একটি মানবিক আবেদন,সকলের সহযোগীতা কাম্য!
লিখেছেন লিখেছেন কাজি সাকিব ০৪ আগস্ট, ২০১৪, ০৩:৫৪:১১ দুপুর
বাসের কন্ডাকটরকে ভাড়া দিতে গিয়ে হাত থেকে ৫০টাকা বাতাসে উড়ে চলে গেল,ইশশশ!
ধোয়া কাপড় রোদে শুকোতে গিয়ে দেখলেন পকেটে ১০০ টাকার একটা নোট ছিল কিন্তু ওয়াশিং মেশিনের ঘূর্ণীতে তা ব্যবহার অযোগ্য হয়ে গিয়েছে,ইশশশ!
দুই বন্ধু দুষ্টুমী করতে গিয়ে ১০০ টাকার একটি নোট টানাটানির ফলে দুই ভাগ,ইশশশ! উপরের ঐ সকল ঘটনা আমাদের জীবণে হরহামেশাই ঘটে চলেছে সাধারণত যার সর্বোচ্চ পরিণতি একটি ইশশশশ!
কিন্তু জানেন কি আপনার ঐ ১০,২০,৫০ কিংবা ১০০ টাকার বদৌলতেই বদলে যেতে পারে একটি জীবণ,বেঁচে যেতে পারে একটি স্বপ্ন!
হ্যাঁ তাই বলছিলাম মুন্সীগঞ্জের এতিম অসহায় একজন নারীর কথা যিনি সামর্থ্যের অভাবে আর আমাদের ঐ দু-চার-পাঁচশ টাকা সামর্থ্য থাকা সত্ত্বেও না দেয়ার কারণে মৃত্যুর প্রহর গুনছে! বাবা হারানো অসহায় এতিম নারী লাইলী । ব্ল্যাড ক্যান্সারে আক্রান্ত হয়ে কাতরাচ্ছে দিনভর । শরীরের রক্ত জমাট বেধে চাকা হয়ে যাচ্ছে ।
লাইলীর সর্বশেষ মেডিকেল রিপোর্ট, লিউকোমিয়া এখন মারাত্মক পর্যায়ে!
লাইলী'কে বাচাঁতে দরকার প্রচুঁর টাকা । আপনাদের যার যা সাধ্য তাই দিয়ে সাহায্য করতে পারেন লাইলী'কে ।
যে কোন মোবাইল থেকে 'বিকাশ' এ টাকা পাঠাতে পারবেন, এই নাম্বারেঃ 01677492393
(Personall A/C)
লাইলীর সাথে দেখা করে সরাসরি টাকা দিতে চাইলে এবং তার সাথে ফোনে কথা বলতে চাইলে ও আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে যোগ দিন এই ইভেন্টেঃ
https://www.facebook.com/events/1439779922945828/?ref=7
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যান মন্ত্রনালয়ের ওয়েজ অনারস তহবিল থেকে গত ১৬ই জুন মুন্সীগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত পরিচালক জনাব আলতাফ হোসেন, অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপ এর নির্বাহী পরিচালক জনাব ওমার ফারুক চৌধুরীর কাছ থেকে প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল কিছু টাকার চেক বুঝে নিচ্ছেন লাইলী ও তার স্বজনেরা!
এখন প্রয়োজন আমাদের শেষ একটি চেষ্টার! মানুষ যে এখনো মানুষের জন্যোই তা আরেকবার প্রমাণ করার,এগিয়ে আসুন সকলে!
বিষয়: বিবিধ
১৯৫৩ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন