আল্লাহ আমাকে বাচিয়েছে। চট্টগ্রামসহ কিছু এলাকা ভারত হচ্ছে না।
লিখেছেন লিখেছেন এমরুল কায়েস ভুট্টো ২১ এপ্রিল, ২০১৪, ০২:৫৮:৪৭ দুপুর
বড়ই টেনশন ছিলাম কারন আমি হিন্দি ভাষা জানিনা। পরে দেখতেছি ভারতের দাবী করা অংশে আমি নাই অথ্যাৎ চট্টগ্রাম পড়ে নাই। আল্লাহ আমাকে বাচিয়েছে। নয়ত ভাষা না জানার কারণে অকালে কৃত্রিম বোবা হয়ে যেতে হত।
কিন্তু ভারতের এই দাবী আমিও যোক্তিক মনে করি কারণ দেশে যেভাবে হিন্দি ভাষা ভাষির সংখ্যা বেড়ে গেছে ততে তো এই দাবী ভারত করতেই পারে। হিন্দি ভাষা ভাষীদের দেশ ইন্দিয়া না হয়ে বাংলাদেশ হবে কেন। এই জন্য আমাদের উচিত ভারত কে ধন্যবাদ দেওয়া কারণ তারা শুধু মাত্র আমাদের উপর করুণা করেই পুরা বাংলাদেশ ইন্ডিয়া বানানো কথা বলে নাই।
তবে আমার মনে হয় বাংলাদেশ ইন্ডিয়া হওয়ার কথা শুনে অধিকাংশ মানুষই খুশি। না হয় সবাই চুপ করে আছে কেন??
মেনে নিলাম আওয়ামীলীগ ভারতের দালাল তাই তারা বাংলাদেশ ইন্ডিয়া হওয়ার কথা শুনে খুশি হয়ে চুট করে আছে।
কিন্তু বিম্পি+জামাত তো ভারত বিরোধী বলে প্রচার করে। তারাও চুপ করে আছে কেন? নাকি তারাও বাংলাদেশ ইন্ডিয়া হওয়ার কথা শুনে খুশি হয়ে গোপনে হিন্দি ভাষা শেখার কাজ শুরু করে দিয়েছে??
বিষয়: বিবিধ
২৪৬৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গত রাইতে এক্কান স্বপ্ন দেখলুম। আমি যে গিরামে জনম নিচি হেই গিরামের স্বাধীনতা অর্জন কইরবার হারছি।
মন্তব্য করতে লগইন করুন