আলহামদুলিল্লাহ
লিখেছেন লিখেছেন ডাঃ নোমান ১৭ মে, ২০১৪, ১১:৫২:০৫ রাত
আমরা চার ভাই বোন। আমি সবার বড়। দ্বিতীয় বোনটা জন্মের পর থেকে খুবই দুর্বল ছিল। তৃতীয় বোন যখন হাঁটে তখনও ও হাঁটতে পারত না। সবাই খুব চিন্তিত ছিলাম। প্রথম দিন যখন ও এক পা বাড়ায় সংগে সংগে বাড়িতে আনন্দের বন্যা বয়ে গিয়েছিল। বড়মা বলে মা এদিকে আয় তো বাবা জ্যাঠা বলত মা এই দিকে আয়। আমি আর মা বসে বসে দেখতাম। আর বোনটা কি বুঝত জানি না আমার আর মায়ের দিকে তাকিয়ে হাসত। নীরব অর্থ যেন এই আদর পাওয়ার জন্যই তো এতদিন হাঁটি নি। সেই বোনটা আজ গোল্ডেন এ প্লাস পেয়েছে। এইট এ বৃত্তি পেয়েছিল। আমি নিজেও এইট এ বৃত্তি পাই নি। আজ সত্যি আকাশে উড়তে ইচ্ছা করতেছে। আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে সাফল্য দান করুক।
বিষয়: বিবিধ
১৩৮৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলেই আপনার আজকে আকাশে উড়ার দিন।
মন্তব্য করতে লগইন করুন