গরম নিয়ে তাঁহাদের বক্তব্য............
লিখেছেন লিখেছেন জিনান মামনি ২৬ এপ্রিল, ২০১৪, ১১:৫০:৩২ সকাল
বর্তমান সময়ের ভয়াবহ "গরম" ও "অনা বৃষ্টি" সম্পর্কে তাঁহাদের কার কি বক্তব্য আসুন একবার দেখে নেই-
১। ড. আলমগীর- এটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর চক্রান্ত, কোনো একদি নির্দিষ্ট জায়গায় সংঘব্ধ হয়ে তাদের অতি ঘন ঘন নিঃশ্বাস ছাড়ার ফলে এই বাষ্পীয় গরমের সৃষ্টি হয়ে থাকতে পারে- বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে আকাশের চারকোণায় ধরে হালকা ঝাঁকুনি দিয়ে দেখা যেতে পারে, বৃষ্টি হলেও হতে পারে।
২। ড. মুহিত- গরম-টরম কিছুই না সব বোগাস এন্ড রাবিশ টকিং। আমি নিশ্চিত যে, এটা এসি বিক্রেতারদের কারসাজি।
৩। হা. হ. ইনু- এই গরম দমন করতে হলে সবার আগে দরকার আমাদের জঙ্গী দমনের সক্ষমতা। বিএনপি- জোট সরকারের তৈরী জঙ্গীরা দেশের বাতাস গরম করে তুলছে।
৪। লু.জা. বাবর- হেব্বি গরমজ, সো উই আর লুকিং ফর বৃষ্টিজ। জেলখানার ভিতর জিহ্বা থ্রি হ্যান্ডস বের হয়ে যাচ্ছে।
৫। মি. ফকরুল- এই গরম ও অনাবৃষ্টি বি এন পি কে আন্দোলন থেকে দূরে রাখার জন্য অগণতান্ত্রিক আওয়ামী বাকশালী সরকারের গভীর ষড়যন্ত্র। সুতরাং আগামী রবি বার থেকে ৭২ ঘণ্টা হরতাল এবং সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য অবরোধ।
৬। হু. ম চাচা- আমি যদি বলি, কোনো গরম পড়ছে না, তবে লোকে আমাকে থুতু দিবে, আর যদি বলি এ মুহূর্তে বৃষ্টির খুব দরকার, তবে লোকে আমাকে বেইমান বলবে। সুতরাং....
৭। মার্শাল আলতাফ হোসেন- আল্লার বৃষ্টি আল্লায় ওঠাইয়া নিছে....আমরা কি করুম?
৮। জনৈক চেতনা সরকার- আমাদের সব্বাইকে মুক্তিযুদ্ধের চেতনায় চেতিয়া এই গরম মোকাবেলা করতে হপে। আগামীকাল সন্ধ্যায় জ্বলন্ত মোমবাতি হাতে নিয়া পুরা শহর ঘুরা হপে। তবে অবশ্যই সব্বাই ছালার চট গায়ে দিয়ে আসবেন।
Collected
বিষয়: বিবিধ
১২২০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন