চক্রবাকের ৩৯৫ উৎসব, ব্লগ সংকলন এবং প্রাপ্তিস্বীকার
লিখেছেন লিখেছেন চক্রবাক ০৯ জুন, ২০১৪, ১০:০৯:০৬ রাত
অনেক ব্লগার ভাইকেই দেখলাম টুডেতে বর্ষফুর্তি উপলক্ষে অনেক সংকলন পোস্ট দিতে কিন্তু অনিয়মিত পদাচারনার কারনে আমার ১ বৎসর যে কখন হয়ে গেল টেরও পাইনি। তাই ১বছর ১ মাস পর প্রাপ্তি স্বীকারটা করে ফেলবো ভাবছি।
ব্লগ সংকলনঃ
অর্কাইভ পোস্টঃ আপনাদের অনুপ্রেরণায় আজ আমি যা লিখছি ক'দিন পরই সেটা অর্কাইভ হয়ে যাবে। আর তাইতো নিয়ে এলাম গত ৩৯৫ দিনের অর্কাইভ কে যদি নতুন করে আপনাদের কাছে তুলে ধরতে পারি।
প্রথম ব্লগঃ- লাশের মিছিলে অন্ধ আমি (ছবি ব্লগ)
২.মতিয়া কি পারবেন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা প্রশ্নে মজিনার সাম্রাজ্যবাদী বয়ান প্রত্যাখ্যান করতে?
৩.সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে প্রযুক্তিঃ “বিদ্বেষ প্রতিরোধ” কে ঢাল হিসেবে ব্যাবহার করে বিরুদ্ধ মত প্রকাশ ঠেকানো কাম্য নয়
৪.হে নজরুল তোমার বিদ্রহী একেকটি ধ্বনি আজও হৃদয় নাড়া দিয়ে উঠে।
৫.স্বাধীনতা সে'তো নিজেই পরাধীণ...!
৬.লাশের দেশে মুজিব কন্যা "লেডি হিটলার...!
৭.বাংলাদেশ কি পারবে ভারতের বলয় থেকে বেরিয়ে আসতে ??
৮.ভারতের মুলা বাংলাদেশের সেবা 'স্যার আনু মুহাম্মদ'
৯.লিকুইড লাইফে সোশ্যাল আগ্রাসন। (১ম কিস্তি)
১০.বাংলাদেশের ক্রিকেট যেন প্রথম আলোর আরেকটি বিষফোঁড়!!
১১.লিকুইড লাইফে সোশ্যাল আগ্রাসন (২য় কিস্তি) !!
১২.পিছনে তাকান... হয়ত একটু পর'ই আপনার হাতে কলমের বদলে হাতকড়া স্থান পাবে !!
১৩.ভারতীয় আধিপত্যবাদ আর লুণ্ঠনঃ বিনা মাশুলে ট্রানজিট দিয়ে আবার সড়ক সংস্কার ও বন্দর নির্মাণে কোটি কোটি টাকা বাংলাদেশকেই বহন করতে হবে !
১৪.বাবার প্রতি খোলা চিঠি...!
১৫.টিকফা চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা, কৃষি, ওষুধ শিল্প, তথ্যপ্রযুক্তি খাতে বিপর্যয় সৃষ্টি করবে।
১৬.ভারতের ঝাঁজে পেঁয়াজের লাফালাফি
১৭.রক্তের প্রত্যাঘাত
১৮.ঐ ললনাকে আজও ভুলতে পারিনি !!
১৯.নজরুলের লেখা "অসম্ভব সুন্দর" বিষাদময় একটি চিঠি।
২০.গ্রীক মিথলজি,সুন্দরি এ্যাফ্রোদিতি (গ্রীক পৌরাণিক কাহিনীর প্রতি যাদের আগ্রহ আছে শুধুমাত্র তাদের জন্য)
২১.ইসলামিস্টদের দৌরাত্ম্য
২২.ইমিগ্রেশন
২৩.জাতীয় স্বার্থবিরোধী টিকফা চুক্তি প্রত্যাখ্যান করুন।
২৪.ক্ষয় হওয়া সময় এবং ফেরা...
২৫."বিশ্ব ইসলামী জাগরণে" ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব
২৬.আলু আর কৃষকের সামঞ্জস্যপূর্ণ চেহারা
২৭.বিভক্ত বাংলাদেশ, এ কোন ক্রিকেট ?? (স্কিন সর্ট)
২৮.চার ছক্কা হই হই তেল গ্যাস গেল কই ?
২৯.এক হাজার ও আরও একটি ধর্ষণ !!
৩০.খুচরো বচন- রেনেসাঁ, মার্কসিজম, এক্সিস্টেনসিয়ালিজম এবং নতুন সম্ভাবনা।
৩১.বন্ধ্যা বঙ্গমাতা ও সীমান্ত হত্যা
৩২.জানতে চাই
ক্যাটাগরি ব্লগঃ
সাম্প্রতিকঃ এই পোস্টগুলো সাম্প্রতিক ঘটা কিছু অসঙ্গতি নিয়ে, অনেকটা বড় হলেও আশা করি অনেক তথ্য পাবেন। অনেক ঘাটা ঘাঁটি করে লেখেছি তো !
*খুচরো বচন- রেনেসাঁ, মার্কসিজম, এক্সিস্টেনসিয়ালিজম এবং নতুন সম্ভাবনা।
*বন্ধ্যা বঙ্গমাতা ও সীমান্ত হত্যা
*এক হাজার ও আরও একটি ধর্ষণ !!
সাহিত্যঃ সাহিত্যিকদের দেখে অনেকেরই সাহিত্যে খেলার সাখ জাগে, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। কিন্তু বলি কি, এই শূদ্র লেখকের পক্ষে কি আর ব্রাহ্মণ পাঠকদের মনরঞ্জন করার ক্ষমতা আছে ?
*রক্তের প্রত্যাঘাত
*ইমিগ্রেশন
*নজরুলের লেখা "অসম্ভব সুন্দর" বিষাদময় একটি চিঠি।
*হে নজরুল তোমার বিদ্রহী একেকটি ধ্বনি আজও হৃদয় নাড়া দিয়ে উঠে।
কূটনৈতিক চুক্তিঃ সম্প্রতি অ্যামেরিকা, ভারত এবং অন্যান্য রাষ্ট্রের সাথে ঘটে যাওয়া কিছু দেশ ধ্বংস মূলক চুক্তি যেগুলো পরবর্তীতে সাধারণ মনুকে চরম ভোগান্তিতে ফেলবে সেগুলো নিয়ে কিছু পোস্ট।
*জাতীয় স্বার্থবিরোধী টিকফা চুক্তি প্রত্যাখ্যান করুন।
*টিকফা চুক্তি দেশের অর্থনীতি, নিরাপত্তা, কৃষি, ওষুধ শিল্প, তথ্যপ্রযুক্তি খাতে বিপর্যয় সৃষ্টি করবে।
*চার ছক্কা হই হই তেল গ্যাস গেল কই ?
*ভারতীয় আধিপত্যবাদ আর লুণ্ঠনঃ বিনা মাশুলে ট্রানজিট দিয়ে আবার সড়ক সংস্কার ও বন্দর নির্মাণে কোটি কোটি টাকা বাংলাদেশকেই বহন করতে হবে !
*বাংলাদেশ কি পারবে ভারতের বলয় থেকে বেরিয়ে আসতে ??
সমকালীন ভাবনাঃ এটাই যত ঝামেলার মূল, যতই চাই এগুলো থেকে বের হতে পারি না। কেন যেন এই অসঙ্গতিগুলো মাথায় বোঝা হয়ে দাড়ায়। আর তাইতো লিখতে বসি, "সংঘাত, প্রতিঘাত দেয়ালে দেয়ালে আঁকা চুরি গেছে আমাদের প্রতিবাদের ভাষা" চুরি যাওয়া প্রতিবাদি কণ্ঠকে খোঁজার অভিপ্রায়েই লিখতে হয়।
*লাশের মিছিলে অন্ধ আমি (ছবি ব্লগ)
*মতিয়া কি পারবেন বাংলাদেশের খাদ্য নিরাপত্তা প্রশ্নে মজিনার সাম্রাজ্যবাদী বয়ান প্রত্যাখ্যান করতে?
*সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে প্রযুক্তিঃ “বিদ্বেষ প্রতিরোধ” কে ঢাল হিসেবে ব্যাবহার করে বিরুদ্ধ মত প্রকাশ ঠেকানো কাম্য নয়
*স্বাধীনতা সে'তো নিজেই পরাধীণ...!
*লাশের দেশে মুজিব কন্যা "লেডি হিটলার...!
*বাংলাদেশ কি পারবে ভারতের বলয় থেকে বেরিয়ে আসতে ??
*ভারতের মুলা বাংলাদেশের সেবা 'স্যার আনু মুহাম্মদ'
*বাংলাদেশের ক্রিকেট যেন প্রথম আলোর আরেকটি বিষফোঁড়!!
*বিভক্ত বাংলাদেশ, এ কোন ক্রিকেট ?? (স্কিন সর্ট)
*চার ছক্কা হই হই তেল গ্যাস গেল কই ?
*পিছনে তাকান... হয়ত একটু পর'ই আপনার হাতে কলমের বদলে হাতকড়া স্থান পাবে !!
*আলু আর কৃষকের সামঞ্জস্যপূর্ণ চেহারা
*ভারতীয় আধিপত্যবাদ আর লুণ্ঠনঃ বিনা মাশুলে ট্রানজিট দিয়ে আবার সড়ক সংস্কার ও বন্দর নির্মাণে কোটি কোটি টাকা বাংলাদেশকেই বহন করতে হবে !
ধারাবাহিকঃ লেখাটা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরীক্ষাগুলোই এগিয়ে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাড়িয়েছে। সময় পেলে এগিয়ে নেয়ার চেষ্টা করবো।
*লিকুইড লাইফে সোশ্যাল আগ্রাসন। (১ম কিস্তি)
*লিকুইড লাইফে সোশ্যাল আগ্রাসন (২য় কিস্তি) !!
*ঐ ললনাকে আজও ভুলতে পারিনি !!
মিথঃ হারকিউলাস দেখে গ্রীক মিথের প্রতি আকৃষ্ট হই, আর সে থেকেই ব্যপক পড়ালেখা, এস্কিলাস, সাফক্লিস, হোমারদের মত রচয়িতাদের তাছাড়া বিশ্বসাহিত্য কেন্দ্রও ব্যপক সাহায্য করেছে বইগুলো অনুবাদ করে, প্রাচত্য পুরাণ পড়ে দেখতে পারেন ব্যপক মজা পাবেন। আশা করছি মিথ নিয়ে অনেক লেখা লেখি করবো সময় পেলে, ফলতই একটা লেখা শেয়ার করলাম।
*গ্রীক মিথলজি,সুন্দরি এ্যাফ্রোদিতি (গ্রীক পৌরাণিক কাহিনীর প্রতি যাদের আগ্রহ আছে শুধুমাত্র তাদের জন্য)
ব্লগ সম্বন্ধীয়ঃ টুডে সম্পর্কে নানা সময় না জিজ্ঞসা থাকে তা জানার জন্যই পোস্টগুলো করতে হয়।
*ইসলামিস্টদের দৌরাত্ম্য
*জানতে চাই
ব্লগ পরিসংখ্যানঃআমার ব্লগ পরিসংখ্যান খুবি খারাপ, কারন একটাই সময় ! আশা করছি সামনে নিয়মিত হতে পারব।
পোস্ট লিখেছিঃ ৩২ টি
মন্তব্য করেছিঃ ১৭২ টি
প্রতি মন্তব্য করেছিঃ ২০৫ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৭৭০০ বার
ব্লগে আছিঃ ১ বছর ১ মাস
প্রাপ্তি স্বীকারঃ টুডে ব্লগঃ এবং বিগত ১ বছরে যারা আমার লেখা - পড়ার, কমেন্ট করা, এবং শেয়ারের মধ্যমে অনুপ্ররনা যুগিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ।
=>গত ১ বছরে প্রাণপ্রিয় অনেক ব্লগার ভাইদের সহযোগিতা পেয়েছি টুডেতে, তাই আশা রাখছি এক সাথেই চালিয়ে দিব বাকি জীবনটা এই ব্লগে, আপনাদের সাথে। সাথে থাকবেন কিন্তু। টুডে ব্লগ আরও ফিচার সমৃদ্ধ হোক এই কামনা।
বিষয়: বিবিধ
১৯১৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
১বছর১মাসপূর্তিতে প্রাণঢালা অভিনন্দন আপনাকে!
সালগীরা মুবারক।
শুভ হোক আগামির পথচলা ।
আপনি আমার একজন প্রিয় ব্লগার লেগে থাকুন আর হ্যা আমিও এখন লিখালিখিতে একটিভ হবো ইনশাআল্লাহ।
আমার ব্লগে জীবন পথের সাথী পোষ্টটি পড়তে পারেন
আশাকরি ভালো লাগবে আর পড়ে থাকলেও জাজাকাল্লাহ।
শুভ হোক আপনার আগামি......
বিগত এক বছরের আপনার পরিসংখ্যান দেয়া হলো।
মন্তব্য করতে লগইন করুন