য’ইফ ও জাল হাদীস সিরিজ (বই) চার খন্ড একসাথে।
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ২২ জুলাই, ২০১৪, ১২:২৯:২৮ দুপুর
উম্মাতের মাঝে জাল ও যইফ হাদীস এর কুপ্রভাব দূর করতে মুহাদ্দিসগণের প্ররিশ্রমের অন্ত নেই। আল্লাহর এই ওয়াহী সংরক্ষণ করতে তাঁরা পরিশ্রম করেছেন। তারা সহীহ ও যইফ হাদীসগুলোকে আলাদা করে আমাদের মাঝে তুলে ধরেছেন যাতে আমরা যইফ হাদীসে উপর আমল করে বিভ্রান্ত না হই। এছাড়া যেন আমরা সহীহ হাদীসের উপর আমল করতে পারি। এরকমই একজন গত শতাব্দীর অন্যতম সেরা মুহাদ্দিস শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)। তিনি যইফ ও জাল হাদীস সিরিজ নিয়ে “সিলসিলাতুল যইফাহ ওয়াল মাউযুআহ’ নামে হাদীস সিরিজ লিখেছেন।
প্রথম খন্ড লিংক: প্রথম খন্ড
দ্বীতিয় খন্ড লিংক: দ্বীতিয় খন্ড ১ম পার্ট
দ্বীতিয় খন্ড ২য় পার্ট
তৃতীয় খন্ড লিংক: তৃতীয় খন্ড
চতুর্থ খন্ড লিংক: চতুর্থ খন্ড
সংগ্রহ: ওয়ে টু জান্না সাইড হতে
বিষয়: বিবিধ
৩২১৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ডাউনলোড করে পড়ুন জ্ঞান অর্জন হবে ইনশাআল্লাহ।
আমার চিন্তা না করে বরং নিজের চিন্তা করুন। আপনি যেভাবে বলছেন তাতে স্বয়ং শায়খ সম্পর্কেই যে আপনার জ্ঞান কোন পর্যায়ে তা আর বুঝতে বাকি নেই। বরং অন্যকে পড়তে বলার আগে নিজে পড়ে দেখুন, তার আগে সম্ভব হলে হাদীসের উসূল, রাবীদের নুখস সম্পর্কে জানুন এবং অবশ্যই ভালো কোন আলেমের তত্ত্বাবধায়নে থেকে জানুন।
আর আলবানী সাহেবের স্ববিরোধীতার প্রমান চাইলে বলুন, হাজির করতে সময় লাগবে না।
=
দ্বীতিয় খন্ডটি ডাউনলোড করা যাচ্ছে না। পাসওয়ার্ড প্রটেক্টেড করা। পাসওয়ার্ডটি (islaminonesite) পোষ্টে এড করে দিন। শুকরিয়া।
দ্বীতিয় খন্ড ১ম পার্ট
দ্বীতিয় খন্ড ২য় পার্ট
মন্তব্য করতে লগইন করুন