নষ্ট হব, হবে?

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ২১ এপ্রিল, ২০১৪, ০২:৫০:৫৬ দুপুর

আর হব না শুদ্ধ আমি,

চাই নে কেহ শুদ্ধ হোক;

শুদ্ধ হবার সকল দুয়ার

একে একে রুদ্ধ হোক!

নষ্টসাগর উঠুক ফুঁসে,

কাঠফাটা হোক শুদ্ধ নদ;

চায়ের কাপটি করুক দখল

নাম-না-জানা নষ্ট মদ!

নষ্ট জীবন, নষ্ট আগুন,

শুদ্ধসাধু সিদ্ধ হোক;

নষ্ট ধনুক, নষ্ট তীর,

সাধ্বীরা সব বিদ্ধ হোক!

নষ্ট হোক গান-কবিতা,

নষ্ট হোক শুদ্ধ ঠোঁট;

চুমুর বদল শরাব খাব,

মাতাল-মাতাল ঐক্যজোট!

কষ্ট দেব, কষ্ট নেব,

একপৃথিবী কষ্ট হব;

সাধুসকল সরে দাঁড়াও,

এবার আমি নষ্ট হব!

অবাকপ্রেমের মিলবে দেখা

নষ্ট হলেই তবে!

একপৃথিবী, এক আহ্বান

নষ্ট হব, হবে?

আখতারুজ্জামান আজাদ

বিষয়: সাহিত্য

১৩৪৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

211200
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:০১
গেরিলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৫
159623
ডাঃ নোমান লিখেছেন : নষ্ট হতে কেউ এত সুন্দর করে ডাক তে পারে জানা ছিল না। আসলেই অসাধারন।
211228
২১ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : নষ্ট হতে দেওয়া যাবে না
২১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
159762
ডাঃ নোমান লিখেছেন : এ ত সুন্দর আহবান কে দুরে ঠেলতে পারলেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File