প্রসঙ্গ গণজাগরণ মঞ্চ এর উত্থান ও পতন, জাফর স্যার আপনারা কোথায়?
লিখেছেন লিখেছেন জিনান মামনি ০৭ এপ্রিল, ২০১৪, ০৫:১৩:৪৯ বিকাল
তখন সরকারের পতন ঘটাতে বিরোধী জোটের সহিংস আন্দোলন এবং জামায়াত তাদের নেতাদের যুদ্ধাপরাধ অপরাধ থেকে বাঁচার জন্য মরণ কামড় দেয়ার অপেক্ষায়। যায় কই সরকার? ঢাল হিসেবে ব্যবহার করা হলো ইমরানদের গণজাগরন মঞ্চকে। ফুলিয়ে ফাপিয়ে ক্যামেরা মুল রাস্তা আটকিয়ে বিশ্ববাসীর সামনে একটি জাগরন হিসেবে তুলে ধরা হলো। বলা হলো তারাই সরকার। তারা দাবি তুললো আর আইন পাশ হয়ে গেল। এই ছিল অবস্থা।
সেদিন আমি গণজাগরনের বিপক্ষে কথা বলেছিলাম প্রতিবাদ করেছিলাম এটি সরকারের স্বার্থ উদ্ধারের অস্ত্র। ছাগু রাজাকার আরো অনেক উপাধী সেদিন পেয়েছিলাম ফ্রি’তে। আজকে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ডা. পিনাকী ভট্টাচার্য ও ইমরানরা পেদানি খায়। তাদের সমাবেশ করতে আজকে অনুমতি লাগে তখন পুলিশ র্যা ব চিতা সোয়াতরা ইমরানদের বিরানী সমেত প্রটেকশন দিত। রাজিব মারা যাবার পর ব্লগারদের গান ম্যানও দেয়া হয়েছিল। কিন্তু এখন? এখন তাদের গানের বাট দিয়ে পাছা লাল করে দেয়া হচ্ছে। এ দৃশ্য দেখে কতক মানুষ মুখ চেপে হাসে।
গণজাগরন মঞ্চে তখন কিছু সাদা পাকা চুল ও গোফ ওয়ালা মানুষকে দেখা যেত। খুব লাফাতো ছোকরা ছেলে মেয়েদের সাথে। এদের পরিচয় এরা সুশীল সমাজ। এরা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ‘ধারক ও বাহক।’ এরা শ্লোগানে নেতৃত্ব দিয়েছেন। বলেছেন, ক-তে…তুই রাজাকার। তাদেরকে বলা হয়েছিল তরুনদের পাশে আপনারা কেন? তারা বলেছিল তারা নাকি ইমরান, লাকি ও আসিফ মহিউদ্দিনদের অভিভাবক।
আজকে ইমরানরা পেদানি খায় সেই সুশীল অভিভাবকরা তাদের সন্তানদের পানে ফিরেও তাকায় না!! নাম কয় খান বলি সেই পিতাদের, আমাদের বাচ্চু ভাই, জাফর স্যার প্রমুখরা আজকে কোথায়? দুধের মাছির মতো তখন সন্তানদের পাশে ছিলেন, আর এখন তাদের দুঃসময়ে পালিয়েছেন?
গণজাগরন মঞ্চের ছেলে-মেয়েদের বিএনপি আগেই বলেছে বেয়াদব। জামায়াত হেফাজত বলেছে নাস্তিক। এখন মুক্তিযুদ্ধের চেতনাধারীরা বলছে, চোর। এই তরুণরা এখন কোথায় গিয়ে দাঁড়াবে?
Collected
বিষয়: বিবিধ
১৫১২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তোমাদের কারণে ৬মে তে অগণিত নিরীহ আলেম খুন হল। তোমরা কি মনে কর তার ফল পাবে না?
প্রকৃত পক্ষে তোমরা তোমাদের কৃত কর্মের ফল ভোগ করবেই। যা ইতিমধ্যে পেতে শুরু করেছ...
তোমাদের কারণে ৬মে তে অগণিত নিরীহ আলেম খুন হল। তোমরা কি মনে কর তার ফল পাবে না?
প্রকৃত পক্ষে তোমরা তোমাদের কৃত কর্মের ফল ভোগ করবেই। যা ইতিমধ্যে পেতে শুরু করেছ...
মন্তব্য করতে লগইন করুন