জামায়াতে ইসলামীর নিষিদ্ধ হওয়ার গুঞ্জন প্রসঙ্গে, আমার ভাবনা:
লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ০৭ আগস্ট, ২০১৩, ০২:৪৩:২৪ রাত
জামায়াত নিষিদ্ধের ব্যাপারে আওয়ামী সরকার যতই মুখে ফেনা তুলোকনা কেন,প্রকৃত পক্ষে কখনোই তারা জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে না।কারণ তারা ভালো করেই জানে সাংগঠনিক দিক থেকে বাংলাদেশে জামাতে ইসলামীর মতো শক্তিশালী দল আর একটিও নেই।আনুগত্যের দিক থেকে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আপন মহীমায় স্বমোজ্জ্বল।বাংলাদেশে এমন কোন রাজনৈতিক সংগঠন খুঁজে পাওয়া যাবে না যাদের মধ্যে দলীয় কোন্দল কিংবা সন্ত্রাসী,চাঁদাবাজ,খুনি, দূর্নীতিবাজ নেই;বরং এরাই হলো এ দলগুলোর মূল চালিকা শক্তি।এরা নিজেদের স্বার্থের জন্যে একজন আরেকজনকে খুন করতেও দ্বীধা করে না,তার ভুড়ি ভুড়ি প্রমাণ প্রতিদিনের গণমাধ্যমে আসছে(যদিও গণমাধ্যম এরপরও তাদের সাফাই গাইতে ব্যাস্ত, এমনকি জামাত শিবিরের কর্মী-সমর্থকদের জঙ্গী বলতেও দ্বীধা করে না)।পক্ষান্তরে শত প্রতিকুল পরিবেশে জীবন বাজি রেখে নিরস্ত্র সাহসী লক্ষ-লক্ষ তরুণ রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।সাড়া বাংলায় এমন একটি নজিরও কেউ দেখাতে পারবে না যে,তাদের মধ্যে দলীয় কোন কোন্দল অছে,অথবা মজলুম এ বীরসেনানীরা অন্যসব দলের নেতা কর্মীর মতো অস্ত্র হাতে তুলে নিয়েছে।দু:খের বিষয় এরাই নাকি আবার জঙ্গী!!
যেখানে বিএনপির মতো দলের ১৫৪জন নেতা কর্মীকে একসাথে ডান্ডা ভেরী পরিয়ে আদালতে হাজির করলেও বড় ধরণের প্রতিবাত পর্যন্ত চোখে পড়েনি।আওয়ামীলীগের কথা আর কি বলবো,বিগত সাড়ে চার বছরে এরা যা করেছে এদের নিষিদ্ধের জন্যে আর কিছু প্রয়োজন নেই,এটুকুই বেশী।বিডিয়ার বিদ্গরোহ,ণহত্যা,সন্ত্রাস,ধর্ষণ,চাঁদাবাজী,টেন্ডারবাজী,খুন,গোম এক কথায় এমন কোন অপকর্ম নেই যা তারা করেনি।সরকার ভালো করেই জানে এমন দুর্নীতি পরায়ন সংগঠনের পক্ষে জামায়াতে ইসলামীর মতো পরীক্ষিত শক্তিকে মোকাবেলা করা তাদের পক্ষে অসম্ভব।যার জন্যে এখন মানুষ এ দলটিকে একটি গালি হিসেবে ব্যাবহার করতে শুরু করেছে।উদাহরণ স্বরূপ "তুই মানুষ না আও'মী লীগ"।
আর যদি বাম-রামদের চাপে নিষিদ্ধও করা হয় তবে তুরস্ক কিংবা মিশরের মতো আবার নতুন নামে আরও বেশি শক্তি নিয়ে আবির্ভূত হয়ে রাজপথ দখলে নিয়ে যাবে,তাদের দেখে দেখে আঙ্গুল চোষা ছাড়া আর কিছুই করার থাকবে না আওয়ামীলীগের।কেননা নতুন দলের প্রতি তাদের স্বাধীনতার বিপক্ষের শক্তি বলে আঙ্গুল তোলার পথও বন্ধ হয়ে যাবে।অতীতের ভুল-ত্রুটি ধোঁয়ে-মুছে দূর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাবে।হতে পারে সে দলের নামটি হবে বাংলাদেশ জাস্টিস পার্টি।এটা খুবি স্বাভাবিক যে প্রায় সকল শীর্ষ নেতৃবৃন্দ জালিমের কারাগারে বন্দি থাকা সত্ত্বেও এ দলটিকে কখনোই নেতৃত্ত্ব শূণ্য মনে হয়নি।যারা এখন দলকে নেতৃত্ত্ব দিচ্ছে তারা সবাই বয়সে তরুণ। আর এরাই হবে নতুন দলের একে-একজন বীর সেনানী।
আওয়ামীলীগ এত বোকা নয় যে, তারা এত বড় ঝুঁকি নিতে যাবে। কেউ যদি তা মনে করে আমি বলবো,সে বোকার স্বর্গে বাস করছে।
সুতরাং এ কথা হলফ করেই বলতে পারি, আওয়ামীলীগ কখনোই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করবে না,যা করবে তা কেবলি নির্বাচন থেকে জামায়াতকে দূরে রাখার কৌশল হিসেবেই করবে।অন্য কিছুর জন্যে নয়।
বিষয়: রাজনীতি
১৭২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন