- দোস্ত, আমার ভাগ্যটা এমন কেন রে...

লিখেছেন লিখেছেন দিশারি ২৬ জুলাই, ২০১৪, ১০:৪০:৪২ রাত

... আজ থেকে ৪বছর আগের কথা...

- রমজানের প্রায় ২০টি দিন চলে গেল। টিউশানি থেকে বাসায় এলাম। খুবই ক্লান্ত লাগছিল। চোখ জোড়া বোজার সাথে সাথেই ঘুম এসে গেল।

- মোবাইলের রিং টোনের শব্দে উঠে বসলাম। দেখি টুটুল কল করেছে.রিসিভ করে বললাম, দোস্ত কেমন আছিস? এত দিন পর তাহলে আমার কথা মনে পড়লো...?

ও বলল,

- বলিস কি রে? গত সপ্তাহে না তোর সাথে দেখা হল...।।

মনে পড়ার পর বললাম, ও ভুলে গিয়েছিলাম। তো বল কি খবরা-খবর? সবাই ভাল আছে তো?

সে বলল,

- হুম, সবাই ভাল। আচ্ছা দোস্ত, সেদিন যে তোকে বলেছিলাম... সেটার কি করলি? দিতে পারবি?

নিজেকে খুবই অপরাধী মনে হল। নিজে তো ঠিকই শপিং করলাম, অথচ কাছের বন্ধুটির কথাই ভুলে গেলাম? টুটুল খুবই চাপা স্বভাবের ছেলে, নিজের কষ্ট নিজেই লুকিয়ে রাখে। অপরকে খুব একটা বুঝতে দেয় না। দুখের মাঝে থেকেও হাসে অনায়াসে। আমি ওর সবগুলো বিষয় জানতাম বলেই সে বাধ্য হয়ে আমার কাছে কিছু টাকা ধার চেয়েছিল তার ছোট দু'ভাইকে নতুন জামা কিনে দিবে বলে...

বললাম,

- রাগ করিস না দোস্ত, আমি না একদমই ভুলে গেছি। আচ্ছা তুই চলে আয়। আজ টিউশানি থেকেও টাকা পেয়েছি। so, কোন সমস্যা হবে না তুই এখনই আয়...।

এই টুটুল নামটা আমার জীবনের সাথে মিশে আছে। ওর সাথে আমার এখন আর যোগাযোগ হয় না ঠিকই কিন্তু আমি আজও ওকে খুব বেশি মিস করি...

-ঐ বছরই আমার বন্ধুটি তার বাবাকে হারিয়েছিল। সবেমাত্র আমাদের হাতে এসএসসি পরীক্ষার রেজাল্ট এসেছে। এর ভেতরেই ঘটে গেল এই বেদনাদায়ক ঘটনা। বাবা মারা যাবার পর টুটুল আর পড়ালেখা করতে পারে নি অর্থের অভাবে। আমরা বন্ধুরা মিলে কিছু সহযোগিতা করেছিলাম ঠিকই, কিন্তু এভাবে একটি পরিবার আর ক'দিনই বা চলে...

সে যাক, টুটুল রাত ৮টায় আমার বাসায় এল। কিছুক্ষণ গল্প করার পর ওর হাতে মোটামুটি কিছু টাকা দিলাম। দিয়ে বললাম,

- দোস্ত, রাগ করিস না। এই টাকাটা তোকে আমি বন্ধু হিসেবেই দিলাম। ধার নয়, এটা ফেরত দিয়ে তুই আমাকে লজ্জা দিস না কিন্তু। আরো আগেই তোকে টাকাটা দেয়া উচিত ছিল...।

-সে অনেক্ষণ চুপ থাকার পর শুধু একটি কথাই আমাকে বলল, দোস্ত,আমার ভাগ্যটা এমন কেন রে...

কথাটি যেন আমার অন্তরেই আঘাত করলো...আঘাত করে বসলো আমার বিবেককেও।

- পরদিন সকালে ঘুম থেকে উঠে ওয়ারড্রব খুলে আমার নতুন জামাগুলো বের করলাম। দেখলাম...

২টি শার্ট, ২টি প্যান্ট আর দু'জোড়া জুতো। ভাবলাম, কি হবে একাকী এত আনন্দ করে?

কি-ই-বা হবে এত জামা কাপড় পরে...

সবগুলো থেকে একসেট আলাদা করে প্যাকেটে নিয়ে নিলাম। সোজা গিয়ে উঠলাম টুটুলদের জীর্ণ-শীর্ণ কুটীরে। ঘরে ঢুকে অল্প কিছুক্ষণ কথা বলে শপিং ব্যগটি টুটুলের হাতে দিয়ে বললাম, দোস্ত এটা তোর জন্য…

বিষয়: বিবিধ

২০১৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248558
২৭ জুলাই ২০১৪ রাত ১২:৩৯
হামজা লিখেছেন : আল্লাহতাআলা আমাদের ভাল কাজগুলি কবুল করুন। আর অপরাধ গুলি নিজ গুনে ক্ষমা করুন। নবুয়তি আদলের খিলাফাহ ফিরিয়ে দিন যা সমাজের সকল অভাব-দুঃখী মানুষের দুর্দশা মোচনে স্থায়ী পদক্ষেপ নিবে। আমীন। ঈদের শুভেচ্ছা ও দুয়া ...ফি আমানিল্লাহ
২৭ জুলাই ২০১৪ সকাল ১১:৩৪
193117
দিশারি লিখেছেন : অনেক ধন্যবাদ ভাইয়া।Good Luck
248580
২৭ জুলাই ২০১৪ রাত ০২:২৯
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
২৭ জুলাই ২০১৪ সকাল ১১:৩৩
193116
দিশারি লিখেছেন : ধন্যবাদ।
249314
২৯ জুলাই ২০১৪ বিকাল ০৫:২২
আবু তাহের মিয়াজী লিখেছেন : ঈদ -- ঈদ---মোবারক
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৫
194785
দিশারি লিখেছেন : ধন্যবাদ ভাইয়া।
249332
২৯ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
আহ জীবন লিখেছেন : আল্লাহ আপনার ভালবাসাটুকু কবুল করুন।
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৪
194781
দিশারি লিখেছেন : আমীন।
249443
৩০ জুলাই ২০১৪ সকাল ০৯:৪৬
আমি মুসাফির লিখেছেন : আপনার মত এমন যদি সবাই না হলেও অধিকাংশ মুসলমান হতো তাহলে এমন হাহাকার অবস্থা বিরাজ করত না। জাজা কাল্লাহ খায়ের।
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৪
194779
দিশারি লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌। অনেক ধন্যবাদ ভাইয়া।
249586
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:১০
ঈপ্সিতা চৌধুরী লিখেছেন : বন্ধুর জন্য কিংবা কাছের যেকোন মানুষের জন্য ভালবাসা তো এমন-ই হওয়া উচিৎ !
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:৩৩
194778
দিশারি লিখেছেন : অনেক ধন্যবাদ আপু। Good Luck
249587
৩০ জুলাই ২০১৪ রাত ০৯:১৭
হতভাগা লিখেছেন : ''একটাই কথা আছে বাংলাতে

মুখ আর বুক বলে একসাথে

সে হল ......

বন্ধু...... বন্ধু আমার , বন্ধু আমার ।''
০৩ আগস্ট ২০১৪ রাত ১১:২৯
194776
দিশারি লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ ভাইয়াGood Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File