"একটি বিচার ও বিবেকের দংশন"

লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:০৬:২৪ রাত



আল্লামা সাঈদী একটি নাম নয় বরং একটি প্রতিষ্ঠান।যে মানুষটি তাঁর সারা জীবন ইসলামের খেদমতে কুরবানি করেছেন।নিঃস্বার্থভাবে মানুষকে কুরানের পথে আহ্বান করেছেন বিনা অপরাধে আজ তিনি বিচারের কাঠগড়ায়! আজ বিবেকের দংশনে বুকের পাজর ভাঙ্গা ব্যাথায় ছট-ফট করছি ।সত্যি বলতেকি,যখন থেকে একটু-একটু বুঝতে শিখেছি তখন থেকেই এই মহান মানুষটিকে ভালোবাসতে শুরু করি,ভালোবাসতে শুরু করি তাঁর সুরেলা কন্ঠস্বর তাঁর দ্বীনি কথা ।এমন কি তাঁর মতো করে কৈশোরে কত চেষ্টা করেছি পবিত্র কুরআনের তেলাওয়াত করতে,আমার সে চেষ্টা দেখে মুচকি হাসতে দেখেছি মা-বাবা,দাদা-দাদী,চাচা-চাচী,নানা-নানী পাড়া প্রতিবেশীকে ।সেসব কথা মনে করে নিজের অজান্তেই বাঁধ ভাঙ্গা জোয়াড়ের মতো আজর ধারায় দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে ।আমার শৈশব-কৈশোরের সে মহা নায়কের বিচারের নামে ড্রেস রিয়ের্সাল শেষে আজ মঞ্চস্ত করা হবে মিথ্যে সাজানো নাটক ।যার সত্যতা স্কাইপি সংলাপের মাধ্যমে ইতোমধ্যে জেনেছে সারা বিশ্ব । আকাশে-বাতাসে কান পেতে শুনি এ মজলুমের ফরিয়াদ ।যদি আজ তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হন পৃথিবির কুটি-কুটি বিবেকবান মানুষ তা ক্ষমা করবে না ।একবিংশ শতাব্দির এক কলংকজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে ইতিহাসের পাতায় ।সবশেষে মহা পরাক্রমশালী পরম করুণাময় মহান আল্লাহর কাছে প্রার্থণা "হে আল্লাহ তুমি আল্লামা সাঈদীকে জালিমের হাত থেকে মুক্ত করে আমাদের মাঝে ফিরিয়ে দাও ।আমিন ,আমিন, সুম্মা আমিন।

বিষয়: বিবিধ

১৬৬০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File