- আব্বু যুদ্ধে যাচ্ছি, বেঁচে থাকলে দেখা হবে...

লিখেছেন লিখেছেন দিশারি ০৬ আগস্ট, ২০১৪, ০৭:১৬:৫২ সন্ধ্যা

- ‘আব্বু যুদ্ধে যাচ্ছি, বেঁচে থাকলে দেখা হবে, নতুবা তোমাদের সঙ্গে বেহেশতে দেখা হবে।’- এই কথাটি চিরকুটে লিখে ঘর

থেকে বের হয়ে যান বিশ্বনাথের হামিদুর রহমান। গাজায় পৌঁছে অংশ নেন মানবতার মুক্তির পথ তথা জিহাদ ফি সাবিলিল্লাহ-এয়।

- যদিও আমাদের চোখে সেটি একটি চিরকুটই ছিল... কিন্তু সেটি ছিল আসলে এক তেজোদ্দিপ্ত মুমিনের খাঁটি ঈমানেরই বহিঃপ্রকাশ। তিনি তার কথা রেখেছেন... বুকের তাজা খুন ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, তবু বসে বসে ভাইদের রক্ত দেখে আপসোস করেন নি।

- শহীদ হামিদুরের পিতার নাম আবদুল হান্নান। দীর্ঘদিন ধরে তিনি বসবাস করছেন যুক্তরাজ্যে। তার দুই ছেলে ও তিন মেয়ের মধ্যে হামিদুর রহমান ছিলেন তৃতীয়। তিনি ছোটকাল থেকেই ইসলামের আদেশ-নিষেধ মেনে চলতেন। আর এই ইসলামকে আঁকড়ে ধরেই বেড়ে উঠেছেন।

- পারিবারিক সূত্র জানিয়েছে, এবার গাজা উপত্যকায় যখন ইসরাইল হামলার প্রস্তুতি শুরু করেছিল তখনই বন্ধুদের সঙ্গে গাজা যাওয়ার প্রস্তুতি শুরু করে হামিদুর রহমান। যুক্তরাজ্য থেকে ১০ জনের একটি টিম গাজা যাওয়ার প্রক্রিয়া শুরু করে। আর ওই দলে নাম লেখান হামিদুর রহমান

- রমজানের আগেই তিনি বন্ধুদের সঙ্গে গাজার পথে রওনা হন। যাওয়ার আগে পরিবারের অনুমতি পাওয়া যাবে না- এমন আশঙ্কায় তিনি পরিবারকে সরাসরি জানান নি। যাওয়ার আগে তার পিতা আবদুল হান্নানকে একটি চিরকুট লিখে গিয়েছিলেন।

- হামিদুর রহমানের চাচা আবদুল মনাফ বলেন, হামিদুর রহমান গাজা উপত্যকায় যুদ্ধে ফিলিস্তিনিদের হয়ে অংশ নেন। আর সশস্ত্রযুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। একটি সম্মুখযুদ্ধে ইসরাইলি সৈন্যদের তোপের মুখে ছিলেন তারা। আর ঈদের আগের দিনের ওই যুদ্ধে শহীদ হন হামিদুর রহমান। আবদুল মনাফ আরো বলেন, -

- হামিদুর রহমান খুবই শান্ত স্বভাবের ছেলে ছিল। প্রায় ৪ বছর আগে তার ভাই হান্নান পরিবারের সবাইকে নিয়ে দেশে এসেছিল। তখন হামিদুর রহমানও তাদের সঙ্গে দেশে আসে

- আজ বড়ই আফসোস হচ্ছে নিজের জন্য...

বিষয়: বিবিধ

১৪৬৪ বার পঠিত, ৩৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251585
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:২৮
কাজি সাকিব লিখেছেন : আল্লাহ তাঁরআল্লাহ তাঁর জন্য জান্নাত নসীব করুক! জন্য জান্নাত নসীব করুক!
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
195683
দিশারি লিখেছেন : আমীন ।।
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:০৪
195845
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমীন।
251587
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
আফরা লিখেছেন : সত্যি খুবই ভাল লাগল ।মুসলমানদের ঈমান তো এমনই হওয়ার কথা ।

আল্লাহ উনার শাহাদাত কবুল করে উনাকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করুন ।আমীন !
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
195686
দিশারি লিখেছেন : আমীন।।
হ্যাঁ আপু, এমনই হওয়ার কথা ছিল আমাদের ঈমান... কিন্তু কেন যেন আমরা ভুলতে বসেছি একে একে সবই।
মাবূদ, তুমি আমাদের ঈমানকে নতুন করে জাগরিত কর।।
251592
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
সন্ধাতারা লিখেছেন : খাঁটি মুসলমানদের ঈমান চেতনা এমনিই হয়। আল্লাহ্‌ তাঁকে কবুল করেছেন বিধায় শহীদ হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ্‌।
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
195691
দিশারি লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌।
তবে এভাবে করেই যদি জাগরিত হত আমাদের সকলের ঈমান...
251613
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:০৭
ইঞ্জিনিয়ার মুবিন লিখেছেন : আল্লাহ উনাকে জান্নাত দান করোন।আমীন,
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:১৯
195711
দিশারি লিখেছেন : আমীন।। ধন্যবাদ ভাইয়া
Good Luck
251617
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:১২
বুড়া মিয়া লিখেছেন : দুনিয়ার কষ্ট-ক্লেষ-যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে গেলো ছেলেটা ... আল্লাহ তাকে আরও সম্মানিত করুন।
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:১৯
195712
দিশারি লিখেছেন : সুম্মা-আমীন।।
251625
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:২২
চিরবিদ্রোহী লিখেছেন : জাযাকাল্লাহ খই.. খাঁটি মুসলমানদের ঈমানী চেতনা এমনিই হওয়া উচিত। আল্লাহ তাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসে উচুঁ মাকাম দান করুন,আমার আমাদের তার এই চেতনা থেকে শিক্ষা লাভ করার তাওফিক দান করুন।
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:২৭
195719
দিশারি লিখেছেন : আমীন।...Good Luck Good Luck Good Luck
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:০৫
195848
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমীন।
251648
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৮
স্বপ্নের ফেরিওয়ালা লিখেছেন : لا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا، بل احياء عند ربهم يرزقون

যারা আল্লাহর পথে শহীদ হ্য তাদেরকে মৃত ভেবোনা, তারা ব্রং জীবিত, আল্লাহর নিকট রিযিকপ্রাপ্ত হ্য
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:২৭
196027
দিশারি লিখেছেন : জি, ভাইয়া।।Good Luck Good Luck
251658
০৬ আগস্ট ২০১৪ রাত ০৯:০২
ভোলার পোলা লিখেছেন : ফেসবুকে ও এ নিয়ে আলোচনা হয়। কিন্তু সত্যি কিনা জানি না সত্যি যদি হয় তাহলে তার প্রতি হাজার সালাম
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:২৮
196028
দিশারি লিখেছেন : হুম, অবশ্যই সত্যি ।
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৫৭
196038
ভোলার পোলা লিখেছেন : ধন্যবাদ জানানোর জন্য
০৭ আগস্ট ২০১৪ দুপুর ১২:০০
196041
দিশারি লিখেছেন : মানবজমিন সহ আরো কয়েকটি পত্রিকায়ও এসেছে।
251729
০৬ আগস্ট ২০১৪ রাত ১১:৫৩
মোঃমাছুম বিল্লাহ লিখেছেন : আমি এই সৌভাগ্য কবে পাব
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:২৯
196029
দিশারি লিখেছেন : আশা রাখুন, পথ খুঁজুন। Good Luck
১০
251734
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:০৬
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : লেখাটা পড়তে পড়তে কেঁদে ফেলেছি। জানি না এটা কী কষ্টের নাকি আনন্দের?
মনে হচ্ছে আমার এ ভাইটার জন্য গর্বে আমার কান্না এসেছে।
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৩০
196030
দিশারি লিখেছেন : আমারও এসেছিল। বার বার শুধু মনে হয়েছে-
এই ভাগ্যটা যদি আমার হত...
১১
251740
০৭ আগস্ট ২০১৪ রাত ১২:১৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : লেখাটা পড়তে পড়তে কেঁদে ফেলেছি। জানি না এটা কী কষ্টের নাকি আনন্দের?
মনে হচ্ছে আমার এ ভাইটার জন্য গর্বে আমার কান্না এসেছে। হে আল্লাহ সকল মুসলমান ভাইকে তোমার পথে কবুল করো। আমিন!
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৩০
196031
দিশারি লিখেছেন : আমীন।
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৯
196084
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : আমীন।
১২
251854
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৩৫
আমি মুসাফির লিখেছেন : একেই বলে শহীদি তামান্না এমন তামান্না যদি সকল মৃসলমানের মাঝে থাকত ইহুদীরা কবে ভাগত। কিন্তু আমরা সবাই মুসলমানদের মারার দৃশ্য উপভোগ করছি। আসলে আফসোস লাগে কিছু না করতে পারলেও মুসলিম নেতৃবৃন্দ যদি হুঙ্কার দিত তাতেই ইহুদী কাফেরদের পিলে চমকে যেত।
০৭ আগস্ট ২০১৪ সকাল ১১:৪৪
196034
দিশারি লিখেছেন : ভাইয়া, আপনার সাথে আমি পুরোপুরিই একমত।
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:১০
196086
মোহাম্মদ শাব্বির হোসাইন লিখেছেন : খুবই সত্যি কথা।
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:২২
196088
হতভাগা লিখেছেন : ওরা উল্টো হত্যাযজ্ঞে ফাইনান্স করছে
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০৩:৫৪
196119
দিশারি লিখেছেন : হুম, ঠিক তাই
১৩
252644
০৯ আগস্ট ২০১৪ রাত ০৮:০৫
বাজলবী লিখেছেন : অাল্লাহ তাঅালা তাকে শহীদের মর্যাদা দান করুক।অামিন।
১০ আগস্ট ২০১৪ দুপুর ১২:০২
196966
দিশারি লিখেছেন : আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File