উপলব্ধির আলপথে

লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ০৩ আগস্ট, ২০১৩, ০১:০৭:১২ রাত

সাড়ে চার বিলিয়ন বয়সী এক যুবক পৃথিবীর সাথে

আমার পরিচয় সিঁকি শতাব্দীর

ব্যর্থতার কোঁচ বিদ্ধ হৃৎপিন্ডের জমাট রক্তে ভরেছি

কালের কলস।

বিযাদের গলিপথ ধরে ছুটছি আমি এক নগর বাউল

যেন অন্ধকার রাতের পর্দা ঠেলে হেঁটে যাই

এক অসুখী যুবক,

রাতের স্তব্ধতা ভাঙ্গা কলকব্জার ঘষটানিতে

খুঁজে ফিরি বিরহের ঐকতান,

সে ঘোরও কাটে আমার যখন কোটি নক্ষত্রের অলৌকিক

অট্টহাসিতে ঝলসে ওঠে বুকের পাঁজর

যেন বিষাক্ত সাপের ছোবলে যন্ত্রণা কাতর

এক অসহায় নটবর।

গুটিয়ে নেই নিজেকে

সূর্যের নি:শ্বাসে গলে যাওয়া মেরুর বরফ,

বুকের জমিনে আছড়ে পড়ে কষ্টের নোনাজল

অবজ্ঞার পুটলি হাতে,ধৈর্যের চাদর গায়ে জড়িয়ে

হেঁটে যাই বহুমাত্রিক পথে

নির্বাক মুসাফির।

ওদিকে প্রভাত ফেরিতে বিদায় নেয় নক্ষত্রসব,কেবল

নি:সঙ্গ শোকতারাটি গোপন প্রেমিকার মতো

সকরুণ দৃষ্টিতে চেয়ে থাকে আমার দিকে

বাতাসে গন্ধ ঢেলে সনিয়মে বিসর্জিত

গায়ে হলুদ মাখা শুভ্র শিউলীদের দেখে ভাবি

এ যেন আমার আর শিউলীর সুখ ও সূর্যের দূরত্ব।

অবশেষে উপলব্ধি ঘটে এক অন্তর্গত সিনাছ্যাকের

স্পন্দিত হই শাশ্বত ইলহামে

“ইন্নাল্লাহা মা’আসসাবেরিন”।

বিষয়: সাহিত্য

১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File