জামায়াতের নিবন্ধন বাতিলঃ আওয়ামীদের মন্তব্য + আমার মন্তব্য......

লিখেছেন লিখেছেন শুভ্র মেঘ ০৩ আগস্ট, ২০১৩, ০১:২৯:১০ রাত

> খবরঃ রায়ে প্রমাণ হয়েছে জামায়াত ফ্যাসিস্ট দল : হানিফ

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হানিফ সাংবাদিকদের বলেন, জামায়াত যে সন্ত্রাসী সংগঠন সেটা আবার প্রমাণ হলো। তারা যদি কোনো সহিংসতার চেষ্টা করে, তাহলে সন্ত্রাসীদের যেভাবে দমন করা হয়, তাদেরও সেভাবে দমন করা হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন এখন জামায়াত নিষিদ্ধের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।

>> মন্তব্যঃ হেল্লো হাইব্রিড জারজ, তুমি ফ্যাসিজম বোঝো?? ফ্যাসিজমের ছাতার তলে বসে তোমার সবাইকে ফ্যাসিস্ট মনে হয়...। আর তোমার কোন বাপে বলছে যে জামায়াতকে সন্ত্রাসের দায়ে অবৈধ ঘোষনা করা হলো?? আইনের ব্যাপারে বকলম তোমাকে দলের মহাসচিব যে বানাইছে সেও আরেক আবাল।

যতসব বাল(BAL) ভর্তি আবাল।

> খবরঃ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ উল আলম লেনিন বলেছেন, এ রায়ের ফলে তাদের আর রাজনীতি করার বৈধতা নেই।

>> মন্তব্যঃ হ...দেশের সব অধিকার একলা তোমাগোর....চালাও বাবারা একদলীয় গণতন্ত্রের দেশ।

যতসব বাল(BAL) ভর্তি আবাল।

> খবরঃ সভাপতিমণ্ডলীর অপর সদস্য কাজী জাফরউল্লাহ বলেন, রায়ে আমরা সন্তুষ্ট। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরোধিতা করায় আরও আগেই নিষিদ্ধ হওয়া উচিত ছিল।

>> মন্তব্যঃ ওয়েট....তোমাদেরও ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড ও যুদ্ধাপরাধীদের বিচারের নামে ভন্ডামী করায় অচিরেই নিষিদ্ধ করা উচিত হবে।

যতসব বাল(BAL) ভর্তি আবাল। :D/ Thumbs Up

বিষয়: রাজনীতি

১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File