উপসংহার
লিখেছেন লিখেছেন লোকমান বিন ইউসুপ ০৯ জুন, ২০১৪, ১০:০৮:১৪ রাত
উপসংহার
প্রকাশভঙ্গীর কারনে ইসলামপন্থীরা নারীকে যৌনবস্তু মনে না করেও যৌনবস্তুর মত মনে করে প্রকাশ পেয়ে যায়। পুরুষকে লম্পট মনে করছে বলে প্রকাশ হয়। অথচ ব্যক্তিগত জীবনে তারা নারী পুরুষের সংরক্ষিত মেলামেশাকে ধারন করে পৃথিবীর স্থিতিশীলতার জন্যে কাজ করছেন। সংরক্ষিত মেলামেশা উৎসাহিত করে মায়াময়ী পরিবার প্রথাকে ধরে রেখেছে.. ওল্ডহোম চাইল্ডহোম থেকে মুসলিম বিশ্বকে বাচিয়ে রেখে সভ্যতার আলোকবর্তিকার ভূমিকা রেখে চলেছে.. যদিও তারা দেশ এবং পৃথিবীর সিদ্বান্তকারী ভূমিকায় নেই।
অন্যদিকে অইসলামীরা নারীপুরুষের পারস্পরিক অবস্থানকে শিথিল করতে গিয়ে ..আরামপ্রদ করতে গিয়ে নারীকে মর্যাদা ও ক্ষমতায়নের নামে ইতরপ্রানীর যৌনআচরনকে মানুষের সমাজে পুশইন করার নির্লজ্জ ও আত্বঘাতি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি ওল্ডহোম চাইল্ড হোম বৃদ্ধি করছে। মায়াময়ী পরিবার প্রথা ভেঙ্গে দিচ্ছে। জারজ সন্তান তৈরী করে নিরপরাধ শিশুদের জীবনকে হুমকীর সম্মুখীন করে মানবসমাজের স্বাভাবিক বিকাশকে ধুলিঝড়ে আক্রান্ত করে ভঙ্গুর করে দিতে চাচ্ছে।
এই দুই অবস্থার মধ্যখানে আসতে হবে। একদম উদারতা বর্জন করতে হবে আবার প্রান্তিক অবদমনের দিকে না গিয়ে একটি মাঝামাঝি ভারসাম্যপূর্ন অবস্থা তৈরী করতে হবে যার সাথে কুরআনের কোন কন্ট্রাডিকশান নেই। মনে রাখতে হবে একদম উদারতা নারী পুরুষে বিকর্ষন তৈরী করে। আবার নিষ্ঠুর অবদমনও নারী পুরুষে বিকর্ষন তৈরী করে।
মানবসমাজের জন্যে দরকার সহনীয় প্রথা যা মায়ামমতাকে উসকে দিবে.. শিহরন উসকে দিবে সীমার ভিতরে। এতে স্থায়িত্ব বাড়বে বৈধসম্পর্কের।বৈধ সম্পর্ককে আরামদায়ক করবে যা মানবসমাজের গাথুনিও মজবুত করবে। মানবসমাজের বাস্তুসংস্থান বাড়াবে।
বিষয়: বিবিধ
১২২৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১৫০ এর উপরে হবে। বিয়ে করনি কেন।
এডযাষ্ট হয়নি। আমি আর কিছু বলিনি। মুক্ত
বিশ্বে এর চর্চা বেশী।
মন্তব্য করতে লগইন করুন