অন্তঃসলীলা

লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ১৬ মার্চ, ২০১৪, ০১:৫৪:৫০ রাত

তোমাদের ছোঁয়া পেলে একদিন পাখি হবো আমি

জ্যোছনার আলো মেখে সারা গায় উড়ে যাবো চাঁদে,

তারাদের কানাকানি শুনে নেবো দূরাকাশে নামি

আকাশের বুকে মেঘ কেনো জমে কি বিরহে কাঁদে-

দেবো সে খবর যদি ঠাঁই দাও স্নেহের ছায়ায়

প্রজাপতি হয়ে কোন একদিন মেলে দেবো ডানা,

দেবো ফুল কবিতার খোঁপা ভরে নিখাদ মায়ায়

অবোধ তৃষিত বুকে কেনো কান্না সে তোমার জানা।

তোমাদের ঝুলি ভরা মণিমুক্তা নিবো নাকো খুলে

কোন খানে পাবো বলো জোনাকির আলোর নাচন,

বলে দিও কোন মাঠে রাখালের বাঁশি সুর তুলে

কোন ঘাটে বেজে ওঠে রমণীর হাতের কাঁকন।

কবে যে নদীর জল কুলু-কুলু কথা বলে যাবে

সীমিত স্রোতের ঢেউ বহমান গতি খুঁজে পাবে।

বিষয়: সাহিত্য

১২৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

192822
১৬ মার্চ ২০১৪ রাত ০৪:৪৫
192872
১৬ মার্চ ২০১৪ সকাল ১১:০৯
আব্দুল গাফফার লিখেছেন : এক কথায় চমৎকার Good Luck Rose ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File