ওরা বোকা ওরা নির্বোধ

লিখেছেন লিখেছেন ব১কলম ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:৫৯:৫৭ রাত

ওরা বোকা, নির্বোধ, ওরা আহম্মক

ওদের বুদ্ধির দৌড় দেখে আমার করুণা জাগে

আমি তো কিছুই লুকাইনি, করিনি গোপন

বলে দিয়েছি বিশ্ব মিডিয়ায়

প্রতিশোধই আমার রাজনীতির উদ্দেশ্য

ওরা হত্যা করেছে আমার প্রিয়জনদের

১৫ আমার জীবনের বিভীষিকা

বাঁচতে দেয়নি ছোট্ট শিশুকে

কুঁড়ে কুঁড়ে খাচ্ছে আমার হৃদয়কে

ওরা বোকা, নির্বোধ, ওরা আহম্মক

ওদের বুদ্ধির দৌড় দেখে আমার করুণা জাগে

ওরা জানেনা আমার শক্তির উৎস

ওরা দেখেনি আমার ক্ষমতার বৃত্ত

চেয়ারের হুমকি আর বন্ধুদের শত্রু রুখতে

আমার মিলিট্যান্টরা একটু নড়েচড়ে উঠেছিল

পল্টনে আটাশে অক্টোবর ।

আর ১৫ পূণরাবৃত্তি ঠেকাতে

আমার বন্ধুরা হাত বাড়িয়েছিল পিলখানার দিকে

২৫ ফেব্রুয়ারী

তেননি আরএক অনাহুত বালখিল্যদের চমক দেখিয়েছিলাম

৫মে, মতিঝিলে

এরপরেও ওরা বুঝতে চেষ্টা করেনি আমাকে

ওরা জানেনা আমার শক্তির উৎস

ওরা দেখেনি আমার ক্ষমতার বৃত্ত

ওরা বোকা, নির্বোধ, ওরা আহম্মক

ওদের বুদ্ধির দৌড় দেখে আমার করুণা জাগে

ওরা মাথা তুলতে চেষ্টা করেছিল সাতক্ষিরায়

কি নির্বোধ! কি আহম্মক, আমার বন্ধুদের দূর আঙ্গিনায়

ওরা পড়েছে সুরা ফিল, দেখেনি আসহাবুল ফিল

বন্ধূরা সেদিন এগিয়ে এসেছিল হস্তী বাহিনী নিয়ে

পিষিয়ে দিয়েছিল উদ্দত ফনা, তবুও কি ওরা বুঝবেনা?

ওরা বোকা, নির্বোধ, ওরা আহম্মক

ওদের বুদ্ধির দৌড় দেখে আমার করুণা জাগে।

বিষয়: রাজনীতি

১০৪৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181469
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
সজল আহমেদ লিখেছেন : হুঁ
181484
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৩৫
ফেরারী মন লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
181504
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৯
181527
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৯
অক্টোপাশ লিখেছেন : অসাধারণ হয়েছে।
181542
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ভালো লিখেছেন
অপরাজনীতির প্রতিকার জানিয়েছেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File