আপনি কোথায় আছেন?**

লিখেছেন লিখেছেন জিনান মামনি ২২ জুলাই, ২০১৪, ১২:৫৪:৫৪ দুপুর

✦দুইজন লোক মারামারি করছে এবং তৃতীয় একজন এসে তাদের দেখে চলে গেলো ...(আপনি বাংলাদেশের কোথাও নেই)

✦দুইজন লোক মারামারি করছে, কেউ কারো সাথে কুলিয়ে উঠতে না পেরে মোবাইল ফোন বের করে বন্ধুদের আসতে বলছে, কিছুক্ষণ পর দেখা গেলো ৫০ জন মারামারি করছে ...(আপনি চট্টগ্রামে আছেন)

✦দুইজন লোক মারামারি করছে এবং তৃতীয় আরেক জন এসে তাদের থামাতে চেষ্টা করলো। ওই দুইজন তখন এক জোট হয়ে তৃতীয় জনকে উত্তম মধ্যম দিলো ...(আপনি বরিশালে আছেন)

✦দুইজন লোক মারামারি করছে তৃতীয় আরেক জন এসে ঐখানে দুই জন এর মাজার খুলে বসলো ...(আপনি সিলেটে আছেন)

✦দুইজন লোক মারামারি করছে এবং একদল লোক জড়ো হয়ে দেখছে। হঠাৎ একজন একটি চায়ের দোকান খুলে বসলো... (আপনি নোয়াখালীতে আছেন)

✦দুইজন লোক মারামারি করছে এবং কয়েক জন এসে তর্কাতর্কি শুরু করলো কে সঠিক ... (আপনি খুলনায় আছেন)

✦দুইজন লোক হাতে পিস্তল, রিভলভার নিয়ে একে অপরকে মারবে মারবে করছে কিন্তু আগাচ্ছে না!...(আপনি ঢাকার আছেন)

✦দুইজন লোক মারামারি করছে, আর আশেপাশে মিডিয়ার লোক ক্যামেরা হাতে উঁকিজুকি দিয়ে বুঝার চেষ্টা করছে কোন জন মুসলমান! (আপনি অত্র মহাদেশে নেই...পশ্চিমের দিকে আছেন)

বিষয়: বিবিধ

১৩৭৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247114
২২ জুলাই ২০১৪ দুপুর ০১:১৬
আবু জান্নাত লিখেছেন : কতটুকু সত্য জানি না তবে ভাল লাগলো।
247140
২২ জুলাই ২০১৪ দুপুর ০২:৪৯
জীবন রাহমান লিখেছেন : নিজের যা অভিজ্ঞতা তাতে সঠিক বলেই মনে হয়...... ভালো লাগলো
247147
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:০১
নিউরনের অনুরনণ লিখেছেন : নাইচচচচচচচচচচচ হৈচে
247160
২২ জুলাই ২০১৪ দুপুর ০৩:২৭
হতভাগা লিখেছেন : একজন লোককে ৭-৮ জন লোক কোপাচ্ছে আর ৩০ জন মিডিয়া কর্মী তার ফটো শুট করছে - আপনি বাংলাদেশেই আছেন ।
247190
২২ জুলাই ২০১৪ বিকাল ০৪:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঠিক কথা!!!১০০%!!
চট্টগ্রামের নিতি হচ্ছে "হাত থাকতে মুখে কি? মার বদিআলম!"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File