THINK SAFETY FIRST !!!!

লিখেছেন লিখেছেন ইমরোজ ০৬ আগস্ট, ২০১৪, ০৭:৩৪:৪৫ সন্ধ্যা



যে কোন নিরাপদ ব্যাবস্থাপনার ( SAFETY MANAGEMENT) প্রান ভোমরা হচ্ছে ঝুকি নিরুপন সমীক্ষা ( RISK ASSESMENT) । খুব সহজভাবে বললে ঝুকি নিরুপন সমীক্ষা হচ্ছে একটা চেক লিস্ট । যাতে মুলত তিনটি ছক থাকে

(১) আপনি একটি কাজ করার আগে সেই কাজে কি কি ঝুঁকি হতে পারে আর তাতে ক্ষতির মাত্রা (Likelihood n consequence) - তার একটি তালিকা তৈরি করলেন ।

(২)সেই ঝুঁকিগুলো যাতে না ঘটে তার জন্য আপনার কর্ম পরিবেশের প্রচলিত বেবস্থায় (existing system) কি কি কার্যকরী বেবস্থা আগের থেকেই আছে ???

(৩) আর যেই সব ঝুঁকির জন্য প্রচলিত বেবস্থায় কার্যকরী বেবস্থা নাই তার জন্য আপনি আলাদা করে কি কি বেবস্থা নিবেন যাতে ঝুকির মাত্রা কমে যায় । মানে যাতে হওয়ার চান্স কমে যায় কিনবা হলেও ক্ষতি যাতে মারাতঙ্ক না হয় ।

মনে রাখতে ঝুঁকির মাত্রা সহনীয় পর্যায়ের (tolerable) না হওয়া পর্যন্ত সেই কাজ শুরু করা যাবে না ।

অধুনা বিশ্বের সকল কর্ম পরিধিতে এটি একটি বহল পরীক্ষিত এবং সর্বজনগ্রাহ্য পন্থা । অথচ ইন্ডাস্ট্রিতে আমরা যখন নিরাপদ ব্যাবস্থাপনাকে হাইলাইট করতে চাই, মালিক পক্ষ " কাবিল আইছে ?? কোন কাজ হবে না !! দরকার কি!! প্রোডাকশনের ক্ষতি " বলে ফু দিয়ে তা উড়িয়ে দিতে চান । তারা আসলে মুনাফা কমে যাবে এই ভেবে ভীত হন ।

ঝুকি নিরুপন সমীক্ষা সম্পরকে আমাদের দেশের টপ ম্যানেজমেন্টের কিছু লোকের পজিটিভ ধারনা থাকলেও মিড লেভেল ম্যানেজমেন্ট আর রুট লেভেলের শ্রমিকদের কোন ধারনাই নাই । থাকলেও তা নেগেটিভ ।

কারন আমাদের মালিক পক্ষ কর্ম সংস্কৃতিতে নিরাপদ ব্যাবস্থাপনা ( SAFETY MANAGEMENT)কে অযথা বাতুলতা হিসাবে তাদের কছে হাইলাইট করেন । যা আছে তা আসলে কাগজে কলমে ; নাম কা ওয়াস্তে ।

আচ্ছা কয়টা কিনবা কতক্ষন ধরে দুর্ঘটনা ঘটলে আপনার প্রাণনাশের সম্ভাবনা আছে ???

হুমম ... ভাবছেন এ ক্যামন ধরণের মদন মার্কা প্রশ্ন ???

একটি কিংবা এক মুহূর্তের অসতর্কতা /অসাবধানতাই তো প্রানহানির জন্য যথেষ্ট ।

ঠিক !! আর সেই মুহূর্তটি যেন আমাদের জীবনে না আসে তার জন্যই কি সারাজীবনের সাবধানতা আর প্রশিক্ষনতা নয় ???

তাই যারা বলেন/ভাবেন আগেও তো এমন বিপদজনক কাজ করছি; কিছুই হয় নাই, এখনও কিছু হবে না । তারা হয় অল্প জ্ঞানে অজ্ঞানতার সাগরে বাস করছেন অথবা জেনে শুনে প্রতারনা করছেন ।

অনেকেই বলেন এত ভাবভাবির কি আছে ??? হায়াত মউত তো আল্লাহর হাতে !! কঠিন যুক্তি ।

কিন্তু ভাই অসুখ হলে তাইলে ডাক্তারের কাছে কেন ছুটাছুটি করেন ??

তাছাড়া মৃত্যুর ঝুঁকি প্রচণ্ড জেনেও আপনি যদি একটি কাজ বারংবার করেন তাতো আত্নহত্যার সামিল । একজন মুসলিম হিসেবে আমরা জানি যে ইসলাম ধর্মে আত্নহত্যা মহাপাপ এবং এর কোনো ক্ষমা হয় না ।

যাই হোক এত কাসুন্দির মূল লক্ষ্য হচ্ছে বছরের পর বছর বিভিন্ন দুর্ঘটনায় মশা মাছির মত আমরা যেভাবে স্বজাতি হারাচ্ছি তাতে নিরাপদ ব্যাবস্থাপনা / ঝুকি নিরুপন সমীক্ষা এইগুলি নিয়ে আমাদের কাজ করার সময় এসেছে । সরকারী পর্যায়ে এইসব নিয়ে চিন্তা করার মত সৎ ও যোগ্য লোকের যেহেতু বড্ড অভাব তাই ব্যক্তিগত / পারিবারিক/ সামাজিক পর্যায়ে আমাদের চিন্তা করতে হবে। প্রতিটি বাবা মায়ের, স্কুলের শিক্ষকের উচিত তার সন্তান /ছাত্রের মনে ঝুঁকি নিরপনের বীজ বপন করা ।

THINK SAFETY FIRST- এই হোক আগামীদিনের স্লোগান ।

বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251595
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪০
কাজি সাকিব লিখেছেন : THINK SAFETY FIRST- এই হোক আগামীদিনের স্লোগান
০৬ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
195693
ইমরোজ লিখেছেন : SAFETY ALWAYS ON OUR MIND _ এটাও স্লোগান হতে পারে Smug । আপনাকে ধন্যবাদ ।
251636
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৩১
দিশারি লিখেছেন : :D/ Happy>-
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৭:০০
195942
ইমরোজ লিখেছেন : ;Winking Smug
251645
০৬ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৪
আহ জীবন লিখেছেন : সাবধান করি সাবধানে থাকি দূরে রাখি বিপদ
মৃত্যু যেন স্বাভাবিক হয়, না হয় যেন আপদ।
০৭ আগস্ট ২০১৪ সকাল ০৭:০২
195944
ইমরোজ লিখেছেন : Smug ছন্দের স্লোগানটা দারুন । ধন্যবাদ আপনাকে ।
251912
০৭ আগস্ট ২০১৪ দুপুর ০২:০৯
হতভাগা লিখেছেন : আবেগ এবং টাকার কাছে Safety সবসময়ই পরাজিত হয় ।
১০ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
197064
ইমরোজ লিখেছেন : আসলে মন মানসিকতা বদলানো দরকার । আমরা খুব অস্থির প্রকৃতির । তাই বেক্তি স্বার্থে ঝুঁকি নিতে ভালবাসি ।
256053
১৯ আগস্ট ২০১৪ রাত ০৯:৩৩
মামুন লিখেছেন : " THINK SAFETY FIRST- এই হোক আগামীদিনের স্লোগান" - তাই হোক। ধন্যবাদ তোমাকে, সুন্দর লেখাটির জন্য। Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File