পরিত্রান চাই
লিখেছেন লিখেছেন টালের পাখা ১০ এপ্রিল, ২০১৪, ১১:০৪:৪৬ সকাল
আমর মনে হয় আমি অনেক বাচাল। কিভাবে নিজেকে এই অভিশাপ থেকে পরিত্রান করব? যদি পরিত্রানের পথ খুজেঁ দিতে না পারেন তবে অযথা বাজে মন্তব্য করবেন না দয়া করে।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কথা কম বলেন বাচালতা চলে যাবে। না পারলে বেশি বেশি জিকির করুন ।
নিজের একান্ত মন্তব্য: বাচাল হলেই তা নেগেটিভ স্বভাব নয় বরং এই বাচালতাকে কার্যকর কাজে ব্যায় করুন এবং এই বাচালতার প্রতিভাকে সফলতায় কাজে লাগান। যেমন - শিক্ষকতা পেশায় অধিক কথা বলা প্রয়োজন হয়। বিভিন্ন কোচিং সেন্টারও তাই। মার্কেটিং এ পন্যর বিবরনে দ্রুত সময়ে সঠিক তথ্যটি ক্রেতাকে দিতে হয়।
একজোড়া খরম উপহার পেয়েছি। পড়ে আসতে পারেন
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : আল কুরআন পাঠ করুন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। বই পরুন।
মন্তব্য করতে লগইন করুন