১০০ ভাগ স্মার্ট আপু!

লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৩ মে, ২০১৪, ০৩:৪৭:৩১ দুপুর

কলেজের এক বন্ধু। খুব ভাব নিয়ে চলে। বললাম

দোস্ত এত ভাব নিস ক্যাঁন? আমার খুব ইচ্ছে তোর সাথে দেখা হলে তুই একদিনের জন্য আগে আমার সাথে কথা বলবি।

সংক্ষেপে বলল

আর যাই বলিস ভাব কিন্তু স্মার্টনেসের একটা অংশ!

একটা গল্প মনে পড়ল। বলি বলি করেও বন্ধুকে বলা হলো না। ওকে কষ্ট দিতে একদম ভালো লাগে না। তবে আপনাদের বলি। ভাগ্য ভালো ও ব্লগিং বা ফেসবুকিং করে না এটা নাকি গেঁয়ো! ও টুইট করে টুইটারে আর ভাব মাইকেল জ্যাকসনও আমার ফলোয়ার ছিল আহা বেচারা মারা গেল! এ যে কোন জ্যাকসন আল্লাহ জানে? গল্পটা হলো রূপকথার।

তিন বন্ধু খুবই আনস্মার্ট তারা আলাউদ্দিনের চেরাগ পেল।

প্রথম বন্ধু চেরাগ ঘষে দৈত্য আনল।

কি চান আদেশ করুন?

আমাকে ২৫ ভাগ স্মার্ট করে দিন।

বন্ধুটি বাঁকা হয়ে চলত সোজা হয়ে গেল। সিনা টান টান। ফ্রেশ মুখায়ব। পরিপাটি কাপড় চোপড়। স্মার্ট স্মার্ট লাগছিল তাকে।

দ্বিতীয় বন্ধু দৈত্য এনে বলল আমাকে ৫০ ভাগ স্মার্ট বানিয়ে দিন। দৈত্য তাকে প্রথম জনের চেয়ে আরো বেশি স্মার্ট বানিয়ে দিল। সে তো আনন্দে আত্মহারা।

তৃতীয় বন্ধু দৈত্যকে বলল ১০০ ভাগ স্মার্ট বানিয়ে দিন। দৈত্য তাকে মেয়ে বানিয়ে দিল।

মেয়েরা ছাড়া কেউ ১০০ ভাগ স্মার্ট না!

বন্ধুটির সাথে দেখা হলে তাই বলবেন কেমন আছেন আপু? সে ১০০ ভাগ স্মার্ট হওয়ার তালে আছে তো তাই এ শাস্তি। (আমার কথা বলিয়েন না আবার! )

বিষয়: বিবিধ

১৫৬৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

221043
১৩ মে ২০১৪ দুপুর ০৩:৫১
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor চরম চরম। এখন থেকে তাহলে তাই বলতে হবে। তা ডা. সাব আপনি কোনটার ভিতর পড়েন? আপনাকে তো আবার আপু বলে ডাকতে হবে না? Big Grin Big Grin
১৩ মে ২০১৪ বিকাল ০৪:০০
168565
ডাঃ নোমান লিখেছেন : আমি সর্বোচ্চ ২৫ ভাগ হতে পারি! কমও হতে পারে।
221047
১৩ মে ২০১৪ বিকাল ০৪:০২
মেঘ ভাঙা রোদ লিখেছেন : তাহলে এখন থেকে স্মার্টদের দেখলেই বলতে হবে আপু ভালো আছেন । হাহাহাহাহা Big Grin Big Grin
১৩ মে ২০১৪ বিকাল ০৪:১৪
168568
ডাঃ নোমান লিখেছেন : সব স্মার্টকে না বলে ওভার স্মার্টদের বলুন।
221048
১৩ মে ২০১৪ বিকাল ০৪:০৪
আহ জীবন লিখেছেন : একেবারে আনকমন নতুন সংজ্ঞা।
১৩ মে ২০১৪ বিকাল ০৪:১৫
168569
ডাঃ নোমান লিখেছেন : হুম। লিংগান্তর এক্বেবারে।
221052
১৩ মে ২০১৪ বিকাল ০৪:০৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১৩ মে ২০১৪ বিকাল ০৪:১৬
168570
ডাঃ নোমান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
221066
১৩ মে ২০১৪ বিকাল ০৪:৩১
তরিকুল হাসান লিখেছেন : এত সুন্দর একটা পোস্ট যে দেয়, সেতো ১০০%স্মার্ট ।
১৩ মে ২০১৪ বিকাল ০৪:৪২
168579
ডাঃ নোমান লিখেছেন : না ভাই। সত্যি বলছি আমি লেস দ্যান ২৫!
তবে জুনিয়র একজন বলেছিল তরিকুল ভাই ডাক্তার হওয়ার পর যা স্মার্ট হইছে না?
জিগাই নাই ১০০ ভাগ নাকি? স্যরি
221126
১৩ মে ২০১৪ রাত ০৮:৫২
ছিঁচকে চোর লিখেছেন : Big Grin Big Grin Big Grin Big Grin খাইছে আমার হয়েছে কোনটা জানে না এই মনটা
১৩ মে ২০১৪ রাত ০৯:৫৩
168656
ডাঃ নোমান লিখেছেন :
চুরি করেছেন কেন মানিব্যাগটা?
221180
১৩ মে ২০১৪ রাত ১০:৫৫
ভিশু লিখেছেন : আমাদের এখানকার আপুরা তো তাহলে ১৫০-২০০% স্মার্ট!
Rolling Eyes Sad
১৩ মে ২০১৪ রাত ১১:১৪
168684
ডাঃ নোমান লিখেছেন : তাইলে তো চিন্তার বিষয়।
221295
১৪ মে ২০১৪ সকাল ০৮:২৭
রেহনুমা বিনত আনিস লিখেছেন : স্মার্টনেস মনে হয় পোশাক, আচরন বা দেহের ঋজুতার চাইতে মস্তিষ্কের ক্রিয়ার দ্রুততার সাথে বেশি সংশ্লিষ্ট।
১৪ মে ২০১৪ সকাল ১০:৩৪
168819
ডাঃ নোমান লিখেছেন : অবশ্যই আপু। তবে এটা একটা স্যাটায়ার টাইপ লেখা তো তাই এভাবে এসেছে।
১৪ মে ২০১৪ সকাল ১০:৩৪
168820
ডাঃ নোমান লিখেছেন : অবশ্যই আপু। তবে এটা একটা স্যাটায়ার টাইপ লেখা তো তাই এভাবে এসেছে।
221573
১৪ মে ২০১৪ রাত ০৯:২৫
বৃত্তের বাইরে লিখেছেন : তিন বন্ধুর কথোপকথন ঃ

১ম বন্ধুঃ আমি ২৫% পুরুষ কারন, ঘরের সব কাজ করতে হয় Whew!

২য় বন্ধুঃ আমি ৫০% পুরুষ কারন, ঘরে আমার কাজ আমি করি তার টা সে করে Sad

৩য় বন্ধুঃ আমি ১০০% পুরুষ কারন, এখনও অবিবাহিত Happy

এবার আপুদের বলেন, আপনি কত %। ২৫ না ১০০ (%) Angel Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File