বাবা কি বলব তোমায়?

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৬ জুন, ২০১৪, ০৯:৫২:১৯ রাত

আমি ছোটবেলায় সাইকেলে চড়তে খুব ভালোবাসতাম। একজন পাগল লোক আমাকে একদিন এ ৩০ কিলোমিটার সাইকেলের সামনে বসিয়ে শহর ভ্রমণ করিয়েছিল। আমার বাবা।

আমি যখন এডমিশনের সময় লেখাপড়া নিয়ে জীবনে প্রথম হতাশা বোধ করছিলাম। প্রথম এডমিশন পরীক্ষা মেডিকেল এডমিশনের আগমুহুর্তে একজন ব্যক্তি আমার টেনশন ০ তে নিয়ে এসেছিল ।

কিভাবে জানে কনভারসেশন টা শুনুন

আমি মেডিকেল এ চান্স পাব না।

সমস্যা নাই রংপুরে নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে তাতে তো চান্স পাবি?

মেডিকেল কোচিং করে ভার্সিটি! নো ওয়ে।

আমাদের জাতীয় ভার্সিটি কারমাইকেলের সুখ্যাতি দেশ জোড়া সেখানে নিশ্চিত চান্স পাবি।

এইবার আমার মুখে হাসি জাতীয় ভার্সিটি তে চান্স না পাইলে লেখাপড়ার কি দরকার? ওখানে চান্স নিশ্চিত।

হাসি হাসি মুখে এক্সাম হলে গেলাম। জীবনে একটা এডমিশন পরীক্ষা দিয়েছি সেটাই সফল।

মেডিকেল এ প্রথম প্রফ বাবাকে কল দিলাম রাত ১২ টায়। আর পারছি না শেষ করতে। পড়ালেখা বাদ। দুপুর একটার সময় পরীক্ষা দিয়ে এসে পরীক্ষা ভালো হওয়ার খবর বাবাকে দেওয়ার জন্য কল দিলাম। কল ধরে না। মন খারাপ করে আছি। মাকে কল দিলাম। যা বলল তার সারমর্ম হচ্ছে বাবা রাত ১২ টায় আমার সাথে কথা বলার পর আর ঘুমায় নি যায়নামাজে সারা রাত নামাজ পড়েছে আর এখন ঘুমোচ্ছে! আনন্দে কেন জানি চোখে পানি চলে এসেছিল।

অখ্যাত এক মাদ্রাসার নিরহংকারী এক জুনিয়র শিক্ষক কোথা পায় এত্ত ভালোবাসা। জানি না। তবে জানি অনেক ভালোবাসি তোমায় বাবা অনেক অনেক অনেক।

বিষয়: বিবিধ

১৬৬৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235599
১৬ জুন ২০১৪ রাত ১০:২৬
হতভাগা লিখেছেন : ''বাবা কি বলব তোমায়? ''

০ কি বলবেন বাবাকে ?

বলবেন ,'' বাবা যতই চেষ্টা করো না কেন তোমার কপালে স্বর্ণ/রৌপ্য/ব্রোন্জ - কোনটিই নেই । এসবের পর যদি পিতল বা তামা কিছু উচ্ছিষ্ট থাকে তাহলে পেলেও পেত পার ।''
235607
১৬ জুন ২০১৪ রাত ১১:০৬
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File