ভালবাসি তোমায়
লিখেছেন লিখেছেন টালের পাখা ২১ এপ্রিল, ২০১৪, ০২:৪৯:১৩ দুপুর
ইচ্ছে করলে তুমি আমায় দেখতে পাও
অনিচ্ছায়ও দেখা হয়ে যায়
আমি ভালবাসি তোমায়
জানি তুমি বুঝোনা আমায়
যখনই দেখি তোমায়
তোমাকে জড়িয়ে নিতে চায় বুকটা আমার
এই কেমন নেশা তুমি দিলে আমায়
জানি জানবেনা কোন দিন আমার ভালবাসার কথা
বলতে পারবোওনা কোন দিন মুখে সেই কথা
তুমি যদি কোন দিন বুঝ ভালবেসেছি তোমায়
তুমিও উত্তর দিও ভালবেসেছ আমায়
চোখে চোখে কথা বলে নাটক সিনেমায়
আমার চোখের কথা কেন আঢ়ালে রয়ে যায়
ভাবি বলব মনের কথা দাড়ঁ করিয়ে তোমায়
ভয় হয় এত যদি মান চলে যায়
আবার হারাই তোমায়
থাকি না দুজন দুজনার যায়গায়
নাইবা বুঝলে আমায়
আমিতো ভালবাসি তোমায়
বিষয়: বিবিধ
১৩৭০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন