নিজের সম্মান নিজেকেই রাখতে হয়
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১৬ জুন, ২০১৪, ০৯:৫০:৩১ রাত
সাকিবের বউ শিশিরকে বখাটেরা টিজ করেছে- মানছি খুব খারাপ কাজ করেছে। সাকিব তাদেরকে মারধোর করেছে তাতেও আমার কোন আপত্তি নেই। সে তার দায়িত্ব পালন করেছে। কিন্তু দায়িত্ব কি এখানেই শেষ? দোষটা কি শুধু ঐ বখাটেদের? শিশির কি একেবারে ধোয়া তুলসি পাতা? সে কি বখাটেদেরকে টিজ করতে প্ররোচিত করেনি? আরো তো ক্রিকেটার আছে, তাদেরও তো বউ আছে- কই অন্য কাউকে তো এভাবে টিজ করা হয় না। নিশ্চিতভাবেই বলা যায়- শিশিরের উগ্র বেশভুষা, পশ্চিমা সংস্কৃতি অনুসরন করা দেখেই বখাটেরা তাকে টিজ করতে সাহস পেয়েছে- আগ্রহী হয়েছে। সে যদি ন্যুনতম শালীনতা বজায় রেখে চলতো তাহলে তাকে কেউ টিজ করতো না উল্টো তার কাছ থেকে অটোগ্রাফ নেয়ার জন্য সবাই লাইন দিতো... হাজার হোক সে সাকিবের বউ- আর সাকিবকে এদেশের কোন মানুষটা না পছন্দ করে?
নিজের সম্মান নিজেকেই রক্ষা করতে হয়- এটা যে না বুঝবে তাকে এভাবেই সব জায়গায় অপামানিত হতে হবে।
ফেসুবুকে আমি- ক্লিক করুন এখানে
বিষয়: বিবিধ
১৬৬৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এসব বখাটেরা বছর খানেক আগে ধানমন্ডির এক রেস্তোরায় অনন্ত জলিল ও বর্ষাকে টিজ করেছিল । ২০১১ এ ওয়েস্ট ইন্ডিজের বাসে ঢিল মেরেছিল ।
সন্মান তো ড. ইউনূসেরও ছিল । তাতেও কি সে নিজেকে পেরেছে মানুষজনের অসন্মান করা হতে রক্ষা করতে ?
যে দেশে গুনীর কদর হয় না সে দেশে গুনী জন্মায় না ।
যে সাকিব ড. ইউনূসের সাথে সেরা ১০ ইন্স্পিরেশনাল পারসনে ছিলেন সেই তাদেরকে আমরা কি অপমানটাই না করছি !
জাতি হিসেবে আমরা আসলে কেমন তা এই দুটো ঘটনাই বলে দেবে ।
আপনি , আমি আমরা সবাই এই ব্লগের ব্লগার । কথার ও মতের অমিল হলে একজন আরেকজনকে যতটুকু লিমিট রাখা যায় ক্রিটিসাইজ করি ।
এখন এসব যদি লিমিট ছাড়িয়ে ব্লগারদের আপনজনকে নিয়ে শুরু হয় তখন কি কারও ভাল লাগবে ?
মন্তব্য করতে লগইন করুন