কাকু আবার মাঠে )
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ০৬ আগস্ট, ২০১৪, ০৭:৩৩:০২ সন্ধ্যা
৫ জানুয়ারী দেশের গণতন্ত্র কে বিদায় করে দেশের সংসদ দখল করে কিছু সন্ত্রাসী গডফাদার ,স্বাধীনতা বিক্রেতা ,যাত্রা গানের শিল্পী ,টেলিভিশনের নাইকা ,ইসলাম বিদ্ধেষী বাম পন্থী হাতে গুনা কয়েক কর্মীর নেতা ,এবং নব্য আওয়ামী বাকশাল ও সাবেক সৈরাচারী গুষ্টি । তারা সংসদ দখল করার পর সেখানে বসে এখন যা ইচ্ছে তা করতেছে , দেশের মিডিয়া দমন থেকে শুরু করে সাধারণ জনগনের বাকস্বাধীনতা হরণ সব করতেছে।
দেশের জনগণ যখন ঐক্যবদ্ধ হচ্ছে বাকশাল বিদায় করতে ঠিক তখন সংসদের দখলদাররা ক্ষেপেছে। দখলদাররা অনেক রকম হুমকি দিচ্ছে বিএনপি জামায়াত সহ গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক ও সামাজিক দলকে। বিএনপি জামায়াতের নেতাদের আবার গ্রেপ্তার করা শুরু করে দিয়েছে ,নতুন নতুন মামলায় আদলতকে ব্যবহার করে আদালতে ডাকা হচ্ছে নেতা কর্মীদের।
এদিকে জনগনের আন্দোলনকে বাধা দেওয়ার লক্ষে বর্তমান সরকারের অংশ সাবেক সৈরাচার এরশাদকে আবার মাঠে নামানো হচ্ছে লাফালাফি করার জন্য।
এরশাদ বলেছেন ক্ষমতায় না যাওয়া পর্যন্ত রাজপথে থাকবেন । বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে এ ঘোষণা দিয়েছেন। যে এরশাদ গণতন্ত্রে বিশ্বাস করে সে নাকি ক্ষমতায় যাবে গণতান্ত্রিক ভাবে ?তা নিতান্তই হাস্যকর। যে এরশাদ গণতন্ত্রের মূলমন্ত্র ভোটের অধিকার কেড়ে নিতে ৫ জানুয়ারী আওয়ামীলীগের সাথে এক হয়ে নির্বাচন -নির্বাচন খেলা করেছে সে নাকি ক্ষমতায় যাবে ভোটে ?
দেশের জনগণ জানে এরশাদ সাহেবের এই লাফালাফি শুধু অবৈধ ভাবে ক্ষমতায় আজীবন থাকার জন্য। তার এই লাফালাফি বিএনপি ,জাময়াতসহ দেশের গণতন্ত্রকামী জনগনের আন্দোলন ঠেকানোর ষড়যন্ত্র। ষড়যন্ত্র করে জনগনের আন্দোলন ঠেকানো যাবে না। জনগণ সংসদ দখলদারদের বিদায় করেই ছাড়বে ,ইনশা আল্লাহ।
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার মা অপারেসন থিয়েটারে !!
প্লিজ ভাইয়া বেশি কিছু আপনার কাছে চাইবনা ,শুধু চাইব একটু দুআ!!
আমার মায়ের জন্য একটু আল্লাহ্'র কাছে দুআ করুন ।
আমার মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে ।
আজ আপনারা যারা আমার মায়ের জন্য দুআ করলেন এর প্রতিদানে আল্লাহ্ পাক আপনাদের পরকালে উত্তম প্রতিদান শান্তিময় জান্নাত দিক !
[এটা অপারেশন করে বের করা হয়েছে ।]
মন্তব্য করতে লগইন করুন