বিষাদের স্বেদ

লিখেছেন লিখেছেন শরীফ আবু বাকার ০১ নভেম্বর, ২০১৩, ০১:৫৪:২৬ রাত

বিকেলের সোনারোদ মেখে গায় দোল খায় কাশফুল

যেন দখিনা হওয়ায় উড়ে যুবতীর খোলা চুল।

নিসর্গে ঢেউ তুলে নীড়ে ফিরে বকের সারি, পানকৌড়ি

অপলক চোখে দেখি শাঁইশাঁই উড়ে যায় বালিহাঁস-গাংচিল

বিলের জলে ভাসা রঙিন শাপলার পাশে ঝরা পালক!

ফসলের মাঠে সবুজ শাড়ি পরা ঘাস ফড়িং,রঙিন প্রজাপতি

একে একে হয়ে যায় ফিঙ্গের সান্ধ্য আহার।

সোনারোদ নিভে যায় অন্ধকারে ডুব দেয় বেলা

স্মৃতির তারে টান পড়ে, মর্মমূলে বাজে বিউগলের সুর।

বিরহী বাতাস টানে ফুসফুস,বুকে জমে বিষাদের স্বেদ

অন্ধকারে আলো জ্বালায় সমবেদনার নীল জোনাকিরা।

আর আমি,সন্ধ্যা রাতের পর্দা ঠেলে ঠেলে হেঁটে যাই

যেখানে গহন অন্ধকার

নি:সঙ্গ যৌবন!

বিষয়: সাহিত্য

১৭৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File