- কি হবে এই মায়াকান্না করে...?
লিখেছেন লিখেছেন দিশারি ২২ জুলাই, ২০১৪, ০১:২৫:৫৮ দুপুর
- যারা আজ অসহায় ফিলিস্তিনিদের ঝলসানো ও ভগ্ন লাশগুলো দেখে চোখের পানি ফেলছেন, তাদের অবশ্যই জানা উচিত...
- "ফিলিস্তিনিদের ভূমিতে দখলদারিত্বের একেকটি ইট যখন প্রতিদিন বসানো হয়, বিশ্বের প্রতিটি চোখের সামনেই তখন একেকটি যুদ্ধাপরাধ সংঘটিত হয়। এই চোখগুলোই গত ৬৭ বছর ধরে আধুনিক মানব ইতিহাসের জঘন্যতম এবং মর্মান্তিক দখলদারিত্বটি নীরবে দেখে আসছে।"
এবার বলুন,
- কি জবাব দেবেন এই চোখ জোড়ার? আর কি বা মূল্য আছে এই মায়া কান্নার?
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন