সরল রেখা আঁকা কত সহজ?
লিখেছেন লিখেছেন ব১কলম ০৩ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩০:২৩ রাত
[u]
সরল রেখা আঁকা কত সহজ? [/u]
শিক্ষকঃ সাকির বলতো সরল শব্দের অর্থ কি?
সাকিরঃ স্যার, সরল অর্থ সোজা ।
শিক্ষকঃ রমিজ আচ্ছা তুমি বলতো, সরল রেখা কাকে বলে?
রমিজঃ স্যার, সরল রেখা মানে সোজা রেখা । একটি বিন্দু যখন দিক পরিবর্তন না করে সামনের দিকে চলতে থাকে তখন একটি সরল রেখা উৎপন্ন হয় ।
আশিক, এবার তুমি বল ।
আশিকঃ দুটি বিন্দুর সংযাগ রেখাগুলির মধ্যে ক্ষুদ্রতম রেখাটিকে সরল রেখা বলে ।
শিক্ষকঃ ধন্যবাদ, তোমরা উভয়ে সুন্দর উত্তর দিয়েছ । আচ্ছা বলতো, আমাদের জীবনে সরল রেখার কোন প্রয়োগক্ষেত্র আছে কিনা?
(সকলে নিরুত্তর)
শিক্ষকঃ আচ্ছা তোমরা কে কে সরল রেখা আঁকতে পার?
( সকলে সমস্বরে বলল, স্যার সরল রেখা আঁকা খুব সোজা, সবাই পারি)
শিক্ষকঃ আশিক তুমি এদিকে এসো, এই চকটি নিয়ে বোর্ডে একটি সরল রেখা আঁক ।
(আশিক প্রথমে বোর্ডের দুই প্রান্তে দুটি বিন্দু আঁকল, তারপর বার বার বিন্দু দুটি সংযোগ করে সরল রেখা আঁকার চেষ্টা করল । কিন্তু প্রতিবারই সংযোগরেখা কিছু না কিছু বাঁকা হচ্ছে । বিফল মনোরথ হয়ে দাঁড়িয়ে রইল)
শিক্ষকঃ আশিক তুমি সিটে বস । রমিজ তুমি এসো ।
(রমিজ চক হাতে নিয়ে এক টানে প্রথমে সরল রেখা আঁকার চেষ্টা করল । কিন্তু বার বার চেষ্টা করেও পরিপূর্ণ সরল রেখা আঁকতে পারল না । কিন্তু প্রতিবারই কিছু না কিছু বাঁকা হচ্ছে । বিফল মনোরথ হয়ে সেও দাঁড়িয়ে রইল)
রমিজ তুমি বস । এবার কে পারবে?
শাকিরঃ স্যার, স্কেল বা রুলার দিলে আমি পারব ।
শিক্ষকঃ এই নাও ।
( বলে একটি রুলার দিল । শাকির রুলার ও চক দিয়ে সুন্দর একটি সরল রেখা আঁকল । )
শিক্ষকঃ সকলে মনযোগ দিয়ে শোন । সরল মানে সোজা, মানে সহজ, আসলে সরলরেখা আঁকা কি সহজ?
কাঁচা হাত হোক, পাকা হাত হোক, যে কোন হাতেই রেখা আঁকা যাবে, সেটা যদি সরলরেখা না হয় তবে অবশ্যই বক্ররেখা হবে । কিন্তু হাত যতই পাকা হোক চেষ্টা করে দেখলেতো রুলার ছাড়া একটি সরল রেখা আঁকতে পারলে না । কারণ চকের অগ্রভাগ প্রতি মূহূর্তেই দিক পরিবর্তন করে ভিন্ন দিকে যাওয়ার চেষ্টা করবে । এবার একটি রুলার নিয়ে চকের অগ্রভাগ রুলারের গায়ে ঠেশে সামনের দিকে চালাতে থাকলে দেখা যাবে সুন্দর একটি সরল রেখা আঁকা হয়ে গেছে ।
আমাদের জীবনটাও অনুরূপ । আল কোরআন আমাদের গাইড । আল কুরআনকে গাইড মেনে যদি আমাদের জীবনের স্বপ্নগুলোকে পরিচালিত করি (ঠেশে ধরি আল কুরআনের সঙ্গে) তবে আমাদের জীবনটা সরল রেখার (সিরাতুল মুস্তাকিম) মত পরিচালিত হয়ে জান্নাতে গিয়ে শেষ হবে, নতুবা বক্র পথে চলতে চলতে জাহান্নামে মিলিত হবে ।
কিন্তু আমরা কি কুরআন পড়ি? কুরআন বুঝি?? জীবনের স্বপ্নগুলোকে ঠেশে কুরআনের সঙ্গে পরিচালিত করি ??? তবে কিভাবে আমাদের জীবনটা সরল রেখার (সিরাতুল মুস্তাকিম) মত পরিচালিত হয়ে জান্নাতে গিয়ে শেষ হবে????
তাই সরল মানে সোজা । কিন্তু সরল রেখা আঁকা যেমন সহজ নহে, তেমনি জীবনকে সরল পথে (সিরাতুল মুস্তাকিম) পরিচালিত করাও সহজ নহে ।
ছাত্ররা সমস্বরে বললঃ স্যার আমরা বুঝতে পেরেছি । আমরা সকলে নিয়মিত কুরআন পড়ব আর কুরআনকে গাইড মেনে আমাদের জীবনকে সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করব ।
বিষয়: বিবিধ
১৬৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রেফারেন্স সহ শেয়ারে আপত্তি নেই ।
যাযাকাল্লাহু খাইরান ।
মন্তব্য করতে লগইন করুন