অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!

লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১০ এপ্রিল, ২০১৪, ১১:৩৮:১৬ সকাল



ব্যস্ততা আমাকে খুব আহত করে। বেধে রাখে স্বার্থের গন্ডির মাঝে। যেতে দেয়না ভালবাসার মানুষগুলোর কাছে। দেয়না, ভাবনাগুলোকে নিজের মত করে ভাবতে। অসহ্য যন্ত্রণার যাতাকলে দিশাহীন হৃদয় একটু শান্তির জায়গা খুঁজে বেড়ায়। কিন্তু সবটুকু জায়গাই যেন আজ নোংরাদের দখলে। এমনকি নর্দমার ঐ দুর্গন্ধযুক্ত অংশটুকুও।

নতুন প্রজম্ম আজ জানেনা সত্য কি? আবু জেহেল লাহাব সমাজ প্রতিষ্ঠার অবৈতনিক স্বপ্নদ্রষ্টা আর নষ্টাদের কলম আজ বড়ই শানিত। ওদের লিখায় জাতিকে জাহিলিয়াতের দিকে ডাকছে। তাদের উগলে দেয়া ইতিহাস বিকৃতিতে নতুন প্রজম্ন আজ দিশেহারা। বিশ্বাসের মাঝে চরম ফাটল ধরিয়ে দিয়েছে। এটিকে জোড়া দেয়ার মসল্লা সরবরাহকৃত ফ্যাক্টরীগুলো মুসলিম পিতামাতার ঐরসে জম্ননেয়া পাশ্চাত্যর লেংটা সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় বিভোর অবাধ্য সন্তানদের দখলে। এদের অত্যাচারে আজ প্রতিটি জনপদের লোকেরা অসহায়ত্বের পদভারে বড়ই বাকহীন। বাকহীন মানুষদের আত্মচীৎকারে আজ ঘরে ঘরে বিবেকের বিস্ফোরণ শুরু হয়েছে। বুকে জমাট বাধা এসব অন্যয়ের বিরুদ্ধে বিদ্রোহ কারীরা বড় শংকিত। কারণ প্রতিবাদের বুলেট বন্দুকের নলে মরণ কামড় দেয়ার জন্য ট্রিগারের মাথায় বসে আছে। বিচার বহির্ভুত হত্যাকান্ডে রক্তাক্ত জনপদের বিবেকবানরা ও আজ বড় অসহায়।

এসব বাকহীন প্রতিবাদী মানুষেরা তাদের অসহ্য যন্ত্রণার কথাগুলো উগলে দিতে দিশেহারা হয়ে জড়ো হয়েছিল - "সোনার বাংলাদেশ" নামের সকল মতের মিলন মেলার ব্লগে। কিন্তু ক্ষমতার লোভে মরিয়াদের হিংস্র থাবড়ে এটিকে গুড়িয়ে দিয়েছে - '৭১ সালের স্বাধীন বাংলার মিথ্যুক স্বপ্নদ্রষ্টারা'। সোনার বাংলাদেশ ব্লগের মডুরা আজ কবি নজরুলের মতই বড় বাকহীন। কঠিন নির্যাতনের ভয়ে এখন ঘুরে বেড়ায় ফেরারী আসামী হয়ে।

'সোনার বাংলাদেশ' ব্লগে তিল তিল করে গড়ে উঠা কালজ্বয়ী উদীয়মান লেখকদের হৃদয়ের আড্ডাটি ভেঙ্গে দেয়ায়, সাহিত্য প্রেমিক ব্লগারদের শাণিত কলমের আত্মচীৎকার আজ আর নেই। কবিতার শব্দে স্ফুলিঙ্গ বের করার মত ক্ষণজম্মা অনেক কবি রাগে ক্ষোভে বিদায় নিয়েছে এ লেখনীর জগত থেকে।

কিন্তু আপোষহীনদের অনেকেই আবার ও আহত হৃদয় নিয়ে ফিরে এসেছে বিডি টুডে ব্লগে। এটিও কামাল আতাতুর্ক আর জামাল নাসেরের উত্তরসুরীদের হিংস্র থাবড় থেকে কয়েকবার রক্ষা পেলেও সময়ের বিবর্তে হয়তবা একসময় থেমে যাবে।

এ ব্লগে এক একজন ব্লগার আগামী দিনের সুর্য সন্তানসম। এদের মধ্য থেকেই জম্ম নেবে ফররুখ, ওমর খৈয়ম, ইকবাল। এদের মধ্য থেকেই জম্ন নেবে আগামী দিনের 'জেলের তালা ভেঙ্গে দেয়ার বিদ্রোহী কবি নজরুল'।

জাতির এসব স্বপ্নদ্রষ্টা ব্লগারদের প্রতিটি লিখাই হৃদয়ে জমাট বাঁধা যাতনা উগলে দেয়ার আত্মকথন। এসব লিখাগুলোতে গুরুত্বপুর্ন কমেন্ট করা যেন সময়ের দাবী। পাঠকের এক একটি কমেন্টস এ্যাটমের মত কাজ করে লিখকের মাঝে। দারুণভাবে শিহরিত করে একজন লেখককে । চিন্তা মননে তৈরী করে নতুন ভাবে লিখার আগ্রহ।

এ ব্লগে লিখা প্রতিটি কবিতা কিংবা গল্প জীবন থেকে নেয়া করুন কাহীনির বাস্তবরুপ। এটি পাঠককে কাঁদিয়ে দেয়। খুব কষ্টকরে এসব যাতনার কথাগুলো লিখে প্রতিটি ব্লগার অপেক্ষা করেন তার সাহিত্য প্রেমি ব্লগ আ্ডডার সহযোদ্ধাদের থেকে ভাল একটা কমেন্ট পাওয়ার্। কিন্তু যখন কোন ব্লগার দায়ীত্বহীন মানুষের মত সস্তা দামের কিছু অনুভুতিহীন বাক্য রেখে যায়, দেখে আমার খুব ঘৃণা হয়। রাগে ক্ষোভে ফেটে পড়ি। ইচ্ছে হয় ওদেরকে বলি -

"অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!

একটা লিখা আর কতটুকু শাণিত হলে আপনার সুচিন্তিত একটি উদ্দীপনামুলক কমেন্ট পাওয়া যাবে?

তাই সকল ব্লগারের প্রতি অনুরোধ, যে কয়টি পোস্ট পাঠ করার সুযোগ হয়, ভাল মানের লিখাগুলোতে সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহ দিন। সেও আপনার পোস্টে উম্মুক্ত মন নিয়ে মন্তব্য দেবে। শুধুমা্ত্র যাযাকাল্লাহু খায়ের, ভাল হয়েছে, পরবর্তী পর্বের অপেক্ষায় ইত্যাদি মন্তব্যগুলো পড়ে অনেকেই মনে কস্ট পায়।

এ পোস্টটি সকল ব্লগারের জন্য উৎসর্গ করা হল।

বিষয়: বিবিধ

২২২২ বার পঠিত, ১০৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205607
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৮
শিশির ভেজা ভোর লিখেছেন : Sad Sad Sad Sad Crying Crying Crying Crying মানা করছেন তাই কমেন্ট করলাম না একটা মন্তব্য করলাম শুধু ।
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২২
154626
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রথম মন্তব্যকারী হিসেবে স্পেশাল ধন্যবাদ। এ ব্লগে অনেক মান সম্পন্ন লেখা আসে। শুধু মাত্র যাযাকাল্লাহু খায়ের বা ধন্যবাদ না দিয়ে সাথে আর একটি লাইন লিখলে কি হয়? তাই আমার জন্য নয় ব্লগের সবার জন্য এটি লিখেছি। ধন্যবাদ।

আবু আশফাক লিখেছেন : .....কুইক কমেন্ট বা ইমো মার্কা কমেন্ট করেই আত্মতৃপ্তি লাভ করি। যা আসলেই হৃদয়হীন আচরণ। একজন লেখককে লেখক হয়ে উঠার পিছনে পাঠকের অবদান সবচেয়ে বেশি। কিন্তু সেই পাঠকই যখন হয় অবিবেচক তখন আর লেখকের লেখক হয়ে উঠা চোরাবালিতে আটকে যায় প্রতিনিয়ত।
205608
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মন্তব্য করলাম না। শুধু ধন্যবাদ দিলাম।
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:২৩
154629
প্রবাসী মজুমদার লিখেছেন : এ লিখাটি আমার জন্য লিখিনি। ব্লগের সবাইকে লিখেছি আর একটু সহযোগী হয়ে দু লাইনে বেশী লিখে মন্তব্য করার জন্য। ধন্যবাদ।
205612
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:০২
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হৃদয়ের আবেগঘন লেখার হয়তো সবসময় মূল্যায়ন পাওয়া যায়না! কিন্তু তাই বলে কলমকে থামিয়ে রাখবেন না প্লিজ ........কলম চলুক তার আপন গতিতে আর আপনি ঢেলে যান আপনার মস্তিস্কের মগজ গলানো চিন্তাধারা হতে পারে কখনো না কখনো কারো হৃদয়ে ঝড় তুলবে এই লেখা! আপনার লেখা পড়তে কাঙালের মত হৃদয় নিয়ে থাকি কিন্তু সবসময় মন্তব্য করতে পারিনা তাই বলে মনে কষ্ট নেবেন না আর কষ্ট আসলেও মাফ করবেন প্লিজ........আমরা অনেকেই আপনার মত মগজ নিয়ে ভাবিনা তাই হয়তো ...............দেয়না!
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:০৭
154791
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ আপনার খুব সুন্দর মন্তব্যর জন্য। সত্যি কথা বলতে কি, অনেককেই ইচ্ছে করে সস্তা মন্তব্য করতে দেখে খারাপ লাগে। অনেক ব্লগার আছে। যাদের লিখার মান অনেক ভাল। কিন্তু এসব লিখাগুলোতে যখন কোন কমেন্টস পড়েনা, দেখে খারাপ লাগে। আমি তাই বুঝাতে চেয়েছি। আমার ব্লগে কে আসল তা নিয়ে মাথা ব্যাথা নেই। ধন্যবাদ।
205616
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৩
আহমদ মুসা লিখেছেন : অনেক সময় পাঠকের সময় সল্পতা ও ব্যস্ততাও একটি কারণ মন্তব্য না করার ক্ষেত্রে। আমি মনি করি যে ব্লগটি পড়া হলো তাতে অন্তত সংক্ষিপ্তাকারে হলেও একটি মতামত দেয়া উচিত। হোক না সেটা লেখক ও পাঠকের মধ্যে চিন্তা ভাবনা ও চেতনার বৈপরীত্ব। তাতে সমস্যা কি? নিজের মত প্রকাশ করা উচিত মনে সাহস নিয়ে। আমি যে সব লেখাতেই আমার চিন্তার ফেভারিটে মনের খোরাগ পাবো- এমন ধারণা করাটাও ঠিক না। সব সময় তো মিষ্টি আর ঝাল খেলে চলবে না। মিষ্টি এবং ঝালের বিপরীতে তিক্ততারও অভিজ্ঞতা নেয়া উচিত। না হলে টক ঝাল মিষ্টির স্বাদই বা বুঝবো কিসের সাথে তুলনা করে?
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:১০
154792
প্রবাসী মজুমদার লিখেছেন : আসলে আমি সেটা বুঝাতে চাইনি। ইচ্ছে করে অনেককেই এক লাইনের মন্তব্য করাটা অনেকটা অভ্যাসের মতই মনে হয়। তাই সবাইকে আর একটু এগিয়ে আসার আহব্বান এটি। ধন্যবাদ প্র্যিয় মুসা ভাই। এটি আমার জন্য নয়। ব্রগের সবার জন্য।
205619
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৮
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ। আমরা ব্লগাররা পাগল। তাই পাগলকে বলতে নাই পুল নাড়িসনা । আপনি শিরোনামে পাগলদের ( ব্লগার ) পুল নাড়তে মানা করেছন । এখন দেখেন কেমন পুল নাড়ানাড়ি ( মন্তব্য ) চলে।
তবে হ্যাঁ আপনার আবেগঘন লেখার পুরোটাই সত্য । কিন্তু কি করা তারপরও ব্লগীং না করে থাকতে পারি না ।
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:১১
154793
প্রবাসী মজুমদার লিখেছেন : হাহা। আমি আসলে আমার ব্লগে মন্তব্য নিয়ে লিখিনি। আমি লিখেছি সকল ব্লগারদের জন্য। আর একটু উদার হওয়ার জন্য। ধন্যবাদ।
205620
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:১৮
আবু ফারিহা লিখেছেন : ''আবু জেহেল লাহাব সমাজ প্রতিষ্ঠার অবৈতনিক স্বপ্নদ্রষ্টা আর নষ্টাদের কলম আজ বড়ই শানিত।''

একেবারে বাস্তব কথাটিই বললেন। তবে এসব নষ্টাদের মদদ দিচ্ছে জুলুমবাজ সরকার ও তার চামচারা।

তবে অারো একটি সত্যি হলো অাপনাদের মতো সুচিন্তিত শানিত লেখকের সংখ্যাও কম নয়। হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে অাপনারা এগিয়ে যান। অামরা সব সময় অাপনাদের সাথে অাছি।
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:১২
154794
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ সাথে থাকার জন্য। নিয়মতি মত ব্যক্ত করার জন্য। ব্লগের সবাই হোক আরও যত্নশীল, নতুনদের উতসাহ দেয়ার জন্য আমরা এগিয়ে আসি এটাই প্রত্যাশা। ধন্যবাদ।
205624
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২২
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৩
154795
প্রবাসী মজুমদার লিখেছেন : আজ গ্যাঞ্জামখান চুপ কেন
কেন কলমে নেই ভাষা,
থেমে যায় যদি কলমের কথন
সবয়ে হয়ে যাবে খাসা।

ধন্যবাদ।
205625
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৩
আবদুল্লাহ বাংলাদেশী লিখেছেন : শুধু ধন্যবাদ জানাই।
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৪
154796
প্রবাসী মজুমদার লিখেছেন : সমর্থন দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ।আমি চাই সবাই এগিয়ে আসুক। মন্তব্য করে অন্যদের উতসাহিত করুক। ধন্যবাদ।
205626
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:২৩
প্রবাসী আশরাফ লিখেছেন : কি আর বলবো ভাই,আমাদের ভেতরের জমাট বাঁধা কষ্টটাই আপনার লেখনীতে তুলে আনলেন। আমার নিজের অবস্থানটাও তাই। সোনারবাংলাদেশ ব্লগই ছিল আমার লেখার প্রথম প্লাটফ্রম। ওখানে লিখেই প্রবাসের একাকীত্ব থেকে মুক্ত হয়েছিলাম। সোনারবাংলাদেশ ব্লগটি ছিল স্বাধীন মত প্রকাশের একটি অতি উত্তম মাধ্যম। আঁতে ঘাঁ লাগায় সরকার তড়িঘরি করে বন্ধ করে দেয় সেটা অত:পর টুডে ব্লগ। সেটাও বন্ধ করে দেয় ঠিক মতো শুরু হবার আগেই।

এখন অনবাংলাদেশ ব্লগটি চলছে...কতদিন চলবে কে তা জানে...তবে সত্য বলার নির্ভিক ক্ষুরধার লেখনীর লেখকগন যেন নিজেদের গুটিয়ে না নেন তার অনুরোধ করছি।
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৫
154797
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি চাই সবাই আর একটু প্রতিবাদী হই। আজ সোনার বাংলাদেশ ব্লগ বন্ধ । আমরা বড়্ই নিরব। অথচ আমারেদ ভুমিকা থাখা উচি ছিল।

ধন্যবাদ।
১০
205643
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৪
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : হ ভাই আমাদের সুখের সংসার সোনার বাংলাদেশ ব্লগকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে,
আমাদের বন্ধুত্বকে তারা হত্যা করেছে, আমাদের অনেকের বুকের মাঝে তীর ধনুক দিয়ে ছিন্নভিন্ন করেছে,
আমরা দাবি জানাই আবার খুলে দেয়া হোক সেই সোনার বাংলা ব্লগকে
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:১৬
154798
প্রবাসী মজুমদার লিখেছেন : এ দাবীটি গণহারে আসা উচিত। পৃথীবি বাসীকে জানাননো উচিত যে হাসিনা যা চায় তাই করে।

ধ্ন্যবাদ।
১১
205645
১০ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৭
আবু জারীর লিখেছেন : মুহতারাম, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে পাঠকদের উচিৎ পোষ্টের আলোকে মূল্যবান মন্তব্য করা কিন্তু কিছু কিছু কারণে হয়ত সেটা হয়ে ওঠেনা। এজন্য পাঠকদের সাথা অভিমান করা মনে হয় ঠিক হবেনা।

সবার যোগ্যতা সমান নয়।

সময় এবং সুযোগের স্বল্পতা থাকতে পারে।

ভালো একটা লেখা পড়ার পরেও মন এবং শরীর সুন্দর মন্তব্য করতে অনেক সময় সাহায্য করেনা।

এমতাবস্থায় লেখককে জানানো করকার যে আমি কিন্তু লেখাটা পড়েছি। সেক্ষেত্রে কেউ যদি রেডি মন্তব্য করে তাহলে আমি সম্মানিত ঐ পাঠক তথা ব্লগার বন্ধুকে অভিযুক্ত করতে চাইনা। বরং ধন্যবাদ দিতে চাই।

ধন্যবাদ।
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৬
155134
আব্দুল গাফফার লিখেছেন : একমত আপনার সাথে এছাডাও আমরা যারা মোবাইল সেট থেকে অলনাইনে বলগে পডি ইচছা থাকলেওমন্তব্য করা হয়না । বিষয়টি সহজ নিতে হবে নয়ত অনেক ব্লগার পোষ্টে রেডি মন্তব্য করা থেকে বিরত থাকবেন ।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৩
155235
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাইচা। আমি অভিমান করিনি। রাগও করিনি। আমি নতুনদের উতসাহ দেয়ার জন্য নিজেদের দায়ীত্বানুভূতি বুঝিয়েছি। ধন্যবাদ। জেদ্দা আসুন। দেখা হবে।
১২
205650
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৩
গেরিলা লিখেছেন : এই ব্লগে তো ভালই কমেন্ট আসে। সো আপনার এতো হতাশার কারন বুঝলাম না
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৪
155236
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি হতাশ নই। আমি নতুনদের ব্লগে একটু ভাল কমেন্ট দিয়ে উতসাহ দিতে বলেছি। ধন্যবাদ।
১৩
205659
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৮
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এরকম ছবি দিছেন কেন? আমি পোস্ট পড়তেই পারিনি Sad Sad Crying Crying
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৬
155240
প্রবাসী মজুমদার লিখেছেন : বুঝিনাই। পোষ্ট পড়তে পারেননি কেন। আমি নিজেও ব্লগে আসতে পারিনা।যখন আসি ভাল কম্নেটস করি। আমি তাই বুঝিয়েছি। ধন্যবাদ।
১৪
205661
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৩১
টোকাই বাবু লিখেছেন : এ ব্লগে এক একজন ব্লগার আগামী দিনের সুর্য সন্তানসম। এদের মধ্য থেকেই জম্ম নেবে ফররুখ, ওমর খৈয়ম, ইকবাল। এদের মধ্য থেকেই জম্ন নেবে আগামী দিনের 'জেলের তালা ভেঙ্গে দেয়ার বিদ্রোহী কবি নজরুল'।
Waiting Waiting Waiting Waiting Waiting Waiting Waiting Waiting Waiting
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৭
155241
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। আমার কথাগুলো মনে হয় অনেকেই রাগ বা অভিমান মনে করেছে।বিষয়টি আসলে তাই নয়। ধন্যবাদ।
১৫
205670
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০১:৪৭
নেহায়েৎ লিখেছেন : অভিযোগ অনেক খানি সত্য। আমি নিজেই তেমন আর লিখিনা। কমেন্টস করি কদাচিত। এসবি ব্লগের মতো যেন ভাব আসে না। আর উৎসাহ পাই না তেমন। লেখা বা কমেন্ট কোনটাই আগের মতো ভাল লাগে না। আমার কিছু পোষ্টে অনেক কমেন্ট জমে আছে। আমার এখন জবাব দেওয়া হয়নি। এসব মনে হলে খুব কষ্ট লাগে।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৭
155242
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্লগে এক একজন ব্লগার আগামী দিনের সুর্য সন্তানসম। এদের মধ্য থেকেই জম্ম নেবে ফররুখ, ওমর খৈয়ম, ইকবাল। এদের মধ্য থেকেই জম্ন নেবে আগামী দিনের 'জেলের তালা ভেঙ্গে দেয়ার বিদ্রোহী কবি নজরুল'। সেই সুর্যসন্তান আপনি হবেন না কেন?
১৬
205692
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:১৪
ভিশু লিখেছেন : আন্তরিক চেষ্টা থাকে বেশি সংখ্যক পোষ্ট পড়েই মন্তব্য করতে! তবে হয়ে ওঠে না সবসময়! রাগ কর্বেন্না প্লিজ... Big Hug Love Struck
লোকে বলে রাগ নাকি - অনুরাগের আয়না... Tongue Don't Tell Anyone
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
155243
প্রবাসী মজুমদার লিখেছেন : জাতির এসব স্বপ্নদ্রষ্টা ব্লগারদের প্রতিটি লিখাই হৃদয়ে জমাট বাঁধা যাতনা উগলে দেয়ার আত্মকথন। এসব লিখাগুলোতে গুরুত্বপুর্ন কমেন্ট করা যেন সময়ের দাবী। পাঠকের এক একটি কমেন্টস এ্যাটমের মত কাজ করে লিখকের মাঝে। দারুণভাবে শিহরিত করে একজন লেখককে । চিন্তা মননে তৈরী করে নতুন ভাবে লিখার আগ্রহ।
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:৫৫
155307
ভিশু লিখেছেন : আপনার এটমিক প্রতিমন্তব্যে সত্যি শিহরিত হয়ে উঠলাম যেন...Happy Good Luck
১৭
205699
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:২৪
ইমরান ভাই লিখেছেন : আমি কোন কমেন্টস করবো না। It Wasn't Me! It Wasn't Me! It Wasn't Me!
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২১
155247
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্লগে এক একজন ব্লগার আগামী দিনের সুর্য সন্তানসম। এদের মধ্য থেকেই জম্ম নেবে ফররুখ, ওমর খৈয়ম, ইকবাল। এদের মধ্য থেকেই জম্ন নেবে আগামী দিনের 'জেলের তালা ভেঙ্গে দেয়ার বিদ্রোহী কবি নজরুল'।
১৮
205700
১০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৪
আবু আশফাক লিখেছেন : আমরা অনেকেই লিখি, পোস্ট করি এবং চাই অনেক অনেক ব্লগার আমার লেখায় কমেন্ট করুক। কিন্তু এই আমি নিজেই যখন অন্য বন্ধু ব্লগারের লেখা পড়ি তখন সেই লেখাটি থেকে উদ্গত ভাব-ভাষায় কমেন্ট না করে কুইক কমেন্ট বা ইমো মার্কা কমেন্ট করেই আত্মতৃপ্তি লাভ করি। যা আসলেই হৃদয়হীন আচরণ। একজন লেখককে লেখক হয়ে উঠার পিছনে পাঠকের অবদান সবচেয়ে বেশি। কিন্তু সেই পাঠকই যখন হয় অবিবেচক তখন আর লেখকের লেখক হয়ে উঠা চোরাবালিতে আটকে যায় প্রতিনিয়ত।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২০
155246
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্লগে এক একজন ব্লগার আগামী দিনের সুর্য সন্তানসম। এদের মধ্য থেকেই জম্ম নেবে ফররুখ, ওমর খৈয়ম, ইকবাল। এদের মধ্য থেকেই জম্ন নেবে আগামী দিনের 'জেলের তালা ভেঙ্গে দেয়ার বিদ্রোহী কবি নজরুল'।
১৯
205709
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:০৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভাইয়া চেষ্টা করি সব সময় ভালো মন্তব্য করার জন্য ,কিন্তু সময় এবং বাক্য তৈরী করার অভাব রয়েছে আমার মধ্যে।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২২
155248
প্রবাসী মজুমদার লিখেছেন : আবু আশফাক লিখেছেন : .....কুইক কমেন্ট বা ইমো মার্কা কমেন্ট করেই আত্মতৃপ্তি লাভ করি। যা আসলেই হৃদয়হীন আচরণ। একজন লেখককে লেখক হয়ে উঠার পিছনে পাঠকের অবদান সবচেয়ে বেশি। কিন্তু সেই পাঠকই যখন হয় অবিবেচক তখন আর লেখকের লেখক হয়ে উঠা চোরাবালিতে আটকে যায় প্রতিনিয়ত।
২০
205736
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৭
নোমান২৯ লিখেছেন : প্রথমে মন্তব্য করার জন্য ক্ষমা প্রার্থনা করছি ।
আমাদেরকে জালিমের বিরুদ্ধে লড়তে হলে একটি পরিবারের মত হতে হবে । সকলের সুখ-দুঃখের সাথী হতে হবে সকলকে । এই ব্লগ আক্রমণের শিকার হবে । তাই বলে মিলনমেলা ভেংগে যাবে কেন ? আমাদেরকে এখন থেকে আরেকটি ব্লগের কথা ভাবতে হবে । কি তাই নয় কি ? যদি আমরা একটি পরিবার এর মতো হতে পারি তবে আমাদের রুখবার কে আছে ? বলো হে ?
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৩
155251
প্রবাসী মজুমদার লিখেছেন : ঠিক বলেছেন।

নিজের মাঝেই ঘুমন্ত ওমর
মিছে খূঁজি বারে বার,
দোয়া মাঙ্গি প্রভূ পাঠাও আজি
ওমরকে আবার।

ভূলে যাই ওমর আমারই মত
নত করেনি কভু শির,
কোরানের রঙ্গে রাঙ্গিয়ে নিজেকে
হয়েছিল দিগ্বী বীর।

যে পথে এগিয়ে ওমর শ্রেষ্ঠ
ভূলে গেছি সেই গলি,
কেবলা বাবার দরগাহে বসে
মিছে সাজি মোরা 'অলী'।

বদর, ওহুদ, খন্ন্দক ছেড়েছি
কোরান বন্দী তাঁকে,
তাসবীহর দানায় জান্নাত খুঁজি
জাগিনা দায়ীর ডাকে।

দুনিয়া ভোগে বড় মরিয়া
মিছে করি ক্রন্দন,
অট্রালিকায় নিভুতে খূঁজি
ভ্রাতৃত্বের বন্ধন।
২১
205738
১০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:০৮
এহসান সাবরী লিখেছেন : পিলাচ
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৪
155252
প্রবাসী মজুমদার লিখেছেন : নাগিনী-যুগিনী মেতেছে আজি
মাতমে ফাটায় বুক,
কলিজা কাঁপানো জানাযার মিছিলে
না জানি হারায় সুখ।

হতাশা নয়, রুখে দাঁড়াও
নেই পথ পালাবার,
শহীদ কাফেলার কাফনের মিছিল
শবযাত্রা কারবালার।

অভিমানীরাও আজি ছূটেছে জিহাদে
মুখে কোরানের বানী,
রক্তাক্ত জনপদের আর্তনাদ শূনো
ঘুচাতে হবে সব গ্লানি।
২২
205771
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০০
অজানা পথিক লিখেছেন : যথার্থ বলেছেন। আমি আবার জাগ্রত হলাম
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৯
155244
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্লগে লিখা প্রতিটি কবিতা কিংবা গল্প জীবন থেকে নেয়া করুন কাহীনির বাস্তবরুপ। এটি পাঠককে কাঁদিয়ে দেয়। খুব কষ্টকরে এসব যাতনার কথাগুলো লিখে প্রতিটি ব্লগার অপেক্ষা করেন তার সাহিত্য প্রেমি ব্লগ আ্ডডার সহযোদ্ধাদের থেকে ভাল একটা কমেন্ট পাওয়ার্। কিন্তু যখন কোন ব্লগার দায়ীত্বহীন মানুষের মত সস্তা দামের কিছু অনুভুতিহীন বাক্য রেখে যায়, দেখে আমার খুব ঘৃণা হয়। রাগে ক্ষোভে ফেটে পড়ি। ইচ্ছে হয় ওদেরকে বলি -

"অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৫
155253
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্লগে লিখা প্রতিটি কবিতা কিংবা গল্প জীবন থেকে নেয়া করুন কাহীনির বাস্তবরুপ। এটি পাঠককে কাঁদিয়ে দেয়। খুব কষ্টকরে এসব যাতনার কথাগুলো লিখে প্রতিটি ব্লগার অপেক্ষা করেন তার সাহিত্য প্রেমি ব্লগ আ্ডডার সহযোদ্ধাদের থেকে ভাল একটা কমেন্ট পাওয়ার্। কিন্তু যখন কোন ব্লগার দায়ীত্বহীন মানুষের মত সস্তা দামের কিছু অনুভুতিহীন বাক্য রেখে যায়, দেখে আমার খুব ঘৃণা হয়। রাগে ক্ষোভে ফেটে পড়ি। ইচ্ছে হয় ওদেরকে বলি -

"অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!
২৩
205781
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:০০
আফরা লিখেছেন : আপনি ঠিক বলেছেন ভাইয়া ।যদিও আমি তেমন কমেন্ট করতে পারি না । আমি ১০ বছর বয়সে দেশ ছেড়ে এসেছি তো বাংলা ভাষায় আমার দক্ষতা কত টুকু বুঝতেই পারছেন আপনাদের সবার লেখাই পরি কারন এই ব্লগ পরেই আমি বাংলা পড়া এখন অনেক ভাল মানে মনে আপনাদের মতই পড়তে শিখেছি ।শুধু এই ভাষার দূর্বলতার কারনে আমি কমেন্ট করতে পারি না । আবার রেডী কমেন্ট করতে ভাল লাগে নাই তাই শুধু পড়ে চুপচাপ চলে আসি ।ইনশা আল্লাহ এখন থেকে চেষ্টা করব আর চেষ্টা করলে মানুষ কি না পারে । ধন্যবাদ ভাইয়া ।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৫
155254
প্রবাসী মজুমদার লিখেছেন : ঐ দেখো।
হযরাত আমীর হামজার নেতৃত্বে
জান্নাত অভিমুখি মিছিল ধেয়ে আসছে।
ঈমানের অগ্নীপরীক্ষায় উত্তীর্ন
শহীদ মালেকের মিছিলের সারি
আজ অনেক লম্বা।

এ মিছিলে যোগ দেয়ার জন্য
অপেক্ষমান দ্বীনের দায়ীরা
জেগে আছো কি?
এসো,
আর নয় ভেদাভেদ কিংবা অভিমান,
অপমৃত্যু হোক নেতৃত্ব লালসার কিংবা
দুনিয়া দখলের মিছে অভিনয়।
২৪
205843
১০ এপ্রিল ২০১৪ রাত ০৯:১৯
মোহাম্মদ লোকমান লিখেছেন : প্রতিটি ব্লগার আশা করেন তার লেখাটি সকলেই পড়ুক, সময় নিয়ে যথাযত কমেন্ট করুক। বাস্তবতা কিন্তু ভিন্ন জিনিস। যোগ্যাতা-সময় ইত্যাদি বিবেচনায় আনা দরকার। আবার অনেক সময় যে বিষয়টি আমার নিকট খুবই গুরুত্বপূর্ণ সেটি আরেকজনের নিকট ততটা ‍গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে। ধন্যবাদ।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২৭
155255
প্রবাসী মজুমদার লিখেছেন : ঠিকই বলেছেন। কিন্তু ভাল একটি লিখায়ও অনেকেই কুইক কমেন্ট করে। তাই যত্নশীল হতে অনুরোধ করেছি। ধন্যবাদ।
২৫
205903
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:১৬
নূর আল আমিন লিখেছেন : সবাই দ্যাকলাম কমেন্ট কৈরালচে তাই আমি মন্তব্য কল্লেম :-P
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:২০
155245
প্রবাসী মজুমদার লিখেছেন : এ ব্লগে লিখা প্রতিটি কবিতা কিংবা গল্প জীবন থেকে নেয়া করুন কাহীনির বাস্তবরুপ। এটি পাঠককে কাঁদিয়ে দেয়। খুব কষ্টকরে এসব যাতনার কথাগুলো লিখে প্রতিটি ব্লগার অপেক্ষা করেন তার সাহিত্য প্রেমি ব্লগ আ্ডডার সহযোদ্ধাদের থেকে ভাল একটা কমেন্ট পাওয়ার্। কিন্তু যখন কোন ব্লগার দায়ীত্বহীন মানুষের মত সস্তা দামের কিছু অনুভুতিহীন বাক্য রেখে যায়, দেখে আমার খুব ঘৃণা হয়। রাগে ক্ষোভে ফেটে পড়ি। ইচ্ছে হয় ওদেরকে বলি -

"অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!
২৬
205925
১১ এপ্রিল ২০১৪ রাত ১২:৪৫
মাটিরলাঠি লিখেছেন : কমেন্ট করা উচিত, তা দীর্ঘ হোক, ক্ষুদ্র হোক, হোক তা একটা ইমো।

কমেন্ট করবার প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো পাঠক আপনার লেখাটি পড়েছেন।

সকলের প্রকাশ ভঙ্গী, যোগ্যতা, ভাষা চয়ন এক হতে পারেনা, এ ছাড়া ব্যস্ততা, সময় ইত্যাদিও আছে।

কেউ পাঁচ লাইন লিখে যা বুঝাতে চান, কেউ এক লাইনে তা প্রকাশ করতে পারেন।

তা ছাড়া আমার মনে হয় কমেন্ট একটি স্বতঃস্ফুরত ব্যাপার।

অনেক আছেন, লেখা পড়ে কোন কমেন্ট করেন না, কিন্তু লেখাটি ফেসবুকে, ট্যুইটারে শেয়ার দিয়ে দেন, প্রিয়তে নিয়ে নেন। এদের কি ভাবে মূল্যায়ন করবেন।

লেখকের উচিত কমেন্ট কয়টি পড়েছে এটা না দেখে লেখাটি কতবার পড়া হয়েছে তা দেখা।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ।



১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১২
155234
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার পোষ্টে একটি উতসাহ্য ব্যঞ্জক মন্তব্য অনেক গুরুত্ব বহন করে। নতুনদের উতসাহ দেয়ার জন্যই এটি বলেছি। ধন্যবাদ।
২৭
205970
১১ এপ্রিল ২০১৪ রাত ০৪:৩৪
বৃত্তের বাইরে লিখেছেন : করলাম না কোন কমেন্টস,দিলাম না মন্তব্য Happy Good Luck
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:১১
155233
প্রবাসী মজুমদার লিখেছেন : খূশী হলাম। আপনার পোষ্টে একটি বিশ্লেষনমুলক মন্তব্য দিলে কেমন লাগে? একটি ভাল মন্তব্যর মূল্য অনেক বেশী।
আমি তাই বুঝেয়েছিগো সখি
কি করে বুঝাই তারে,
সে তবু রাগ করে বলে যাই
নাক ডেকে ঘুমাবো ঘরে।
১৪ এপ্রিল ২০১৪ সকাল ০৫:০৩
155988
বৃত্তের বাইরে লিখেছেন : নতুন আলোয় কাটুক আঁধার। পুরনো সব দুঃখ,মান-অভিমান ভুলে নতুন করে পথ চলার আহবান রইলো। শুভ নববর্ষGood Luck Good Luck Rose Rose

নিশি অবসান প্রায়,ঐপুরাতন বর্ষ হয় গত
আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও,যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. .

২৮
205979
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৫:০৬
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই রীতিমত একটা ভয় পাইয়ে দিলেন। সত্যিকার অর্থে বেশি সংখ্যক ব্লগারের পোষ্ট পড়া এবং মন্তব্য করার স্বার্থেই কিন্তু ছোট ছোট মন্তব্য করি। এটা কি খুব অন্যায় করে ফেললাম ?
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৯
155232
প্রবাসী মজুমদার লিখেছেন : নানা। আমি এমনটি বলিনি। আমার জন্যও নয়। নতুনদের জন্য। বলেছিসবাইকে আর একটু আন্তরিক হতে। একটি সুন্দর কমেন্ট একজনকে অনেকদুর এগিয়ে দেয়। তাই। আমি নিজেও ব্যস্ত। আসতে পারিনা। আসলে ভালভাবসেই মন্তব্য করি। এটা হলে ভাল হয় । ধন্যবাদ।
২৯
205988
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৬:২২
ফাতিমা মারিয়াম লিখেছেন : প্রতিদিন বেশ কয়েকটি করেই লেখা পড়া হয়। কিন্তু সবগুলোতে মন্তব্য করা হয়ে উঠেনা।

কিছু কিছু লেখায় বেশ মন খুলে মন্তব্য করি। আবার কিছু লেখায় সংক্ষিপ্ত মন্তব্য করি। আসলে প্রতিটি লেখায় বেশি করে কিছু লিখতে গেলে সময়ের সাথেও পেরে উঠিনা.......।

চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:০৭
155231
প্রবাসী মজুমদার লিখেছেন : আমিও খুব ব্যস্ত। কিন্তু যেটা পড়ি সুন্দর মন্তব্য করি যাতে পোষ্টদাতা উতসাহ পায়। পরবর্ত পর্বের অপেক্ষায়, ভাল লাগল, যাকাকাল্লাহু...এসব অনেকটা তামাশার মতই। ধন্যবাদ।
৩০
206018
১১ এপ্রিল ২০১৪ সকাল ০৯:০০
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ভাইরে, সবসময় চেষ্টা করি এমন কমেন্ট করতে যাতে ভাল লেখায় লেখকের পরিশ্রমের সঠিক মূল্যায়ন হয়। কিন্তু যেখানে সময় সীমিত, তখন মনে হয় নীরবে চলে যাবার চেয়ে অন্তত উপস্থিতিটা জানিয়ে গেলেও হয়ত তাঁকে একপ্রকার উৎসাহ দেয়া, তাঁর কষ্টের স্বীকৃতি দেয়া সম্ভব। আপনি চোখের জলে আমাদের এ' সুযোগটুকু থেকে বঞ্চিত কোরেন না ভাই Crying Crying Crying
১২ এপ্রিল ২০১৪ রাত ০৮:০০
155228
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি আসলে রাগ করিনি বা আামর জন্য বলিনি। আমি সবাইকে আর একটু বেশী লিখার জন্য বলেছি। নতুনদের ব্লগে কমেন্ট নেই। তাই।
১২ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৮
155304
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Happy Happy Happy
৩১
206154
১১ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৪৩
ইবনে হাসেম লিখেছেন : Really sad. I am 100% agreeable with you. My problem is, these days my workload has increased a lot, and the only laptop at home remains captured in the hands of my daughter, who is preparing for her exams. That why, I became very irregular in blog and in fb. Sorry vai.
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৫
155138
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। ব্যস্ততা আমারও আছে। কিন্তু যে কয়টি পড়ি একটু লিখলে কি হয়। যারা পারে তারাও বলে, পরের পর্বের অপেক্ষায়, ভাল হয়েছে, যাযাকাল্লাহু খায়ের। ভাল লাগল। এসব মানুষকে রাগাম্বিত করে। ধন্যবাদ।
৩২
206280
১২ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪২
আবু তাহের মিয়াজী লিখেছেন : ভাইজান সবার যোগ্যাতা সমান নয়। Crying Crying Cryingপোস্টের জন্য ধন্যবাদ।
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৪
155137
প্রবাসী মজুমদার লিখেছেন : ভাইজান যোগ্যদেরকেই বলেছি। অনেক সুন্দর লিখা। দুটি লাইন লিখলে কি হয়? তাই সবাইকে উতসাহ দিয়েছি। ধন্যবাদ।
৩৩
206300
১২ এপ্রিল ২০১৪ সকাল ০৭:২৬
শেখের পোলা লিখেছেন : ভাইগো, ঘটে বিদ্যে বুদ্ধি বলে কিছু থাকলেনা দু চার লাইন লিখব৷ তাই যাদের লেখা ভাল লাগে পড়ি কিছু শেখার চেষ্টা করি৷ সময়ের অভাবটাকেও অস্বীকার করার উপায় নেই, অথচ একবার না এসেও যেন পারিনা৷ তাই ঝটিকা সফরে কি আর বেশী দেব? শুধু ফিতে কেটে উদ্বোধন করেই ভোঁ দৌড় দিতে হয়৷ 'এমন করে ধমক দিলে কেমন করে শিখব সব/ বলবে আমায় মূর্খ ছেলে বলবে আমায় গো গর্দভ,৷
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩৩
155136
প্রবাসী মজুমদার লিখেছেন : নাগো ভাই আমি ধমক দেইনি। আমি উতসাহ দিয়েছি প্রিয় ব্লগারদের। বলেছি আর একটু সহযোগী হওয়ার জন্য। দশটা পোষ্ট না পড়ে তিনটি পড়ে সুন্দর মন্তব্য করলে এ তিনজনই হয়তবা ভাল লিখক হবে উতসাহ পেয়ে। ধন্যবাদ।
৩৪
206343
১২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৩১
বিন হারুন লিখেছেন : "অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!"
আমি কোন কমেন্ট করব না.
১২ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৩১
155135
প্রবাসী মজুমদার লিখেছেন : অনেক ব্লগার আছে যারা খুব ভাল লিখেন। তাদের লিখাগুলো অনেকেই সস্তা কমেন্ট করে চলে যায়। তাই এ পোষ্টটি দিলাম। ধন্যবাদ।
৩৫
206494
১২ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৭
ইবনে হাসেম লিখেছেন : ভাইজানে আসলেই রাগ কইরছে। আম্নের গোস্বা ভাংগাইতে লন ভাই আবারো দিলাম কমেন্ট। এইবার গোস্বা কমছে নাকি?
১২ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
155226
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি আসলে রাগ করিনাই। সবাইকে দু এক কলম বেশী লিখার উতসাহ দিয়েছি নতুনদের ব্লগে। ধন্যবাদ।
৩৬
206707
১২ এপ্রিল ২০১৪ রাত ১১:০৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ এপ্রিল ২০১৪ রাত ০১:০৬
155366
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভাল লাগা রেখে যাবার জন্য। আপনাকে স্বাগতম অনেকদিন পর।
৩৭
206749
১৩ এপ্রিল ২০১৪ রাত ১২:২২
বিডি রকার লিখেছেন : কমেন্ট করব কি , কেবল সহমত বললে তো আবার ..... Happy
১৩ এপ্রিল ২০১৪ রাত ০১:০৭
155367
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মন্তব্য রেখে যাবার জন্য। পাঠকদের চেতনায় গড়ে লিখক বা কবি। তাই সকল পাঠককে আহব্বান করেছি আর একটু সহযোগীতার জন্য।
৩৮
206785
১৩ এপ্রিল ২০১৪ রাত ০১:৪৯
আব্দুল গাফফার লিখেছেন : সুন্দর পোষ্টের জন্য Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
১৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৫
156026
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ ভাই। পড়ে মন্তব্য করে গেলেন বলে।
৩৯
206816
১৩ এপ্রিল ২০১৪ সকাল ০৭:০৮
গ্রাম থেকে লিখেছেন : আমি গ্রামের মানুষ। বুঝতেই পারছেন এখানে ইন্টারনেট সুবিধা খুব কম পাওয়া যায়।
তবে চেষ্ঠা করছি সবার সাথে থাকার।
আমাকে ও আপনাদের সাথে রাখবেন।
আমার লেখা পড়ে আপনাদের মুল্যবান মন্তব্য কামনা করি।
নতুন হিসেবে উৎসাহ পেলে ভালো লাগবে।
ধন্যবাদ
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১১:১৯
155462
প্রবাসী মজুমদার লিখেছেন : ভেতরের মানুষটার সাথে যারা নিয়মিত কথা বলে, তাকে নিয়ে স্বপ্ন দেখে, বইপুস্তক হতে ইউরেনিয়াম সংগ্রকরে, তারাই একসময় এ্যাটম হয়ে ইতিহাসকে সমৃদ্ধ করতে পারে। এ অনুভুতি সবার মাঝে থাকলে পৃথিবীর সব মানুষই হত এক একটি এ্যাটম বোমা। সাথে থাকার প্রতিশ্রুতি থাকল।
৪০
206989
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০১:০৯
প্রেসিডেন্ট লিখেছেন : সময়োপযোগী পোস্ট দিয়েছেন। আমাদের ব্লগটাকে আর একটু জমিয়ে তোলা দরকার। অনেকেই রেডি কমেন্ট বা দায়সারা কিছু লিখে কাজ সারি যেটা পোস্টদাতাকে আহত করে।

আবার অনেকেই আছেন শুধু নিজের লেখায় কমেন্ট আশা করেন অন্যদের লেখায় খুব একটা কমেন্ট করেননা বা করতে চাননা। এসব সংকীর্ণতা হতে আমাদের বের হতে হবে।
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:২৯
155574
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনি বিষয়টি সঠিকভাবে বুঝতে পেরেছেন। ধন্যবাদ।
৪১
207013
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:০০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনার লেখায় অনেক ব্লগারেরই মনের কথাটি ফুটে উঠেছে।

আপনাদের মত ব্লগারদের ভাল লেখাগুলি মিস করিনা সাধারণত। সময় না থাকলে প্রয়োজনে মন্তব্য হতে বিরত থাকি তবুও রেডিমেড মন্তব্য করিনা। আর সময় সুযোগ থাকলে ডাবল মন্তব্যও করি দুইটি ভিন্ন আইডি থেকে।যেমন এখন করছি। Angel Angel Happy Rose

সকল ব্লগারের সঠিক উপলব্ধি হোক।
১৩ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৪
155580
প্রবাসী মজুমদার লিখেছেন : আমিও আপনার মতই করি। ব্যস্তথাকলেও রেডিমেইড কমেন্ট করিনা। এ বিষয়টা বুঝাতে চেয়েছিলাম ব্লগারদের। কিন্তু অনেকেই মনে হয় বিষয়টি বুঝতে পারেনি। আমি আমার জন্য বলিনা। সবার জন্যই বলি।
৪২
207177
১৩ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৮
নিভৃত চারিণী লিখেছেন : অন্যকে উৎসাহ দিতে পারাটাও কিন্তু বিরাট ব্যাপার।আর প্রবাসী ভাইকে পেয়েছিলাম আমার ব্লগ জীবনের প্রথম লেখাটিতেই।এত সুন্দর করে তিনি উৎসাহ দিতে পারেন। আরও কয়েকজন রয়েছেন - আফরোজা আপু, রাইয়ান আপু, ফাতেমা মারিয়াম আপু, রেহনুমা বিনতে আনিস আপু।আরও অনেকে। হাতুড়ি ম্যান আর হ্যারির কথা না বললেই নয়।
সত্যি খুবই ভালো লাগলো এই লেখাটা।
১৪ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৫৭
156028
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। মানুষ যা পাওয়ার যো্গ্য তাই করা উিচিত। সামান্য প্রশংসায় একজন অবচেতন মানুষ চেতনায় ফিরে আসে। সব মানুষের মাঝেই ক্রিয়েটিভিটি থাকে। সেটিকে জাগ্রত করা হয় কেউ সাটিফাই করলে। ধন্যবাদ।
৪৩
207841
১৪ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৮
মোস্তাফিজুর রহমান লিখেছেন : সুন্দর লিখেছেন ধন্যবাদ!! কি ভাই রাগ করলেন?? কি করব বলেন এর চেয়ে সুন্দর মন্তব্য করতে পারলে লিখত্ওে পারতাম। লিখতে পারিনা বলেই পাঠকের কাতারে থাকি আর রেডিমেইড মন্তব্য করি। তবে আপনার পরামর্শগুলো স্মরণে রাখার চেষ্টা করব।
১৪ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৪
156441
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি আসলে বুঝাতে চেয়েছি, পাঠক মুলত লেখক তৈরী করে। দশটা পোস্ট পড়ে একটিতে অন্তত সুন্দর কমেন্ট করা উচিত। ধন্যবাদ।
৪৪
208699
১৬ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৩
সত্য নির্বাক কেন লিখেছেন : মাঝে মাঝে আর আসতে ইচ্ছা করে...... পড়তে ও ইচ্ছা করে না কমেন্ট দূরে থাক........ শান্তি নাই স্বস্তি নাই...... আছে হ্রদয়ে দারুণ দ্রোহ..... আসলেই কষ্ট পাই কোন পোস্টে দুই তিনটা মন্তব্য দেখলে........ কিন্তু আমি কয়টা পোস্টে সাবলীল মন্তব্য করেছি ??? সেটি কি খেয়াল করেছেন....... সোনার বাংলার পর হ্রদয় ভেঙ্গে গেল........ টু ডে ও পর পর বেশ কয়বার বন্ধ হল... তারপর আর মন চায় না লিখতে পড়তে সর্বোপরি মন্তব্য করতে। তবে আপনার ব্লগ পড়তে ও মন্তব্য করতে ভুল করি না কয়েক দিন পর হলে ও । আসলে অত সময় কোথায়????
১৬ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৪৫
157441
প্রবাসী মজুমদার লিখেছেন : সত্য কথা বলেছেন। আমার পোষ্ট নয় অন্য পোস্ট গুলোতে পড়ে সস্তা কমেন্ট করলে খারাপ লাগে। আপনার সাথে সহমত। ভাল লাগল। ধন্যবাদ।
৪৫
209593
১৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : একটা লিখা আর কতটুকু শাণিত হলে আপনার সুচিন্তিত একটি উদ্দীপনামুলক কমেন্ট পাওয়া যাবে?
*******************************
দিন দিন আমরা বড়ই কৃপন ও অহংকারী হয়ে যাচ্ছি....তাই ভাল লেখাও গড়পড়তায় ফেলে দেই....দায়ীত্বশীল পোষ্টের জন্য আর এই ধরনের দায়ত্বশীল সেনসিটিব পোষ্ট আপনার থেকে আসাটা খুবই স্বাভাবিক। অনেক ধন্যবাদ
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৭
163065
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে ভাাই। আপনি কৈ। ধন্যবাদ। সরি দেরী হয়ে গেল আসতে।
০২ মে ২০১৪ রাত ১২:০০
164443
সুমাইয়া হাবীবা লিখেছেন : মুন্সী সাহেবের সাথে আমি একমত।
৪৬
210678
২০ এপ্রিল ২০১৪ দুপুর ০৩:৫৫
বিদ্যালো১ লিখেছেন : ashole ami maximum time mobile thekei blog use kori, r kothao boshe sthir hoye pora ba comment kora hoina. tao chesta kori comment kore apnader utshaho diite.

in future arro gothon mulok comment korar chesta korbo. In Sha Allah . na korte parleo apnara thamben na plz.
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৭
163064
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। অনেককেই প্রতিদিন রেডিমেইড কমেন্ট করতে দেথে বললাম। ধন্যবাদ।
৪৭
214779
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৩৮
উদাস পথিক লিখেছেন : নো কমেন্টস!
২৯ এপ্রিল ২০১৪ দুপুর ০২:৩৬
163063
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ। ভাল লাগল।
৪৮
216320
০২ মে ২০১৪ রাত ১২:০১
সুমাইয়া হাবীবা লিখেছেন : ছি! ডেকে এনে এভাবে বাঁশ দিলেন... Nail Biting Nail Biting Big Grin
০২ মে ২০১৪ সকাল ০৫:০০
164461
প্রবাসী মজুমদার লিখেছেন : আহারে
আমি কার জন্য কান্দি
আর আমারে কয় বান্দি।

আপনার মত ব্লগারদের ব্লগে মানুষেরা কমেন্টস করেনা বলেই লিখেছি। নিজে নিজে বাশ খেয়ে যাবার জন্য দু:খিত।
৪৯
226249
২৫ মে ২০১৪ রাত ১১:৩৮
আইন যতো আইন লিখেছেন : পিলাচ চমৎকার!!
২৬ মে ২০১৪ রাত ০৪:১৮
173268
প্রবাসী মজুমদার লিখেছেন : আমার ব্লগ বাড়ীতে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
৫০
229279
০১ জুন ২০১৪ রাত ১১:৫১
আহ জীবন লিখেছেন : ভাইয়া প্রতি মন্তব্বের ও একটা গুন আছে। পাঠক উৎসাহ পায়।

ক্ষমা করবেন আগেও পোস্টটি দেখেছিলাম পড়িনি তখন।

আপনার সাথে একমত। আমি সামু পড়তাম
Registration ছাড়া। মন চাইত কমেন্ট করি। পারতাম না। টুডে তে আসলাম। ধর্মীয় ব্লগ বলেই মনে ধরল বেশি। কিন্তু কমেন্ট করতে গিয়ে দেখি এটা করা আসলেই কঠিন। কারন নিজেকে প্রস্ন করতে হয় কতটা বুঝেছ? উত্তর দেওয়াটা আসলেই উচিৎ হবে কিনা? তোমার উত্তরের সাথে তোমার জানা (বিষয়টা) তোমার বেক্তিত্তের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ?(আমাকে কেউ দেখছেনা কিন্তু আমাকে আমি দেখছি) তোমার জানাটুকু কতটুকু যুক্তি পূর্ণ? পোস্ট দাতার আবেগ কতটুকু তোমার হৃদয়কে স্পর্শ করেছে? মন্তব্বের প্রতি মন্তব্বে কতখানি সত্যিকে নিজের বেক্তিত্তের সাথে মানিয়ে নিতে পারবে? তারপর আছে শব্দ চয়ন। শব্দ চয়নে ভুল হলে কথা আর কথা থাকবে না। এত চিন্তা মাথায় রেখে কি সব পোস্ট এর উত্তর দেয়া যায়। বা হয়ত আমি বেশিই ভাবছি। তবুও আমি মন্তব্বের আসা করি। মন্তব্য ও করি।
১৬ জুন ২০১৪ রাত ০৯:৩৯
182107
প্রবাসী মজুমদার লিখেছেন : মন্তব্য না করলে অন্য কথা। কিন্তু একই ব্যক্তি সব জায়গা প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসে একই মন্তব্য করে। হেতের এত কান্সুজ হইলে ক্যামনে অইব।..ধন্যবাদ। অনেক দেরীতে উত্তর দেয়ার জন্য আমার ফাসী চাই।
৫১
239786
২৮ জুন ২০১৪ রাত ১০:১৮
আওণ রাহ'বার লিখেছেন : কুইক কমেন্টঃ
ভালো লাগলো || ধন্যবাদ || পিলাচ || মাইনাস || অনেক ধন্যবাদ || স্বাগতম ||

কুইক কমেন্ট তৈরি করুন।
আমিতো কমেন্টস শেষ পর্যন্ত করলাম।
সত্যিই একটা বিবেচনা পূর্ণ সুন্দর কমেন্টস একজন লেখক কে অনেক এগিয়ে দেয়।
আর আপনি হচ্ছেন সেরকম একজন পাঠক জাজাকাল্লাহ।
সব কুইক কমেন্টস আপনাকে হাদিয়া দিলাম।

২৮ জুন ২০১৪ রাত ১০:৪৫
186060
প্রবাসী মজুমদার লিখেছেন : ধন্যবাদ অনেক দিন পর এ পোস্টে এসে মন্তব্য করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File