"সকল মুসলমান বন্ধুদের সতর্কতার দৃষ্টি আকর্ষণ করছি।"
লিখেছেন লিখেছেন দিশারি ০৬ সেপ্টেম্বর, ২০১৪, ০৯:৪২:৪৩ রাত
- এইযে! আপনাকেই বলছি, আপনি আর কতকাল গাফলতির ঘুমে আচ্ছন্ন থাকবেন?
আপনি নিজেকে মুসলিম দাবি করছেন?
অথচ,আপনি লোকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া ছেড়ে দিয়েছেন!
আপনার চিন্তা-চেতনা সব কিছুই আজ আত্নকেন্দ্রীক!
আপনি দাওয়াত ছেড়ে দিলেও ওরা কিন্তু মোটেও বসে নেই।
ওরা হরহামেশা দাওয়াত দিয়েই যাচ্ছে।
ওরা আমাদের ঈমানী দুর্বলতার সুযোগ নিয়ে লোকচক্ষুর সামনে দিয়েই আমাদের ভাই, বোনদের কে দাওয়াত দিয়েই যাচ্ছে!
- আপনি এখনো বুঝতে পারেননি ওরা কারা???
ওরা হচ্ছে "খৃস্টান মিশনারি!"
হযরত শাহজালাল এর পবিত্র ভূমিতে দুর্বল ঈমানী মুসলমানদের ঈমান নিয়ে আজ "হলি খেলায় "মেতে উঠেছে খৃস্টান মিশনারিরা!
- বিশেষভাবে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল গুলোতে এরা মুসলমানদের কে ঈমান হারা করার উদ্দেশ্যে এক নীল নকশা নিয়ে হরদম তাদের দাওয়াতী কাজ চালিয়ে যাচ্ছে।
আমার এক বন্ধু গত রামযানে পঞ্চগড় সফরে ছিলেন।
তার কাছ থেকে জানতে পারলাম,
পঞ্চগড়ের গ্রামগুলোর উদ্দেশ্যে খৃস্টান মিশনারিরা সকালে বের হয়ে যায়, কিন্তু সন্ধ্যার আগে কেউ ফিরে আসেনা!
তাদের এই পরিশ্রমের বদৌলতে পঞ্চগড়ের গ্রামগুলোতে অসহায় মুসলমানরা আজ ব্যাপক হারে ধর্মান্তরিত হয়ে খৃস্টানে পরিণত হচ্ছে!!!
- এরপরও আপনি, আমি যদি দাওয়াত এর কাজ থেকে মুখ ফিরিয়ে থাকি তাহলে এর পরিণাম যে কেমন হবে সেটা বলার অপেক্ষাই রাখে না...
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন