‘মুজিবকোটের চিহ্নই খুঁজে পাওয়া যাবে না -শিবির সেক্রেটারি এবং আজকের সমাবেশের সকল দৃশ্য!
লিখেছেন লিখেছেন কাজি সাকিব ১৯ আগস্ট, ২০১৪, ১০:৫৮:২৬ রাত
‘মুজিবকোটের চিহ্নই খুঁজে পাওয়া যাবে না’
প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ‘জনগণের কোনো দাবি মেনে নেয়া না হলে ছাত্রসমাজ যেভাবে জেগে উঠেছে তাতে মুজিবকোটের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না।’
জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বাতিলের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি.
সম্প্রচার নীতিমালার নামে জনগণের কন্ঠস্বর রোধের অপচেষ্টার প্রতিবাদে ফুঁসে উঠা বিক্ষুদ্ধ জনতার ক্ষোভের বহিঃপ্রকাশের বিভিন্ন অংশ!
টিভি পর্দায় সম্প্রচারনীতিমালার প্রতিবাদে সমাবেশের দৃশ্য!
বিষয়: বিবিধ
৩৩০০ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর যেই জনসভার ছবি দিছেন সেখানে কি সভার মধ্যমনি উপস্থিত হয়েছিলেন ?
সভার প্রধান অতিথি অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেন নি!
ফলে কারও ৯৯ বছরের নিচে রায় যাচ্ছে না ।
০ এই এক বিংশ শতাব্দীতে এসে এত সহজ সরল চিন্তা ভাবনায় চললে রাজনীতি করা দুষ্কর হয়ে যাবে । পদে পদে দৌড়ানীই হবে নিয়তি ।
আর যাবত জীবনকে ফাঁসিতে রুপান্তর জনগণ করেনি বরঞ্চ করেছে ক্ষমতালোভী পাপাচারী এক সরকার!
আমরা সরলই থাকতে চাই,অতি জটিলতায় জবাবদিহিতার ভয় রয়েছে!
মন্তব্য করতে লগইন করুন