অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!
লিখেছেন লিখেছেন প্রবাসী মজুমদার ১০ এপ্রিল, ২০১৪, ১১:৩৮:১৬ সকাল
ব্যস্ততা আমাকে খুব আহত করে। বেধে রাখে স্বার্থের গন্ডির মাঝে। যেতে দেয়না ভালবাসার মানুষগুলোর কাছে। দেয়না, ভাবনাগুলোকে নিজের মত করে ভাবতে। অসহ্য যন্ত্রণার যাতাকলে দিশাহীন হৃদয় একটু শান্তির জায়গা খুঁজে বেড়ায়। কিন্তু সবটুকু জায়গাই যেন আজ নোংরাদের দখলে। এমনকি নর্দমার ঐ দুর্গন্ধযুক্ত অংশটুকুও।
নতুন প্রজম্ম আজ জানেনা সত্য কি? আবু জেহেল লাহাব সমাজ প্রতিষ্ঠার অবৈতনিক স্বপ্নদ্রষ্টা আর নষ্টাদের কলম আজ বড়ই শানিত। ওদের লিখায় জাতিকে জাহিলিয়াতের দিকে ডাকছে। তাদের উগলে দেয়া ইতিহাস বিকৃতিতে নতুন প্রজম্ন আজ দিশেহারা। বিশ্বাসের মাঝে চরম ফাটল ধরিয়ে দিয়েছে। এটিকে জোড়া দেয়ার মসল্লা সরবরাহকৃত ফ্যাক্টরীগুলো মুসলিম পিতামাতার ঐরসে জম্ননেয়া পাশ্চাত্যর লেংটা সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় বিভোর অবাধ্য সন্তানদের দখলে। এদের অত্যাচারে আজ প্রতিটি জনপদের লোকেরা অসহায়ত্বের পদভারে বড়ই বাকহীন। বাকহীন মানুষদের আত্মচীৎকারে আজ ঘরে ঘরে বিবেকের বিস্ফোরণ শুরু হয়েছে। বুকে জমাট বাধা এসব অন্যয়ের বিরুদ্ধে বিদ্রোহ কারীরা বড় শংকিত। কারণ প্রতিবাদের বুলেট বন্দুকের নলে মরণ কামড় দেয়ার জন্য ট্রিগারের মাথায় বসে আছে। বিচার বহির্ভুত হত্যাকান্ডে রক্তাক্ত জনপদের বিবেকবানরা ও আজ বড় অসহায়।
এসব বাকহীন প্রতিবাদী মানুষেরা তাদের অসহ্য যন্ত্রণার কথাগুলো উগলে দিতে দিশেহারা হয়ে জড়ো হয়েছিল - "সোনার বাংলাদেশ" নামের সকল মতের মিলন মেলার ব্লগে। কিন্তু ক্ষমতার লোভে মরিয়াদের হিংস্র থাবড়ে এটিকে গুড়িয়ে দিয়েছে - '৭১ সালের স্বাধীন বাংলার মিথ্যুক স্বপ্নদ্রষ্টারা'। সোনার বাংলাদেশ ব্লগের মডুরা আজ কবি নজরুলের মতই বড় বাকহীন। কঠিন নির্যাতনের ভয়ে এখন ঘুরে বেড়ায় ফেরারী আসামী হয়ে।
'সোনার বাংলাদেশ' ব্লগে তিল তিল করে গড়ে উঠা কালজ্বয়ী উদীয়মান লেখকদের হৃদয়ের আড্ডাটি ভেঙ্গে দেয়ায়, সাহিত্য প্রেমিক ব্লগারদের শাণিত কলমের আত্মচীৎকার আজ আর নেই। কবিতার শব্দে স্ফুলিঙ্গ বের করার মত ক্ষণজম্মা অনেক কবি রাগে ক্ষোভে বিদায় নিয়েছে এ লেখনীর জগত থেকে।
কিন্তু আপোষহীনদের অনেকেই আবার ও আহত হৃদয় নিয়ে ফিরে এসেছে বিডি টুডে ব্লগে। এটিও কামাল আতাতুর্ক আর জামাল নাসেরের উত্তরসুরীদের হিংস্র থাবড় থেকে কয়েকবার রক্ষা পেলেও সময়ের বিবর্তে হয়তবা একসময় থেমে যাবে।
এ ব্লগে এক একজন ব্লগার আগামী দিনের সুর্য সন্তানসম। এদের মধ্য থেকেই জম্ম নেবে ফররুখ, ওমর খৈয়ম, ইকবাল। এদের মধ্য থেকেই জম্ন নেবে আগামী দিনের 'জেলের তালা ভেঙ্গে দেয়ার বিদ্রোহী কবি নজরুল'।
জাতির এসব স্বপ্নদ্রষ্টা ব্লগারদের প্রতিটি লিখাই হৃদয়ে জমাট বাঁধা যাতনা উগলে দেয়ার আত্মকথন। এসব লিখাগুলোতে গুরুত্বপুর্ন কমেন্ট করা যেন সময়ের দাবী। পাঠকের এক একটি কমেন্টস এ্যাটমের মত কাজ করে লিখকের মাঝে। দারুণভাবে শিহরিত করে একজন লেখককে । চিন্তা মননে তৈরী করে নতুন ভাবে লিখার আগ্রহ।
এ ব্লগে লিখা প্রতিটি কবিতা কিংবা গল্প জীবন থেকে নেয়া করুন কাহীনির বাস্তবরুপ। এটি পাঠককে কাঁদিয়ে দেয়। খুব কষ্টকরে এসব যাতনার কথাগুলো লিখে প্রতিটি ব্লগার অপেক্ষা করেন তার সাহিত্য প্রেমি ব্লগ আ্ডডার সহযোদ্ধাদের থেকে ভাল একটা কমেন্ট পাওয়ার্। কিন্তু যখন কোন ব্লগার দায়ীত্বহীন মানুষের মত সস্তা দামের কিছু অনুভুতিহীন বাক্য রেখে যায়, দেখে আমার খুব ঘৃণা হয়। রাগে ক্ষোভে ফেটে পড়ি। ইচ্ছে হয় ওদেরকে বলি -
"অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!
একটা লিখা আর কতটুকু শাণিত হলে আপনার সুচিন্তিত একটি উদ্দীপনামুলক কমেন্ট পাওয়া যাবে?
তাই সকল ব্লগারের প্রতি অনুরোধ, যে কয়টি পোস্ট পাঠ করার সুযোগ হয়, ভাল মানের লিখাগুলোতে সুন্দর মন্তব্য দিয়ে উৎসাহ দিন। সেও আপনার পোস্টে উম্মুক্ত মন নিয়ে মন্তব্য দেবে। শুধুমা্ত্র যাযাকাল্লাহু খায়ের, ভাল হয়েছে, পরবর্তী পর্বের অপেক্ষায় ইত্যাদি মন্তব্যগুলো পড়ে অনেকেই মনে কস্ট পায়।
এ পোস্টটি সকল ব্লগারের জন্য উৎসর্গ করা হল।
বিষয়: বিবিধ
২২২২ বার পঠিত, ১০৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবু আশফাক লিখেছেন : .....কুইক কমেন্ট বা ইমো মার্কা কমেন্ট করেই আত্মতৃপ্তি লাভ করি। যা আসলেই হৃদয়হীন আচরণ। একজন লেখককে লেখক হয়ে উঠার পিছনে পাঠকের অবদান সবচেয়ে বেশি। কিন্তু সেই পাঠকই যখন হয় অবিবেচক তখন আর লেখকের লেখক হয়ে উঠা চোরাবালিতে আটকে যায় প্রতিনিয়ত।
তবে হ্যাঁ আপনার আবেগঘন লেখার পুরোটাই সত্য । কিন্তু কি করা তারপরও ব্লগীং না করে থাকতে পারি না ।
একেবারে বাস্তব কথাটিই বললেন। তবে এসব নষ্টাদের মদদ দিচ্ছে জুলুমবাজ সরকার ও তার চামচারা।
তবে অারো একটি সত্যি হলো অাপনাদের মতো সুচিন্তিত শানিত লেখকের সংখ্যাও কম নয়। হাজারো বাধা বিপত্তি উপেক্ষা করে অাপনারা এগিয়ে যান। অামরা সব সময় অাপনাদের সাথে অাছি।
কেন কলমে নেই ভাষা,
থেমে যায় যদি কলমের কথন
সবয়ে হয়ে যাবে খাসা।
ধন্যবাদ।
এখন অনবাংলাদেশ ব্লগটি চলছে...কতদিন চলবে কে তা জানে...তবে সত্য বলার নির্ভিক ক্ষুরধার লেখনীর লেখকগন যেন নিজেদের গুটিয়ে না নেন তার অনুরোধ করছি।
ধন্যবাদ।
আমাদের বন্ধুত্বকে তারা হত্যা করেছে, আমাদের অনেকের বুকের মাঝে তীর ধনুক দিয়ে ছিন্নভিন্ন করেছে,
আমরা দাবি জানাই আবার খুলে দেয়া হোক সেই সোনার বাংলা ব্লগকে
ধ্ন্যবাদ।
সবার যোগ্যতা সমান নয়।
সময় এবং সুযোগের স্বল্পতা থাকতে পারে।
ভালো একটা লেখা পড়ার পরেও মন এবং শরীর সুন্দর মন্তব্য করতে অনেক সময় সাহায্য করেনা।
এমতাবস্থায় লেখককে জানানো করকার যে আমি কিন্তু লেখাটা পড়েছি। সেক্ষেত্রে কেউ যদি রেডি মন্তব্য করে তাহলে আমি সম্মানিত ঐ পাঠক তথা ব্লগার বন্ধুকে অভিযুক্ত করতে চাইনা। বরং ধন্যবাদ দিতে চাই।
ধন্যবাদ।
লোকে বলে রাগ নাকি - অনুরাগের আয়না...
আমাদেরকে জালিমের বিরুদ্ধে লড়তে হলে একটি পরিবারের মত হতে হবে । সকলের সুখ-দুঃখের সাথী হতে হবে সকলকে । এই ব্লগ আক্রমণের শিকার হবে । তাই বলে মিলনমেলা ভেংগে যাবে কেন ? আমাদেরকে এখন থেকে আরেকটি ব্লগের কথা ভাবতে হবে । কি তাই নয় কি ? যদি আমরা একটি পরিবার এর মতো হতে পারি তবে আমাদের রুখবার কে আছে ? বলো হে ?
নিজের মাঝেই ঘুমন্ত ওমর
মিছে খূঁজি বারে বার,
দোয়া মাঙ্গি প্রভূ পাঠাও আজি
ওমরকে আবার।
ভূলে যাই ওমর আমারই মত
নত করেনি কভু শির,
কোরানের রঙ্গে রাঙ্গিয়ে নিজেকে
হয়েছিল দিগ্বী বীর।
যে পথে এগিয়ে ওমর শ্রেষ্ঠ
ভূলে গেছি সেই গলি,
কেবলা বাবার দরগাহে বসে
মিছে সাজি মোরা 'অলী'।
বদর, ওহুদ, খন্ন্দক ছেড়েছি
কোরান বন্দী তাঁকে,
তাসবীহর দানায় জান্নাত খুঁজি
জাগিনা দায়ীর ডাকে।
দুনিয়া ভোগে বড় মরিয়া
মিছে করি ক্রন্দন,
অট্রালিকায় নিভুতে খূঁজি
ভ্রাতৃত্বের বন্ধন।
মাতমে ফাটায় বুক,
কলিজা কাঁপানো জানাযার মিছিলে
না জানি হারায় সুখ।
হতাশা নয়, রুখে দাঁড়াও
নেই পথ পালাবার,
শহীদ কাফেলার কাফনের মিছিল
শবযাত্রা কারবালার।
অভিমানীরাও আজি ছূটেছে জিহাদে
মুখে কোরানের বানী,
রক্তাক্ত জনপদের আর্তনাদ শূনো
ঘুচাতে হবে সব গ্লানি।
"অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!
"অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!
হযরাত আমীর হামজার নেতৃত্বে
জান্নাত অভিমুখি মিছিল ধেয়ে আসছে।
ঈমানের অগ্নীপরীক্ষায় উত্তীর্ন
শহীদ মালেকের মিছিলের সারি
আজ অনেক লম্বা।
এ মিছিলে যোগ দেয়ার জন্য
অপেক্ষমান দ্বীনের দায়ীরা
জেগে আছো কি?
এসো,
আর নয় ভেদাভেদ কিংবা অভিমান,
অপমৃত্যু হোক নেতৃত্ব লালসার কিংবা
দুনিয়া দখলের মিছে অভিনয়।
"অনুগ্রহ করে আমার লিখায় 'কমেন্টস করবেন না' প্লীজ!!!!
কমেন্ট করবার প্রথম ও প্রধান উদ্দেশ্য হলো পাঠক আপনার লেখাটি পড়েছেন।
সকলের প্রকাশ ভঙ্গী, যোগ্যতা, ভাষা চয়ন এক হতে পারেনা, এ ছাড়া ব্যস্ততা, সময় ইত্যাদিও আছে।
কেউ পাঁচ লাইন লিখে যা বুঝাতে চান, কেউ এক লাইনে তা প্রকাশ করতে পারেন।
তা ছাড়া আমার মনে হয় কমেন্ট একটি স্বতঃস্ফুরত ব্যাপার।
অনেক আছেন, লেখা পড়ে কোন কমেন্ট করেন না, কিন্তু লেখাটি ফেসবুকে, ট্যুইটারে শেয়ার দিয়ে দেন, প্রিয়তে নিয়ে নেন। এদের কি ভাবে মূল্যায়ন করবেন।
লেখকের উচিত কমেন্ট কয়টি পড়েছে এটা না দেখে লেখাটি কতবার পড়া হয়েছে তা দেখা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আমি তাই বুঝেয়েছিগো সখি
কি করে বুঝাই তারে,
সে তবু রাগ করে বলে যাই
নাক ডেকে ঘুমাবো ঘরে।
নিশি অবসান প্রায়,ঐপুরাতন বর্ষ হয় গত
আমি আজি ধূলিতলে জীর্ণ জীবন করিলাম নত।
বন্ধু হও শত্রু হও,যেখানে যে রও
ক্ষমা করো আজিকার মত
পুরাতন বর্ষের সাথে পুরাতন অপরাধ যত. .
কিছু কিছু লেখায় বেশ মন খুলে মন্তব্য করি। আবার কিছু লেখায় সংক্ষিপ্ত মন্তব্য করি। আসলে প্রতিটি লেখায় বেশি করে কিছু লিখতে গেলে সময়ের সাথেও পেরে উঠিনা.......।
চমৎকার পোস্টের জন্য ধন্যবাদ।
আমি কোন কমেন্ট করব না.
তবে চেষ্ঠা করছি সবার সাথে থাকার।
আমাকে ও আপনাদের সাথে রাখবেন।
আমার লেখা পড়ে আপনাদের মুল্যবান মন্তব্য কামনা করি।
নতুন হিসেবে উৎসাহ পেলে ভালো লাগবে।
ধন্যবাদ
আবার অনেকেই আছেন শুধু নিজের লেখায় কমেন্ট আশা করেন অন্যদের লেখায় খুব একটা কমেন্ট করেননা বা করতে চাননা। এসব সংকীর্ণতা হতে আমাদের বের হতে হবে।
আপনাদের মত ব্লগারদের ভাল লেখাগুলি মিস করিনা সাধারণত। সময় না থাকলে প্রয়োজনে মন্তব্য হতে বিরত থাকি তবুও রেডিমেড মন্তব্য করিনা। আর সময় সুযোগ থাকলে ডাবল মন্তব্যও করি দুইটি ভিন্ন আইডি থেকে।যেমন এখন করছি।
সকল ব্লগারের সঠিক উপলব্ধি হোক।
সত্যি খুবই ভালো লাগলো এই লেখাটা।
*******************************
দিন দিন আমরা বড়ই কৃপন ও অহংকারী হয়ে যাচ্ছি....তাই ভাল লেখাও গড়পড়তায় ফেলে দেই....দায়ীত্বশীল পোষ্টের জন্য আর এই ধরনের দায়ত্বশীল সেনসিটিব পোষ্ট আপনার থেকে আসাটা খুবই স্বাভাবিক। অনেক ধন্যবাদ
in future arro gothon mulok comment korar chesta korbo. In Sha Allah . na korte parleo apnara thamben na plz.
আমি কার জন্য কান্দি
আর আমারে কয় বান্দি।
আপনার মত ব্লগারদের ব্লগে মানুষেরা কমেন্টস করেনা বলেই লিখেছি। নিজে নিজে বাশ খেয়ে যাবার জন্য দু:খিত।
ক্ষমা করবেন আগেও পোস্টটি দেখেছিলাম পড়িনি তখন।
আপনার সাথে একমত। আমি সামু পড়তাম
Registration ছাড়া। মন চাইত কমেন্ট করি। পারতাম না। টুডে তে আসলাম। ধর্মীয় ব্লগ বলেই মনে ধরল বেশি। কিন্তু কমেন্ট করতে গিয়ে দেখি এটা করা আসলেই কঠিন। কারন নিজেকে প্রস্ন করতে হয় কতটা বুঝেছ? উত্তর দেওয়াটা আসলেই উচিৎ হবে কিনা? তোমার উত্তরের সাথে তোমার জানা (বিষয়টা) তোমার বেক্তিত্তের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ?(আমাকে কেউ দেখছেনা কিন্তু আমাকে আমি দেখছি) তোমার জানাটুকু কতটুকু যুক্তি পূর্ণ? পোস্ট দাতার আবেগ কতটুকু তোমার হৃদয়কে স্পর্শ করেছে? মন্তব্বের প্রতি মন্তব্বে কতখানি সত্যিকে নিজের বেক্তিত্তের সাথে মানিয়ে নিতে পারবে? তারপর আছে শব্দ চয়ন। শব্দ চয়নে ভুল হলে কথা আর কথা থাকবে না। এত চিন্তা মাথায় রেখে কি সব পোস্ট এর উত্তর দেয়া যায়। বা হয়ত আমি বেশিই ভাবছি। তবুও আমি মন্তব্বের আসা করি। মন্তব্য ও করি।
ভালো লাগলো || ধন্যবাদ || পিলাচ || মাইনাস || অনেক ধন্যবাদ || স্বাগতম ||
কুইক কমেন্ট তৈরি করুন।
আমিতো কমেন্টস শেষ পর্যন্ত করলাম।
সত্যিই একটা বিবেচনা পূর্ণ সুন্দর কমেন্টস একজন লেখক কে অনেক এগিয়ে দেয়।
আর আপনি হচ্ছেন সেরকম একজন পাঠক জাজাকাল্লাহ।
সব কুইক কমেন্টস আপনাকে হাদিয়া দিলাম।
মন্তব্য করতে লগইন করুন