- হ্যাঁ! এটি একটি গল্পই, তবে ভাবার আছে অনেক কিছুই...
লিখেছেন লিখেছেন দিশারি ০৪ আগস্ট, ২০১৪, ০৪:১১:৪৬ বিকাল
- একদিন ৮০ বছর বয়সী এক বৃদ্ধ পিতা ও তার পুত্র
তাদের বাগানের একটা বেঞ্চে বসেছিল ।
হঠাৎ একটি কাঁক সেই বেঞ্চের পাশে এসে বসলো।
পিতা তার পুত্রকে জিজ্ঞেস করলেন -
"এটা কি ?"
পুত্র বলল - "এটি একটি কাঁক ।"
- কয়েক মিনিট পর, পিতা আবার জিজ্ঞেস করলেন - "এটা কি ?
পুত্র বলল - "আমি তো তোমাকে এইমাত্র বললাম যে,
"এটি একটি কাঁক।"
- একটু পর আবার পিতা জিজ্ঞেস করলেন- "এটা কি ?" এবার পুত্র অনেকটা বিরক্ত হয়েই কর্কশ গলায় বলল - "এটি একটি কাঁক,এটি একটি কাঁক।"
- এবার পিতা ৪র্থ বারের মত জিজ্ঞেস করলেন- "এটা কি ?"
এবার পুত্র প্রচণ্ড রেগে গেল, সে চিৎকার করে পিতাকে ধমক দিয়ে বলল - "তুমি কেন বার বার
আমাকে এই একটি কথা জিজ্ঞেস করছো? আমি তো তোমাকে বহুবার বললাম- এটি একটি কাঁক,এটি একটি কাঁক। চোখ নেই তোমার? বুঝতে পার না ?"
- বৃদ্ধ পিতা কোন কথা না বলে তিনি হেঁটে হেঁটে চলে গেলেন।
একটু পর তিনি আবার ফিরে এলেন সাথে একটা ডায়েরি
নিয়ে। তিনি তার পুত্রকে বললেন- "বাবা এটা পড়,একটু মনোযোগ দিয়ে পড়বে... ।"
- তার পুত্র ডায়েরি খুলে পড়তে লাগলো- "আজ আমি আমার ৩ বছর বয়সী ছেলের সাথে বাগানের বেঞ্চিতে বসেছিলাম । হটাৎ একটা কাঁক পাশে এসে বসলো । আমার ছেলে আমাকে জিজ্ঞেস করল "বাবা এটা কি?"
- আমি উত্তর দিলাম "এটি একটি কাঁক।"
সে আবারও আমাকে জিজ্ঞেস করলো- "বাবা এটা কি?"
- আমি তাকে এবারও উত্তর দিলাম-"বাবা,এটি একটি কাঁক।"
এভাবে প্রায় ২৩ বার আমার ছেলে আমাকে এই একটি প্রশ্ন করেছে-"বাবা এটা কি?"
- আর আমি প্রতিবারই তাকে উত্তর দিয়েছি-" এটি একটি কাঁক।"
প্রতিটি বার উত্তর দেবার সময় আমার ছেলেকে আমি গভীর ভালবাসায় জড়িয়ে ধরেছিলাম...।
-" আমার পুত্র যখন আমাকে একই প্রশ্ন ২৩ বার জিজ্ঞেস
করেছে আমি কিন্তু তখন একটুও বিরক্তবোধ দেখাইনি আমার নিস্পাপ ছেলেটার প্রতি ।"
- পড়তে পড়তে পুত্রের চোখের কোনে জল জমতে শুরু করল...।। ডায়েরিটা বন্ধ করে গভীর ভালবাসায় সে তার
পিতাকে জড়িয়ে ধরল । আর ধরা গলায় বলল -
"সরি আব্বু, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও আব্বু...।"
- অনেক সময়ই আমরা আমাদের বাবা - মায়ের
সাথে খারাপ ব্যাবহার করি, উচু গলায়
কথা বলি । কখনো কি আমরা ভেবে দেখেছি...?
- কি পরিমান ভালবাসা দিয়ে তারা আমাদের বড় করেছেন ? - পৃথিবীর কোন কিছু দিয়ে কি তাদের এই ঋণ শোধ করা সম্ভব ?
বিষয়: বিবিধ
১৫২৬ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিক্ষনীয় গল্প।
শিক্ষা নিতে পারলে............
ভালো লাগলো ধন্যবাদ।
তবে সমস্যা হল- আমরা শিক্ষণীয় ঘটনাগুলো শুধু পড়তেই জানি, মানার ক্ষেত্রে কিন্তু উল্টোটাই মানি।। আফসোস কেবল এখানেই...
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ।
সেই সাথে আমাদেরকেও বুঝা দরকার যে, মানুষ যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে তখন তাদেরও স্মৃতিশক্তি অনেক কমে যায় আর বোধশক্তিও কমে যায় অনেকখানি। আর তাই তাদের সাথেও রাগ দেখানো উচিত নয়। কোরআনেও কিন্তু তাই বলা হয়েছে...
মন্তব্য করতে লগইন করুন