রক্ষক না নিপীড়কঃকোন ভূমিকায় পুলিশ?

লিখেছেন লিখেছেন কাজি সাকিব ১৩ মে, ২০১৫, ০৫:৫৭:২০ বিকাল



পয়লা বৈশাখে যৌন নিপীড়ন হয়নি,ঐটা ‘যুবকদের দুষ্টামি’ : আইজিপি

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে নারীদের ওপর সংঘবদ্ধ যৌন নিপীড়নের ঘটনাকে ৪-৫ জন যুবকের দুষ্টামির ছলে ঘটা ঘটনা বলে মন্তব্য করলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।



বাহ! আইজি সাহেব দারুণ বলেছেন আপনি!

অনেকের মনেই জিজ্ঞাসা জেগেছে যে আইজি সাপ আপনি নিজেও কি ভীড়ের মাঝে অন্যের ঘরনীর উপর স্বাদ মেটাবার এইরকমের দুষ্টুমীতে অভ্যস্ত নাকি?



দুষ্ট লোকেরা আবার আরো এক ধাপ এগিয়েছে, তারা জানতে চেয়েছে আইজিপি সাপ আপনার স্ত্রী-কন্যার সাথেও ঐ দুষ্ট যুবকের দল একই রকমের দুষ্টুমী করতে চাইলে আপনার আপত্তি আছে কিনা?



অফটপিকেঃযারা টিএসসির ঐ দুষ্টুমীর জন্যে মাঝখান থেকে কোন রকমের কারণ দর্শানো ব্যতিরেকেই ইসলাম,বোরখা নিয়ে পাড়াপাড়ি শুরু করেছিলেন তারা এখন কোথায় ভাইয়েরা?







ইতিমধ্যে আদালত ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি বাতিল করেছে,অন্যদিকে সরকার একবার বলছে সেদিন সেখানে কিছু হয়ই নি, আজ বলছে যুবকেরা একটু দুষ্টুমী করেছে আরকি, আবার কেউ বিচার চাইলে বুটের ডগাও কতটা ধার হতে পারে তা বুঝিয়ে দিচ্ছে , আবার ঐদিকে বিভিন্ন সোর্সে পাওয়া ছবি,ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেই দুষ্ট যুবকেরা মাশাল্লাহ বংগবন্ধুর পরীক্ষিত সৈনিক হিসেবে ইতিমধ্যেই ঢাবির বিভিন্ন হলের দায়িত্ব বুঝে নিয়েছে, তো আপনাদের বক্তব্যটা কি?



ও ভাইয়েরা কিছু তো বলেন !

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

319826
১৩ মে ২০১৫ সন্ধ্যা ০৬:০৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : কিছুই বলার নেই! শুধু আল্লাহকে বলি তুমিই সমাধান দাও! সঠিক বুঝ দাও এজাতিকে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File