১০০ ভাগ স্মার্ট আপু!
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৩ মে, ২০১৪, ০৩:৪৭:৩১ দুপুর
কলেজের এক বন্ধু। খুব ভাব নিয়ে চলে। বললাম
দোস্ত এত ভাব নিস ক্যাঁন? আমার খুব ইচ্ছে তোর সাথে দেখা হলে তুই একদিনের জন্য আগে আমার সাথে কথা বলবি।
সংক্ষেপে বলল
আর যাই বলিস ভাব কিন্তু স্মার্টনেসের একটা অংশ!
একটা গল্প মনে পড়ল। বলি বলি করেও বন্ধুকে বলা হলো না। ওকে কষ্ট দিতে একদম ভালো লাগে না। তবে আপনাদের বলি। ভাগ্য ভালো ও ব্লগিং বা ফেসবুকিং করে না এটা নাকি গেঁয়ো! ও টুইট করে টুইটারে আর ভাব মাইকেল জ্যাকসনও আমার ফলোয়ার ছিল আহা বেচারা মারা গেল! এ যে কোন জ্যাকসন আল্লাহ জানে? গল্পটা হলো রূপকথার।
তিন বন্ধু খুবই আনস্মার্ট তারা আলাউদ্দিনের চেরাগ পেল।
প্রথম বন্ধু চেরাগ ঘষে দৈত্য আনল।
কি চান আদেশ করুন?
আমাকে ২৫ ভাগ স্মার্ট করে দিন।
বন্ধুটি বাঁকা হয়ে চলত সোজা হয়ে গেল। সিনা টান টান। ফ্রেশ মুখায়ব। পরিপাটি কাপড় চোপড়। স্মার্ট স্মার্ট লাগছিল তাকে।
দ্বিতীয় বন্ধু দৈত্য এনে বলল আমাকে ৫০ ভাগ স্মার্ট বানিয়ে দিন। দৈত্য তাকে প্রথম জনের চেয়ে আরো বেশি স্মার্ট বানিয়ে দিল। সে তো আনন্দে আত্মহারা।
তৃতীয় বন্ধু দৈত্যকে বলল ১০০ ভাগ স্মার্ট বানিয়ে দিন। দৈত্য তাকে মেয়ে বানিয়ে দিল।
মেয়েরা ছাড়া কেউ ১০০ ভাগ স্মার্ট না!
বন্ধুটির সাথে দেখা হলে তাই বলবেন কেমন আছেন আপু? সে ১০০ ভাগ স্মার্ট হওয়ার তালে আছে তো তাই এ শাস্তি। (আমার কথা বলিয়েন না আবার! )
বিষয়: বিবিধ
১৫৬৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে জুনিয়র একজন বলেছিল তরিকুল ভাই ডাক্তার হওয়ার পর যা স্মার্ট হইছে না?
জিগাই নাই ১০০ ভাগ নাকি? স্যরি
চুরি করেছেন কেন মানিব্যাগটা?
১ম বন্ধুঃ আমি ২৫% পুরুষ কারন, ঘরের সব কাজ করতে হয়
২য় বন্ধুঃ আমি ৫০% পুরুষ কারন, ঘরে আমার কাজ আমি করি তার টা সে করে
৩য় বন্ধুঃ আমি ১০০% পুরুষ কারন, এখনও অবিবাহিত
এবার আপুদের বলেন, আপনি কত %। ২৫ না ১০০ (%)
মন্তব্য করতে লগইন করুন