ব্যবহারে বংশের পরিচয় বুঝা গেলে দলের পরিচয় কি অব্যক্ত থাকে?
লিখেছেন লিখেছেন কাজি সাকিব ১০ আগস্ট, ২০১৪, ০৫:৩৭:৩০ বিকাল
সাংবাদিকরা বদমাইশ-চরিত্রহীন ও লম্পট!সাংবাদিকদের ঠিক করতে নীতিমালা হয়েছে। ওই দিন কেবিনেট মিটিংয়ে আমি থাকলে সাংবাদিকদের পা…. (অকথ্য শব্দ) দিয়ে বাঁশ ঢুকাতাম। সাংবাদিকদের এখন এমনভাবে ঠিক করা হবে যাতে নিজের স্ত্রীকে পাশে নিয়েও শান্তিতে ঘুমাতে না পারে!
কি ভাবছেন যে ঐ উক্তিগুলো কোন অশিক্ষিত মাদকসেবী চাষা-মেথরের উক্তি?ভুল ভাবছেন! উপরের ঐ অকথ্য উক্তিগুলোই করেছে ৫% ভোট পেয়েই অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখা আওয়ামী সরকারের তথাকথিত সমাজকল্যাণ মন্ত্রী!
অধিকাংশ সাংবাদিকই মোটামুটি তেমনই যেমনটা বলেছেন তিনি,কিন্তু অশ্লীল শব্দ পরিহার করে শ্লীল শব্দের মাধ্যমে সাংবাদিকদের সংশোধন করার পরিবর্তে রাস্তার লোকের মত ভাষা ব্যবহার করে আসলে অবৈধ মন্ত্রী নিজের চরিত্রের জাতই প্রকাশ করলো,প্রকাশ করলো নিজের অতীত!
http://www.jugantor.com/current-news/2014/08/09/132451
সে ঘটনার পর ক্ষমা প্রার্থনা করলেও ঘটনার কিছুদিনের মাথায়ই আজ ফের সাংবাদিকদের পাছায় বাঁশ ঢুকাবার প্রত্যয় ব্যক্ত করে মুজিব সেনাদের জাত পুনরায় জাতিকে চেনালেন তথাকথিত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী! এটাও নাকি তিনারই স্বপ্ন ছিল!
সেই ছোটবেলা থেকেই দেখে আসছি রাস্তার মোড়ে মোড়ে কিছু বখাটে লম্পট দাঁড়িয়ে থাকে,যাদের কাজই হচ্ছে সারাদিন রাস্তার মোড়ে আড্ডা দেয়া,মানুষকে উত্ত্যক্ত করা,ছিনতাই-রাহাজানি করা,কারণে অকারণে অমুক এলাকার তমুককে মারধর করে নিজেকে হিরো ভাবা!
চ্যালেঞ্জ দিচ্ছি বাংলার প্রতিটি মোড়ের-গলির সেই লম্পটগুলোর রাজনৈতিক পরিচয় নিয়ে দেখেন এদের ৭০% একটি দলের সাথে,২৯.৯% অন্য আরেকটি দলের সাথে সম্পর্কিত!
কিছুদিন আপনি আপনার এলাকায় না গেলে পরে গিয়ে অবাক হয়ে যাবেন,দেখবেন ঐ বস্তির ছিঁচকে মাস্তানটিই আজকে ছাত্রলীগের বেশ বড় একজন নেতা হয়ে গিয়েছে,কিছুদিনের মাঝেই সেসকল লম্পটদের মাঝে যে সবচাইতে বেশি নৃশংসতায় পারদর্শী হতে পারবে,অনায়াসে লোকের গায়ে কোপ বসাতে পারবে,ছুরি চালাতে পারবে সেই পিশাচটিকেই দেখবেন আপনার জেলা ছাত্রলীগের বিশাল এক নেতায় পরিণত হয়েছেন,সময়ের ব্যবধানে এরাই একদিন হয়ে যায় সাংসদ,হয়ে যায় মন্ত্রী!
চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশের ৫-১০ জন মন্ত্রী এমপি বাদ দিলে বাকি সকলের ইতিহাসটা এমনই!তো এই এরাই যখন মন্ত্রী হয়ে যায় তখন এদের মুখ থেকে আর ভালো কিছু আশা করবেন কিভাবে?শুকরকে আপনি আলিশান ৫ষ্টার হোটেলে নিয়ে রাখলেও সে ঐ সেখানকার সেপটিক ট্যাংকির আশপাশেই গিয়ে দুর্গন্ধ ছড়াবে!
আজকের এই সমাজকল্যাণ মন্ত্রী মন্ত্রীত্ব পেয়েই শিশুদের অনুষ্ঠানে মঞ্চে বসে বিড়ি টেনে নিজের জাত বুঝিয়ে দিয়েছেন,পরবর্তীতে ক্রমাগত বিভিন্ন অনুষ্ঠানে মঞ্চে বসে হয় বিড়ি টেনে নাহয় ঘুমিয়ে আর পতিতাপল্লীর উচ্ছেদকারীদের শিরোচ্ছেদের আহবান জানিয়ে রাত্রীবেলায় তিনি কি কাজে ব্যস্ত থাকেন সে ব্যাপারেও দেশবাসীকে স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন!তারও পরে দেশের সকল মাদ্রাসা বন্ধ করে দেয়ার হুমকি দেয়ার মাধ্যমে তিনার দলের মতাদর্শও সকলের সামনে তুলে ধরেছেন!বাংলার সমাজের কারোরই আজ আর বুঝতে বাকি নেই যে এই সমাজকল্যাণমন্ত্রী দ্বারা যে সমাজের কি উপকারটা(!) সাধন হবে!
আফসোস হয় আজ থেকে ৮-১০ বছর আগেও বাংলাদেশে একজন সমাজকল্যাণমন্ত্রী ছিলেন!কি ছিলেন তিনি আর আজ কে এলেন সেখানে?এতটাই কপাল পোড়া জাতি তবুও বুঝলো না কিসে কি?
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ مَا لَكُمْ إِذَا قِيلَ لَكُمُ انفِرُواْ فِي سَبِيلِ اللّهِ اثَّاقَلْتُمْ إِلَى الأَرْضِ أَرَضِيتُم بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الآخِرَةِ إِلاَّ قَلِيلٌ
38,সূরা আত-তাওবাহ
হে ঈমানদারগণ, তোমাদের কি হল, যখন আল্লাহর পথে বের হবার জন্যে তোমাদের বলা হয়, তখন মাটি জড়িয়ে ধর, তোমরা কি আখেরাতের পরিবর্তে দুনিয়ার জীবনে পরিতুষ্ট হয়ে গেলে? অথচ আখেরাতের তুলনায় দুনিয়ার জীবনের উপকরণ অতি অল্প।
إِلاَّ تَنفِرُواْ يُعَذِّبْكُمْ عَذَابًا أَلِيمًا وَيَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ وَلاَ تَضُرُّوهُ شَيْئًا وَاللّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
39,সূরা আত-তাওবাহ
যদি বের না হও, তবে আল্লাহ তোমাদের মর্মন্তুদ আযাব দেবেন এবং অপর জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন। তোমরা তাঁর কোন ক্ষতি করতে পারবে না, আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান।
সুতরাং পরিষ্কারই বুঝা যাচ্ছে আমাদের কর্মফলের দরুণই আজ এই নির্লজ্জ পিশাচেরা আমাদের উপর চেপে বসেছে!
বিষয়: বিবিধ
২৮৫৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
টকশো গুলোতে সাংবাদিকদের দালালীর ফলাফল এটি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে সঠিক কথা বলার জন্য।
মন্তব্য করতে লগইন করুন