- কি শিখানো হচ্ছে আপনার-আমার ছোট ভাই ও বোনটিকে...?
লিখেছেন লিখেছেন দিশারি ২৫ জুলাই, ২০১৪, ০১:০৭:৫৮ রাত
- অতি যৌনতায় ভরা একটি বই বিতরণ করা হয়েছে রাজধানীর বিভিন্ন স্কুলে। স্কুলের শিক্ষকেরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রজনন স্বাস্থ্যবিষয়ক এ বই বিতরণ করেছেন।
- বইটির নাম ‘নিজেকে জানো’। কিশোর-কিশোরীদের জন্য রচিত এ বইয়ে নারী-পুরুষের স্পর্শকাতর অঙ্গের নাম উল্লেখ করে এমন খোলামেলাভাবে আলোচনা করা হয়েছে যা হুবহু
প্রকাশযোগ্য নয়!
- তবে বাধ্য হয়ে তা প্রকাশ করার জন্য আমি সকলের কাছেই ক্ষমা চাইছি...
- বইটিতে ‘শারীরিক ও মানসিক পরিবর্তন’ অধ্যায়ে লেখা হয়েছে যখন একটি মেয়ে ১০-১২ বছর বয়সে পৌঁছে তখন তার শারীরিক পরিবর্তন শুরু হয়।
- যেমন, উচ্চতা বাড়ে, মাসিক শুরু হয়, স্ত.. বড় হয়, বগলে ও ... চুল বা লোম গজায়!
- এ বয়সে ছেলেদের শরীরের শুক্রাণুযুক্ত রস মাঝে মাঝে মূত্রনালী দিয়ে বের হয়ে আসে, যাকে ... বলা হয়!
এই অধ্যায়ে আরেকটি শিরোনাম
হলো,
- ‘পরিস্থিতির চাপে যদি দৈহিক মিলনের সম্ভাবনা দেখা দেয়
তবে আমি সে অবস্থায় কী করবো?’
- এখানে লেখা হয়েছে, বিয়ের আগে ছেলেমেয়েদের দৈহিক
সম্পর্ক স্থাপন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তবে কোনো ক্ষেত্রে মেয়েরা পরিস্থিতির চাপে এরকম অবস্থায় পড়তে পারে।
মনে রাখা প্রয়োজন, আবেগকে ‘না’ বলতে জানাটাও বড় হওয়ার একটা লক্ষণ।
পরিচয়ের একপর্যায়ে দৈহিন সম্পর্ক গড়ে উঠতে পারে।
যদি কারো মনে হয় যে তার প্রেমিক এ ধরনের সম্পর্ক
গড়ে তুলতে আগ্রহী,
তবে মেয়েটাকে এ প্রস্তাবে সায় না দিয়ে বড় কারো সাথে বিষয়টি আলোচনা করা ভালো।
যদি তা না করা যায় আর দৈহিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকে তবে গর্ভধারণ থেকে নিরাপদ থাকার জন্য
কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করা জরুরি। এরপরও যদি কোনো সমস্যা হয় তবে উপদেশের জন্য তুমি কাছের
কোনো ক্লিনিকে যেতে পারো!
(বইটির শেষে বিভিন্ন এনজিও
পরিচালিত বেশ কয়েকটি কিনিক/
সেবা সংস্থার
তালিকা দেয়া রয়েছে এ
সংক্রান্ত সেবা গ্রহণের জন্য)।
(কৌশলে খুব সুন্দরভাবে একটি মেয়েকে শিখানো হলো কিভাবে নিজের সতীত্ব কে বিলিয়ে দিতে হবে!)
তো আপনারাই বলুন,
- যেই বইয়ের আগাগোড়া এমন যৌনতায় ভরপুর!
আপনার কিশোর, কিশোরী ভাই বোন সেই বইটি থেকে কী শিখছে???
এরপরও কী আপনি চুপটি মেরে বসে থাকবেন?
এরকম বই যদি পাঠ্যপুস্তক হিসেবে বহাল থাকে,
তাহলে অতিসত্বর এমন ভয়াবহ অবস্থা দেখা দিবে যে,
স্কুল, কলেজের নব্বই ভাগ ছেলে মেয়েই ব্যাভিচারে লিপ্ত হয়ে নিজেদের সতীত্ব কে বিসর্জন দিয়ে দিয়েছে!
ফলে যে কোন সময় এই জাতির উপর আল্লাহর গজব নেমে আসতে পারে।
বিষয়: বিবিধ
১৯৪২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
BUKHARI HADITH: Volume 1, Book 6, Number 298:
Narrated 'Aisha:
The Prophet and I used to take a bath from a single pot while we were Junub. During the menses, he used to order me to put on an Izar (dress worn below the waist) and used to fondle me. While in Itikaf, he used to bring his head near me and I would wash it while I used to be in my periods (menses).
BUKHARI HADITH: Volume 1, Book 6, Number 319:
Narrated Zainab bint Abi Salama:
Um-Salama said, "I got my menses while I was lying with the Prophet under a woolen sheet. So I slipped away, took the clothes for menses and put them on. Allah's Apostle said, 'Have you got your menses?' I replied, 'Yes.' Then he called me and took me with him under the woolen sheet." Um Salama further said, "The Prophet used to kiss me while he was fasting. The Prophet and I used to take the bath of Janaba from a single pot."
তার জবাবটা আপনার কাছে পাওনা রইলো...।।
এ বছরও আসে। এটা তো এনসিটিবি থেকে প্রকাশিত
ভাইয়া তুমি বিষয়টাকে কিভাবে নিচ্ছ তার উপর।।
যদি তুমি নিজেকে ঠিক রাখতে পার তো আলহামদুলিল্লাহ, আর না পারলে তো বুঝই...।
যা হয়তো ভবিষ্যৎ পরিকল্পনাকারীদেরও মাথায় আসবে না।
তাকে তো এই সাবজেক্টে ভাল মার্কস পেতে হবে ভাল রেজাল্ট করতে হলে।
জাঝাকাল্লাহু খইর ! শুকরিয়া !
জাযাকাল্লাহ খাইর..
এখন হাত থাকতে মুখে কি নিতি অবলম্বন করতে হবে।
কথাটা আজকের জন্য খুবই প্রজোয্য।
মন্তব্য করতে লগইন করুন