একজন নবীন ডাক্তারের দায় স্বীকার!
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৪ মে, ২০১৪, ০৮:১৮:৫৭ রাত
আপুর প্রচণ্ড ঝাড়ি খেয়ে ঘুম ভাংলো।
তোকে ব্রাদার ডাকলে কেমন লাগবে বলতো? আদর করে বলল না একদম বাঁজখাই গলায়। এতে আমার মত ঘুমকাতুর ছেলেরও ঘুম হাওয়ার ফানুস হয়ে গেল।
ইন্টার্ন আপুর ভয়াবহ ঝাড়ি। মনে করার চেষ্টা করছি কি ঘটল। স্বপ্ন নাকি বাস্তব? আবছা আবছা মনে পড়ল।
বন্ধু কল দিয়ে বলল দোস্ত একটু হাসপাতালে আয় আমার বন্ধু এখানে ভর্তি হইছে প্রচন্ড পেটব্যথা। তখন কাঁচা ঘুম।
বললাম দোস্ত আমি ঘন্টাখানেক পরে যাচ্ছি।
আচ্ছা তাহলে আমার সামনে একজন সিস্টার আছে তাকে একটু বলে দিলে তাড়াতাড়ি হত।
ঘুমে কিছুই বুঝছিলাম না। কষ্ট করে বললাম সিস্টার একটু দেখেন তো।
আর সেই ঝাড়ি।
একজন গ্রামের লোক আমাদের মত শিক্ষিত নয় তারা অনেকক্ষেত্রেই সহজ সরল মানুষ। তারা জানে এখন চাচা ফুফাকে আংকেল বলা হয় কিংবা খালা ফুফু কে আন্টি তো তারা যদি বোন মনে করে সিস্টার বলে তবে মন খারাপ করার কিছু নেই। আর যেহেতু হাসপাতালে একটা সিস্টার সম্প্রদায় আছে তাই আপনার খারাপ লাগছে হুম খারাপ লাগা স্বাভাবিক প্লিজ একবার হাসিমুখে বলুন ভাই বা চাচা আমাকে সিস্টার না ডেকে আপু কিংবা ম্যাডাম ডাকুন আমার বিশ্বাস তারা ডাকবে এখানে কেউ আপনাকে ইরররিটেট করতে আসে নি চিকিৎসা নিতে এসেছে অসহায় অবস্থায় প্লিজ চিন্তা করুন রোগী আপনার রক্তের আত্মীয় আপনি প্রথমেই ঝাড়ি দিয়ে তার অসহায়ত্ব কে আরো বাড়িয়ে দিলে তার কতটা খারাপ লাগবে একবার ভাবুন। অহংকারী না হয়ে রোগীকে ভাই বা বোন ভাবুন। একসময় এরাই আপনাদের সেবার আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিবে।
আল্লাহ আমাকে যাবতীয় অহংকার থেকে রক্ষা কর।
বিষয়: বিবিধ
১৩৫৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বীকার করার জন্য আপনাকে ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন