আসমাউররিজাল-তাহজীবুত তাহজ্বীব-বই
লিখেছেন লিখেছেন ইসলামিক বই ২০ এপ্রিল, ২০১৫, ১২:৫৩:৫৪ দুপুর
আসমাউররিজাল: অনেকেই হয়তো যানেন এই বিষয়ে, তাদের জন্য তো খুবই সহজ যে আসমাউর রিজাল কি! তবে যারা জানেন না তাদের জন্য একটু কঠিন।
আসমাউর রিজাল হচ্ছে হাদীসের সনদে বর্ণিত রাবী বা বর্ণনা কারীদের জীবনি গ্রন্থ যেখানে তাদের বায়োডেটা ও তারা কেমন ছিলো, কে কি বলেছেন তাদের সম্মন্ধ্যে ইত্যাদি জানা যায়। এবং এর ভিত্তিতে হাদীস সহীহ-যইফ-বা জাল ইত্যাদি নির্ণয় করা হয়।
হাদীসের এক্সপার্টরা এই বইগুলো থেকে অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। এই বই পেয়েই আপনি মুহাদ্দীস বনে যাবেন এমনটি নয়। আপনাকে আরবি শিখতে হবে কেননা এই বই আরবিতে।
তবে সংগ্রহে রাখুন কবে কাযে লাগবে, আল্লাহু আ'লাম।
বই: তাহজীবুত তাহজীব।
সংকলক: ইমাম ইবন হাজার আসক্বালানী (রহ)
Download Page
বিষয়: বিবিধ
৪৮৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাদীসের বর্ণনাকারীদের সম্পর্কে চমৎকার একটা কিতাব সম্পর্কে অবহিত করায় জাযাকাল্লাহ জানাই!!
মন্তব্য করতে লগইন করুন