- চোখে দেখা ছেকে দেখা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ এপ্রিল, ২০১৫, ১২:৪৬:১৬ দুপুর
আমি যখন তোমায় দেখি
ভাবতে পারো শরীর খুঁজি
আমি যখন আকাশ দেখি
আকাশ ভাবে পাগল বুঝি!
আমি যখন আমায় দেখি
কেবল দেখি কেবল দেখি
পাইনা কিছু আমার ভেতর
তোমায় ধরে রাখার পুঁজি।
২০.০৪.২০১৫/৯.৩৪
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ১ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন