লেডি হিটলার
লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ০৮ জুন, ২০১৩, ০২:১৩:১৭ রাত
স্বাধীন এ ভূখন্ডে কোন এক সপ্নবাজ পিতার স্বপ্নে সাজাতে এ দেশ পরাধীণতার শৃঙ্খলে বেঁধে রাখে আমায়। প্রতি দিন আমার বাক স্বধীনতার ক্ন্ঠকে চেপে ধরে কোন এক অশুভ শক্তি।আমার আর্তনাত যারা শুনতো এবং জানতো,তা তারা জানাত বা শুনাত।সে অপরাধে তাদের দরজায়ও পড়েছে তালা।রাজ কন্যার পা চাটলেই ক্ষমার অযুগ্য অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্তদেরও মেলে নি:শর্ত মুক্তি।দরিদ্র কুটিরের অভোক্ত শিশুরা এক মুঠো ভাতের জন্য যেমন চেয়ে থাকে তেমনি প্রত্যেহ ভোরে আমিও চেয়ে থাকতাম "আমার দেশে"এর অপেক্ষায়।রাত জেগে জেগে আমারি কথার ঢালি সাজিয়ে নিয়ে আসত প্রতিদিন আমারি আঙ্গিনায়,আর তাতেই রাজকণ্যা ক্রোধে অগ্নিমূর্তী,সে নাকি তার বাবার স্বপ্নে আঘাত করেছে।সুতরাং সেও বন্ধি।ওদিকে দিগন্তের সব ইসলামিক সত্য খবরের জন্য তাদের চ্যানেল ওয়ানের মর্যাদা যখন আম মানুষ দিয়ে দিলো,আর যায় কোথায় এবার রাজকণ্যা হয়ে গেলেন লেডি হিটলার।শাপলার শাদা পাপড়ি জুড়ে লেগে থাকলো কেবলি রক্তের দাগ,দিগন্ত জোড়া ইসলামিক কন্ঠ সবার অলক্ষে রাতের আঁধারে স্তব্ধ হয়ে গেলো।রয়ে গেলো লেডি হিটলারের পা চাটা গোলামের দল।
ধিক শত ধিক পা চাটা এ গোলামদের।
বিষয়: বিবিধ
১৭৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন