জবাব চায় বিবেক
লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ১৮ মে, ২০১৩, ০২:১১:৫৬ দুপুর
ইদানিং এসব কি শুনছি !
কেউ খারাপ বা অন্যায় কিছু করলেই লোকে বলে "তুই মানুষনা আওয়ামীলীগ"।
মানুষ এসব কি বলছে?তার মানে আওয়ামীলীগকি মানুষের দল নয়?লোকের কথায় আমি কান দিচ্ছিনা,কারন আমি জানি এখনো অনেক ভালো মানুষ আওয়ামীলীগ করেন,অবশ্য নাস্তিকদের পক্ষ নিয়ে অন্যায়ভাবে আলেমদের ফাঁসির রায় দেওয়ায়,এমনকি শাপলা চত্তরে নির্মমভাবে আলেমদের গণ হত্যা করার পর থেকেই অনেকেই এদলটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তাই বিষয়টি নিয়ে বোধহয় ভাববার সময় এসেছে।
আমার জিজ্ঞাসা তবে কি আওয়ামীলীগ একটি রাজনৈতিক দল থেকে ধীরে ধীরে একটি গালিতে পরিনত হলো?যেমন মানুষ প্রতারককে গালি দেয় মিরজাফর বলে,অযৌক্তিক অন্যায় আচরন করলে লোকে বলে হিটলার,অবশ্য কেউ কেউ বাংলাদেশেওনাকি লেডি হিটলারের সন্ধান পেছেন বলে বিভিন্ন মাধ্যমে শুনা যাচ্ছে। তাহলেকি আওয়ামীলীগ দলটিও একটি গালি হিসেবে ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হতে যাচ্ছে?
আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে যদিও তাঁদের নাকি এখনো জনসমর্থন আছে বলে দাবী করা হয়;কিন্তু জনসমর্থন যাচায়ের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার সাহস যে তারা হারিয়ে ফেলেছে তা অবশ্য দিবালোকের মত স্পষ্ট।
যাই হোক ভবিষ্যতে কি হয় তা দেখার অপেক্ষায় থাকলাম।
বিষয়: বিবিধ
১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন