বিপদে ধৈর্য হারাতে নেই...
লিখেছেন লিখেছেন দিশারি ১৮ অক্টোবর, ২০১৪, ১২:৪০:১৯ রাত
সমুদ্রের মাঝখানে একটি জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভন্ড হয়ে গেল। সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে
পৌছালো। প্রথমেই সে আল্লাহর কাছে প্রানখুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্যে।
প্রতিদিন সে দ্বীপের তীরে এসে বসে থাকতো যদি কোনো জাহাজ সেদিকে ( অর্থাৎ তার দিকে ) আসে এই আশায়। কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো।
এরই মধ্যে সে সমুদ্রতীরে তার জন্যে একটা ছোট ঘর তৈরী করে ফেললো। সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল শিকার করে সে বেঁচেছিল।
একদিন সে রান্না করছিলো, কি একটা প্রয়োজনীয় জিনিসের খোঁজে সে বনের ভেতর গেল। বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটিই ছাই হয়ে গিয়েছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গিয়েছে।
লোকটি চিৎকার করে উঠলো, " হায় আল্লাহ,তুমি আমার
ভাগ্যে এটাও রেখেছিলে"। সে হতাশ হয়ে আবার বনের ভেতর গেল, ঘর তৈরি করার জন্য বাঁশ-কাঠ সংগ্রহ করতে।
হঠাৎ একটি বিকট আওয়াজ তার কানে এলো। সে তাড়াতাড়ি বন থেকে তীরে বেরিয়ে এলো। সে দেখলো একটি জাহাজ দূর থেকে ধেয়ে আসছে তারই দিকে।
জাহাজটি যখন সেই দ্বীপের কাছে এসে নোঙ্গর করলো এবং জাহাজ থেকে কয়েকজন লোক নেমে তার কাছে এলো..
তখন সে অবাক হয়ে তাদেরকে বললো,
"তোমরা কিভাবে জানলে যে আমি এখানে পড়ে আছি?
তখন তারা তাকে জানালো, তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখেই আমরা বুঝতে পেরেছি"।
তখন লোকটি মনে মনে খুব অনুতপ্ত হল এবং বারবার আল্লাহ্র কাছে মাফ চাইতে লাগলো...
বিঃদ্রঃ -আল্লাহ্ আমাদের সবাইকে আল্লাহর প্রতি বিশ্বাস
এবং সর্বক্ষেত্রে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। "আমীন "
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান আল্লাহর উপর অবিচল আস্হা ও বিশ্বাস সমস্ত বিপদ থেকে মুক্তির একমাত্র মাধ্যম।এমন আস্হা আমাদের যেন হয়।
অসাধারণ লেখনীর জন্যে অনেক ধন্যবাদ.....।
মন্তব্য করতে লগইন করুন