বেতাল পরিবেশ
লিখেছেন লিখেছেন কুশপুতুল ২১ এপ্রিল, ২০১৪, ০৩:৩২:০৬ দুপুর
ঘরে-বাইরে নাইরে শান্তি
মরছি দারুন গরমে,
ডুব দিব যে খালে-বিলে
পারতেছি না শরমে!
বইছে বেদম গরম হাওয়া
ধূ ধূ সারাদেশ,
ঘামে গোসল হায়হুতাশে
বেতাল পরিবেশ।
বাঁচবনারে আর বেশি দিন
বলছি খোকা-খুকুরে,
নাকে চিপে ধরে তারা
লাফিয়ে পড়ে পুকুরে!
বিষয়: সাহিত্য
১১১২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে ১ গ্লাস তরমুজের শরবত হবে?!
পানির চেয়ে এমন নিখাদ, আর কোথাও না পাবে।
নোনতা-মিঠে কড়া
মন্তব্য করতে লগইন করুন