পরিত্রান চাই

লিখেছেন লিখেছেন টালের পাখা ১০ এপ্রিল, ২০১৪, ১১:০৪:৪৬ সকাল

আমর মনে হয় আমি অনেক বাচাল। কিভাবে নিজেকে এই অভিশাপ থেকে পরিত্রান করব? যদি পরিত্রানের পথ খুজেঁ দিতে না পারেন তবে অযথা বাজে মন্তব্য করবেন না দয়া করে।

বিষয়: বিবিধ

১৩৪৮ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205590
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৩
সিটিজি৪বিডি লিখেছেন : কথা কম বললে ভাল না হোক ক্ষতির সম্ভাবনা কম থাকে।
205597
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৯
ফেরারী মন লিখেছেন : যারা সাধারণত অনেক বিজি বা অস্থির লাইফ পার করে তারাই স্বাভাবিকভাবে বাচাল হয়। আপনি যেটা করতে পারে সেটা হলো পর্যাপ্ত ঘুমান। ঘুমালে মাথা ফ্রেশ থাকে এবং কথা কম বলতে ইচ্ছে করে। না ঘুমালে মাথা অপরিচ্ছন্ন থাকে এবং বেশী কথা বলতে মন সায় দেয়।
205621
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২১
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : আল কুরআন পাঠ করুন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। বই পরুন।
205623
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২১
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
কথা কম বলেন বাচালতা চলে যাবে। না পারলে বেশি বেশি জিকির করুন ।
205792
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
প্রবাসী আশরাফ লিখেছেন : গণিত যেমন অনুশীলনের মাধ্যেমে আয়ত্বে আনতে হয় ঠিক তেমনি প্রতিদিনই নিজের সাথে নিজে কথা বলুন যে, আমি প্রয়োজন ছাড়া কথা বলবোনা এবং কম কথা বলতে অুনশীলন করুন...এক মাসেই এর ফল দেখতে পাবেন আশা করছি।

নিজের একান্ত মন্তব্য: বাচাল হলেই তা নেগেটিভ স্বভাব নয় বরং এই বাচালতাকে কার্যকর কাজে ব্যায় করুন এবং এই বাচালতার প্রতিভাকে সফলতায় কাজে লাগান। যেমন - শিক্ষকতা পেশায় অধিক কথা বলা প্রয়োজন হয়। বিভিন্ন কোচিং সেন্টারও তাই। মার্কেটিং এ পন্যর বিবরনে দ্রুত সময়ে সঠিক তথ্যটি ক্রেতাকে দিতে হয়।
206301
১২ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২৮
শেখের পোলা লিখেছেন : কোন হালায় কয় বাচাল৷ তিন লাইন লিখলেই কেউ বাচাল হয়না৷
206664
১২ এপ্রিল ২০১৪ রাত ০৯:৩৫
আবু আশফাক লিখেছেন : ক্যামনে বুঝিলেন আপনি বাচাল? জাতি জানতে চায়।



একজোড়া খরম উপহার পেয়েছি। পড়ে আসতে পারেন
207886
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৪৩
জেদ্দাবাসী লিখেছেন :
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : আল কুরআন পাঠ করুন, বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করুন। বই পরুন।


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File