করেছে । মাথায় স্কার্ফ আছে সবসময় । শুধু স্কার্ফই কি সব ? অন্য সময় কি বোরকা পরিধান করে ? নাকি আধুনিক পোশাক পরিধান করে তারা ?
''কেউ কেউ পুরুষদের জন্যে নির্দিষ্ট এলাকা দিয়েও বেপরোয়াভাবে হাঁটছে।''
০ মুসলিম নারীদের জন্য নামাজের আলাদা ব্যবস্থা রাখা হয় সব খানে । পুরুষরা আলাদা আর মহিলারা আলাদা জায়গায় পড়বে । একমাত্র মনে হয় (আল্লাহই ভাল জানেন) মক্কা শরীফেই একই কাতারে পড়তে পারে ।
মহিলারা যদি পুরুষদের এলাকা দিয়ে বেপরোয়া ভাবে চলতে পারে তাহলে পুরুষরা কি পারে মহিলাদের এলাকা দিয়ে বেপরোয়া ভাবে চলতে সেখানে ?
মাসজিদে মহিলাদের পুরুষদের এলাকা দিয়ে বেপরোয়াভাবে চলা এবং শুধু নামাজ পড়তেই বোরকা পরিধান করা এবং যেখানে বলা আছে কিভাবে পোশাক পড়বে সেখানে যদি ইচ্ছে মত পোশাক পড়ার স্বাধীনতাকে যদি একটি দেশের শাসকের হাতে যাদুর কাঠি আছে বলে মনে করা হয় তাহলে বলবো -
আপনার মূল্যবান বক্তব্য এবং অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় আপনাকে। নিয়মিত লিখবেন
মন্তব্য করতে লগইন করুন