তোমার দাসত্বে পূর্ণ কর
লিখেছেন লিখেছেন মোঃজুলফিকার আলী ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২৬:২১ রাত
তোমার পৃথিবী তোমার স্বপ্নীল মহাকাশ
তোমার আলোক তোমার বাতাস
যতটুকু নিশ্বাস প্রশ্বাস তোমার তবুও জানি আমি
সর্বসেরা পর্বত সমান অহংকারের জাল বুনেছি
হে প্রিয় নিজের গৌরব দানে নত হইনি
জীবনের নানান রঙের জ্যোতির নিয়নে
ভাসিয়ে দিয়েছি দেহ মন প্রাণ
উজার করেছি যৌবনের প্রতিটি প্রহর
ঘুড়ির বাঁধন ছিঁড়ে উঠেছি সুউচ্চে আরও।
আজ এবেলায় নিজেকে করেছি শত অপমান
ছিন্নমূলে বিকিয়ে দিয়েছি নিজের আসন
নত হয়ে ধূলায় ঠুকেছি ঘৃণিত কপল
নিজের প্রচারে হচ্ছি জন্তুর গলিত চর্বিত চবণ
আমার চরম প্রাপ্তির জলাঞ্জলী দিয়েই সমাপ্তি…
এখন তোমার ইচ্ছার দাসত্বে পূর্ণ কর
জীয়ন কাঠির চাবুক মারো
আহত পালক হোক আমার বিবেক
হৃদয় কোঠায় ঢেকে রাখো আমার গোলাপ ফুল।
তখন ছায়ার মতো আড়াল করে দাঁড়াও তুমি..
মোমের শরীর গলে ভেসে আসুক কান্নার ঢেউ
চোখের জলেই মুছে দিও অহং পাহাড়-
জমে বারুক সাগরে এতটুকু লোনা জল।
বিষয়: বিবিধ
৮৯৪ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চোখের জলেই মুছে দিও অহং পাহাড়-
জমে বারুক সাগরে এতটুকু লোনা জল।
অপূর্ব সুন্দর ভালো লাগলো
ভালো লাগল্ ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন