সরকারীদল এবং বিরোধীদলের হরতালের পার্থক্য!
লিখেছেন লিখেছেন কাজি সাকিব ৩১ আগস্ট, ২০১৪, ০১:২৪:০৭ দুপুর
বিরোধীদল হরতালের ডাক দিলে
তখন দেশের সকলের দায়িত্ব থাকে সে হরতাল বর্জনের
তাই পুলিশ পিকেটার দেখলেই আগ্নেয়াস্ত্রের ট্রিগার দাবাতে দেরী করে না ,
আর সরকারীদল হরতালের ডাক দিলে
তখন তা হয়ে যায় সকলের জন্য শিরোধার্য
যার কারণে পুলিশ নিজেরাই পিকেটিং এ নেমে যায়!
আজ চট্রগ্রামে ঠিক এভাবেই হরতাল সমর্থক এবং পুলিশ মিলেমিশে হরতাল বাস্তবায়ন করছে যেখানে হরতালে সমর্থকেরা হকিস্টিক,রড নিয়ে দাঁড়িয়ে থাকলেও তা কোন সমস্যার ব্যাপার নয় চেতনায় মিল থাকলে!
আগামীকাল হরতাল এ খবর পাওয়ার সাথে সাথেই দেখা যায় টিভিতে,টকশোতে আর আওয়ামী পাচাটা দালালদের মোট কত কোটি টাকা লোকসান হতে যাচ্ছে হাতে-কলমে ও ক্যালকুলেটর সহযোগে সে হিসেব জনগণকে কড়ায়-গন্ডায় বুঝিয়ে দিতে!একইসাথে সে হরতাল যে কতটা জনবিরোধী এবং স্বাধীনতার চেতনার কতটা পরিপন্থী তারও একটা বিস্তারিত হিসেব আমরা পেয়ে যাই!
কিন্তু একেবারেই উলটো ঘটনা ঘটে যখন সে হরতালটিই বিরোধীদলের না হয়ে সরকারী দলের কোন পাচাটা গ্রুপের হয়!
বিএনপি - জামায়াত হরতাল ডাক দিলে দেশের কোটি কোটি টাকা লোকসান হয়।
সরকার দলীয় লোকেরা হরতাল ডাকলে দেশের কোনো লোকসান নাই।
সেল্যুকাস!কি বিচিত্র এদেশ!
বিষয়: বিবিধ
২৯০০ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দ্বিমুখীতা আর কাকে বলে!
সময়ের প্রক্রিয়ায় দেখবেন হয়তো শাহবাগী জালেমকে হত্যা করে বিরোধী দলের আন্দোলন দমন করার কাজে লাগবে।
হাসালেন হতভাগা ভাই হাসালেন!আজকের হরতালের ইফেকটিভনেস!যাই হোক হরতালের ইফেকটিভনেস নিয়ে জামায়াত-শিবিরের কোন চিন্তা নেই,একই সরকারের এবং একই দলের চিন্তা চেতনায় যে কতটা বৈপীরিত্য থাকতে পারে তা বুঝাবার জন্যই এ পোষ্ট!
মন্তব্য করতে লগইন করুন