ইমাম শাওকানী (রহ) : জীবন ও কর্ম -বই
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ০৭ এপ্রিল, ২০১৫, ০৩:৪৪:১৭ দুপুর
বহুমুখী প্রতিভার অধিকারী, জ্ঞান-গবেষণার অন্যতম পুরোধা মুহাম্মাদ ইবন আলী আশ শাওকানী। জ্ঞান-গবেষণা, অধ্যাপনা, গ্রন্থ রচনা ও বহুমুখী কর্মকান্ডের মাধ্যমে যে সকল মনিষী অবিস্মরণীয় হয়ে আছেন, তাঁদের একজন হলেন তিনি। আশ-শাওকানী ছিলেন একাধারে চিন্তাবিদ, গবেষক, লেখক, অধ্যাপক, সুসাহিত্যিক, কবি, আইনবিদ ও যোগ্য বিচারক। আল্লামা আশ-শাওকানী সে যুগের একজন সুযোগ্য মুজতাহিদ ছিলেন। তিনি কুরআন সুন্নাহর আলোকে ইসলামের প্রকৃত রুপরেখা অত্যন্ত যোগ্যতার সাথে তুলে ধরেছেন। তিনি মাযহাব ও ব্যক্তি বিশেষের তাকলীদ তথা অন্ধ অনুকরণের আবর্ত থেকে বেরিয়ে মুক্ত ও স্বাধীন চিন্তা অনুশীলনের পথে পা বাড়ান। ইজতিহাদ অর্থ্যাৎ চিন্তা গবেষণা করে মাসআলা চয়নে তিনি ছিলেন পারদর্শী। ইসলামী আইন শাস্ত্রে তাঁর ছিল বিশেষ পান্ডিত্য। বিচার কার্যেও তার দক্ষতা ও যোগ্যতা ছিল সুবিদিত। তিনি শিরক, বিদআত ও কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং লিখনীর মাধ্যমে এগুলোর বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস করেছেন। তিনি অসংখ্য মূল্যবান গ্রন্থ রচনা করেছেন।
তাঁর এই বর্ণাঢ্য জীবনের বিভিন্ন অবদান সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনার জন্য “মুহাম্মাদ ইবন আলী আশ-শাওকানী : জীবন ও কর্ম” এই শিরোনামে অভিসন্দর্ভ রচনা করেছেন ” ড. মুহাম্মাদ ছামিউল হক ফারুকী। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামিক সেন্টার।
ডাউনলোড লিংক
বিষয়: বিবিধ
২০৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য







































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন