কাব্য (সুরা বাক্বারা ৮,৯ ও ১০ নং আয়াত)
লিখেছেন লিখেছেন প্যারিস থেকে আমি ১৯ আগস্ট, ২০১৪, ১০:৪০:৫৮ রাত
এমনও লোক আছে যাহারা বলে
ইমান এনেছে তারা আল্লাহ ও পরকালে ।
অথচ তারা সত্যিকার নহে ইমানদার ।
(আল্লাহর কাছে তাদের নেই সমাদর।)
-
প্রতারনা করে তারা আল্লাহ ও মুমিনের সাথে
বস্তুত তারা নিজেদের প্রতারিত করিতেছে যে।
সেই সম্পর্কে তাদের নেই চেতনা
(কাল হাশরে পাবে তারা বড়ই যাতনা।)
-
তাহাদের মনে আছে অনেক অনেক ব্যাধি
আল্লাহ বাড়িয়ে দেন সেই ব্যাধির পরিধি
হামেশাই তাহারা যে মিথ্যা কথা বলে
কঠিন পীড়াদায়ক শাস্তি পাবে পরকালে।
বিষয়: সাহিত্য
১১৬৬ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মুমিন হিসাবে নিজের দিকে বিচার-বিশ্লেষনের চোখে বার বার তাকানো উচিত আর আল্লাহর কাছে গাইডেড থাকার জন্য প্রার্থনা করা উচিত।
আল্লাহ আমাদেরকে সিরাতুল মোস্তাকিম এর পথে সব সময় সব অবস্থায় রাখুন। আমাদেরকে গাইডেড দের পথ অনুসরন করার সুযোগ দিন।
ধন্যবাদ।
আল্লাহ বাড়িয়ে দেন সেই ব্যাধির পরিধি
হামেশাই তাহারা যে মিথ্যা কথা বলে
কঠিন পীড়াদায়ক শাস্তি পাবে পরকালে।
মাশাল্লাহ বেশ ভালো লাগলো অনেক ধন্যবাদ
তিনি টুডেতে কবে আসবেন?
মন্তব্য করতে লগইন করুন