৫০ বছর বয়সে আলিম পাশ করলেন 'যয়নব'
লিখেছেন লিখেছেন মোহাম্মদ আবদুর রহমান সিরাজী ১৯ আগস্ট, ২০১৪, ১০:৪১:৪৪ রাত
ক্যান্সারে আক্রান্ত মৃত্যপথযাত্রী স্বামীর সেবা, সন্তানদের দায়িত্বপালন করেও আলিম পাশ করলেন ৫০ বছর বয়সী ৪ সন্তানের জননী নারগীস নাহার যয়নব। স্বামী, সন্তান, ভাই-বোনদের উৎসাহ-উদ্দীপনায় ২০১০ সালে পাবনা জেলার বেড়া থানার অন্তর্গত বেড়া আলিয়া মাদ্রাসায় ভর্তি হন যয়নব। ২০১২ সালে দাখিল পাশ করেন। একই মাদ্রাসায় ভর্তি হয়ে নিয়মিত ক্লাস চালিয়ে যান যয়নব। বয়সের কারণে স্বরণশক্তি ক্ষীন হওয়ায় প্রচুর পড়াশুনা করতে হয়। খাওয়া-গোসল, কাজ-কর্ম করার সময়ও থাকে না। এরই মধ্যে ২০১২ সালে বেড়া মাদ্রাসার শিক্ষক যয়নবের স্বামী আবদুল মজিদ ক্যান্সারে আক্রান্ত হন। ডাক্তার ৬-৮ মাস সময় বেঁচে থাকবে বলে ভবিষ্যতবাণী করেন। অসুস্থ স্বামীর খাওয়া, গোসল, পায়খানা-প্রস্রাব সবই করতে হয় যয়নবকে। এছাড়াও সন্তানদের লেখা-পড়া দেখা-শুনাও চালাতে হয় তাঁকে। অবশেষে প্রতিদিন প্রিয় স্বামীকে ঘরে রেখে চোখের পানি ফেলে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দেন যয়নব। পরীক্ষা শেষ হওয়ার মাস খানিক পরেই স্বামী মাওলানা আবদুল মজিদ ইন্তেকাল করেন। শোকে কাতর অবস্থায় আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ পায় তিনি পাশ করেন। তবে তাঁর প্রেরণাদায়ী স্বামী তাঁর পরীক্ষার ফলাফল দেখে যেতে পারলেন না, এটাই তাঁর দুঃখ।
উল্লেখ্য, নারগীস নাহার যয়নব আমার মেজ বোন।
বিষয়: বিবিধ
১১৭০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক অভিনন্দন তাকে।
মন্তব্য করতে লগইন করুন