বাবা আমার বাবা
লিখেছেন লিখেছেন কুশপুতুল ০৭ এপ্রিল, ২০১৪, ০৫:০৬:০৪ বিকাল
বাবা আমার মাথার ওপর, মস্ত বড়ো ছায়া,
আমার জন্য বাবার বুকের, সবটুকুই মায়া।
আমি কোথায় কী করেছি কিম্বা কোথায় গেলাম,
রেখে দেয়া গোপন করে, খাবারটি কি খেলাম।
একটুখানি অসুখ হলে, একটু দিলে কাশি,
ওষুধ-পথ্য চলে আসে, বাসায় রাশি রাশি।
হাঁটা-চলায়-শোয়া-বসায়, কোথায় ক্যামন আছি,
দূরে থেকেও রাখেন খবর, থাকেন কাছাকাছি।
আমার বাবা সেরা বাবা, এটাই আমি জানি,
বিশ্বজুড়ে ছড়িয়ে আছে, বাবার ছায়া খানি!
বিষয়: Contest_father
১৩২৮ বার পঠিত, ৫৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি কেনো যে খুজে পাইনা এমন সুন্দর সুন্দর ফুলগুলি।
আপনাকে শুভেচ্ছা জানাই।
হি: হি:
ধন্যবাদ আপনাকে।
ভালো লাগলো!!
অনেক ধন্যবাদ
চমৎকার !
জাযাকাল্লাহ খায়ের
পৃথিবীতে বাবার মত
আর আছে কে-বা!
মন্তব্য করতে লগইন করুন